পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ধমান গহীরাপা ফত্তেসিংহজি চিতাভস্ম দশদিনের জন্ত সমাধিমন্দিরের কাছে রাখা হয়, পরে তা গঙ্গায় ফেলা হয়। তবে অধিকাংশে পঞ্চমুখ শিবলিঙ্গ স্থাপন করা হয় ও সেগুলির পূজা আরতির জন্য পূজারী রাখা আছে। অনেকগুলিতে ধার নামে ছত্রি (মন্দির) তার প্রতিমূৰ্ত্তি প্রস্তরফলকে খোদাই করা আছে এবং যদি চিতায় সতীদাহ হ’য়ে থাকে তাহ’লে যে কয়জন স্ত্রী সহমৃতা হয়েছিলেন তাদের (কল্পিত ) মূৰ্ত্তি ও সতী, চিহ্নও সেই ফলকে খোদাই করা হয়। সতী-চিহ্ন চন্দ্র স্বৰ্য্য এবং সতীর ষোড়হস্ত। এই রকম একটি ফলকে ১৭টি সতীর মূৰ্ত্তি খোদাই করা আছে। . এই সমাধি বা স্থতি মন্দিরগুলি প্রায় সবই এক ধরণের। তবে মন্দিরের গায়ে খোদাইয়ের বা ভাস্কৰ্য *कrबन অনেক তফাৎ আছে। এ হিসাবে একটি ভাঙ্গা भश्i१tगॆ! मच्चनग्,ि१छ् ছঞ্জির (বোধ হয় রাণা দ্বিতীয় সংগ্রাম সিংহের) গায়ে স্বা কাজ আছে, সেটি অতি সুন্দর। পদ্মের নক্স, দেবদেবীর খোদাই করা প্রতিমূৰ্ত্তি, রূপক ছবি এ সব যা কিছু তাতে আছে, সবই অতি উৎকৃষ্ট কলাকৌশল-পরিচায়ক । দুঃখেয় বিযয় এই, যে, মেবারের রীতি অনুসারে এসব স্মৃতিমন্দিরের মেরামত করা নিষিদ্ধ। কাজেই সব কটিই ধীরে ধীরে ধ্বংস হচ্ছে, দু-একটি প্রায় হয়ে গেছে । भशागजैौद्र १५१ इ'ि द' षानिश् 'खन भबिन् আছে। সেগুলির বাইরের প্রাচীরের গায়ে এবং আশেপাশের কয়েকটি বাড়ির দেওয়ালে স্বন্দর খোদাই ক্ষয়t পাথরের ফলক ওলট পালট করে বসান আছে। দেখে মনে হয়, যে, সেগুলি কোনও অতি প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ থেকে নেওয়া। একটি প্রাচীন বিষ্ণু মন্বিয়ের