পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سعوا هجموا প্রবাসী $N58g অঙ্গদ সকলকে এইরূপ প্রতিজ্ঞ করাইয় তাহ রক্ষা করাইতে চেষ্টা করিতে পারি । দুর্গাপূজা আগতপ্রায়। এখন দরিদ্র বাঙালীকেও ছেলেমেয়েদের জন্ম অন্ততঃ এক এক খানা ধুতি শাড়ী কিনিতে হইবে-সঙ্গতিপন্ন লোকদের ত কথাই নাই। এখন সকলেরই মনে রাখা উচিত, যে, বঙ্গে বাঙালীদের দ্বারা পৃদ্ধর ধুতি শাড়ী ও জামার কাপড় প্রস্তুত হইতেছে, বঙ্গে বাঙালী তত্ত্ববায় রেশমী কাপড় ও মিহি স্বতী কাপড় বুলিতেছে এবং ঐনিকেতন ও নারীশিক্ষাসমিতিও সেই প্রকার কাপড় বুলিতেছে, বঙ্গে বাঙালীদের কয়েকটি মিলে কলের কাপড় প্রস্তুত হইতেছে। এই সকল জিনিষ থাকিতে আমরা অন্য ঞ্জিনিষ কেন কিমি ? নানাবিধ প্রসাধনের জিনিষও অনেকে কিনিবেন। সে রকম বিগুর ভাল জিনিষ বঙ্গে বাঙালীদের কারখানায় বাঙালীদের দ্বারা প্রস্তুত হয় । তাহ থাকিতে অন্য জিনিষ আমরা কেন কিনিব ? ছাত্রেরা অনেক ভাল কাজ অযাচিত ভাবে করিয়া থাকেন । “স্বদেশী"র ব্যবহার এবং প্রচারও তাহার। করিয়াছেন। এখন “বঙ্গদেশী’র ব্যবহার ও প্রচার তাহtয়া কক্ষস । কন্সটিটিউয়েন্ট এসেমরী সম্বন্ধে আমাদের আশঙ্কা আমরা কন্সটিটিউয়েণ্ট এসেময় সম্বন্ধে আমাদের একটি আশঙ্কার কথা আগে লিথিয়ছি। দেখিতেছি তাহা অমূলক নহে। তাহা লিখিত হইবার পর আজ ২৩শে ভাঞ্জ, ৮ই সেপ্টেম্বর, দৈনিক কাগজে দেখিলাম, যে, বিহারের ব্যবস্থাপক সভায় কন্সটিটিউয়েন্ট এসেমরীর অর্থাৎ মূল রাষ্ট্রবিধি প্রণয়নার্থ আছুত জনসভার সমর্থক প্রস্তাব এক জন মুসলমান সদণ্ডের প্রস্তাব অনুসারে সশোধিত আকারে গুহীত হইয়াছে। সংশোধনটি এই, যে, সংখ্যাগধিষ্ঠ সম্প্রদায়গুলিকে পৃথক নিৰ্ব্বাচন ব্যবস্থায় ঐ জনসভায় aधऊिनि१ि ¢¢त्रtभद्र शविधl t#6ग्न श्हेंtद, ५षर छनग७ তাহাঁদের স্বার্থ ও অধিকার রক্ষার ব্যবস্থা করিবে। অর্থাৎ কিল, প্রকায়ান্তরে সাম্প্রদায়িক রাটোয়ারাটাকে রক্ষা করা চাই । ত্রিটিশ সাম্রাজ্যবাদীদের মার্ক-মাপ্পা ভারতশাসন আইনে যেটা অস্পগু, কংগ্রেসের মার্ক-মার হইলেই তাঁহ কি পরম পবিত্র হইয়া যাইবে ? গণতন্ত্রের নামে গণতান্ত্রিক আদর্শের সম্পূর্ণ বিপরীত কিছু চালাইবার চেষ্টা করিলে কংগ্রেস দেশের অস্থিত করিবেন। "সংবাদপত্রে সেকালের কথা,” প্রথম খণ্ড ঐতিহাসিক ও সাধারণ পাঠকদিগের পক্ষে প্রয়োঞ্জনীয় বহুশ্রমসাধিত ও স্ববিগুস্ত এই পুস্তকখানির ২য় সংস্করণ ১ম সংস্করণ অপেক্ষ তাহীদের ব্যবহারের অনেক বেশী উপযোগী হইয়াছে। ইহার সংকলয়িতা ও সম্পাদক ঐযুক্ত ব্রজেন্দ্রনাথ বন্দোপাধ্যায় এই সংস্করণে জ্ঞাতব্য বহু নূতন বিয়া, ১৮১৮-১৮৩৪ খ্ৰীষ্টাদকালের বিশিষ্ট ব্যক্তিদের পরিচয়, অধুনা-অপ্রচলিত কিন্তু তৎকালপ্রচলিত বহু শব্দের অর্থসংবলিত স্বচ, সম্পাদকীয় কতকগুলি মস্তব্য, এবং শতবর্ষ পুৰ্ব্বে পাশ্চাত্য শিল্পীর স্ট্রাক বাঙালী সমূঞ্জেয় কতকগুলি চিত্র সন্নিবিষ্ট করিয়া পুস্তকখানির আকর্ষণশক্তি ও মূল্যবত্তা বাড়াইয়াছেন। ছবিগুলি দেখিলে বুঝা যায়, সেকালের বাঙালী পুরুষ ও মেয়েরা রোগ-পটকা ছিল না। অনুন্নত শ্রেণীসমূহের উন্নতিবিধায়িণী সমিতি বঙ্গ ও আসামের অক্ষুন্নত শ্রেণীসমূহের উন্নতবিধায়িনী সমিতি ২৮ বৎসর পূৰ্ব্বে স্থাপিত হয়। তখন হইতে ইহার কাজ উৎসাহ, নিষ্ঠ ও মিতব্যয়িতার সহিত নিৰ্ব্বাহিত হইয়া আসিতেছে। এই সমিতির এখন ৩২৭টি বিদ্যালয় অাছে। তন্মধ্যে বালিকা-বিদ্যালয় ৯০টি। ছাত্রদের সংখ্যা ১০৮১৭, ছাত্রীদের ৪৪৭• ; মোট ১৫২৮৭। বিদ্যালয়গুলির মধ্যে ২টি স্থায়ী ও ১টি অস্থায়ী পরীক্ষাধীন উচ্চ-ইংরেজী বিদ্যালয়, ৮টি মধ্য-ইংরেজী, ১টি বয়ন-বিদ্যালয়, ১টি সেলাই-বিদ্যালয়, ৬টি নৈশ বিদ্যালয়, এবং অবশিষ্টগুলি উচ্চপ্রাথমিক ও নিম্নপ্রাথমিক বিদ্যালয় । বঙ্গদেশে এরূপ সমিতি আর দ্বিতীয় নাই । | |