পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

با هد ബു.ു চওর মেরিক তাণও N A S চিতোর গড়ের মানচিত্র পোয়া অতি উৎকৃষ্ট রাষড়ি, অধিসের পেড়া, এক পোয়৷ “গোলাপ জামুন, উপযুক্ত পরিমাণ তরকারি চাটুনি ও চায়ের সঙ্গে পার ক’রে দিয়ে ফের টাঙ্গায় বস্লাম। দাম সবশুদ্ধ দিতে হয়েছিল নগদ এক টাকা সাড়ে পাচ আন। এদেশ থেকে খাবারের জিনিষ রপ্তানী বারণ ; কাজেই যা পাওয়া যায়, সবই সস্তা। মাইল থানিক পথ পার হবার পর চিতোরগড় পরিষ্কার দেখা গেল। হিন্দীতে ছড়া আছে, গড় তৃে চিতোর গড়, অওর সব গাইয়া ! রাণী তে কমলাবতী, জওর সব গধইয়া । প্রবাসী—বৈশাখ ১৩৩৪ ബസ്സഹാ { ২৭শ ভাগ, ১ম খণ্ড রাণী কমলাবতী কে ছিলেন তা জানিনা ; স্বতরাং র্তার তুলনায় জগতের অন্য সব রাণী গর্দভীতুল্য। কিন, বলতে পারি না। তবে চিতোর গড়ের তুলনায় সব গড় যে এক কালে নগণ্য মনে হ’ত ভারতের ইতিহাসে সে কথা সুস্পষ্টভাবেই লেখা আছে। এখন সে চিতোরের কঙ্কালও নাই, কয়েকটি অস্থি মাত্র প’ড়ে আছে। কিন্তু তা সত্ত্বেও দূরের থেকে চিতোরের দৃশ্ব অত্যন্ত মহিমাবাঞ্চক। চিতোর গড় একটি সাড়ে তিন মাইল লম্ব এবং আধ হ’তে তিনপোয়ী চওড়া পাহাড়ের অধিত্যকার উপর স্থাপিত ! এই পাহাড়ের চারিপাশে নীচু সমতল জমি । মাঝে দ্বীপের মত চিতোর গড় দাড়িয়ে আছে। চিতোর উঠবার পথ তোলায়তি নামে একটি ছোট সহস্ট্রের ভিতর দিয়ে । চিতোর গড় ষ্টেশন হ’তে পথে গাঙ্কেরী নামে একটি ছোট নদী পার হয়ে তোলায়তির দ্বারে পৌঁছান যায়। এই সহরের কাছারি থেকে চিতোর দেখার ছাড়-পত্র নিয়ে আমরা চিতোরে প্রবেশ করলাম। চিতোর গড়ে পাচ ছয় সারি দেওয়াল আছে । তার মধ্যে তিন সার বেশ ভাল মেরামত করা । সাতটি প্রকাণ্ড দুর্গদ্বার পায় হ’য়ে চিতোরের অধিত্যকায় পৌছাতে হয়। প্রত্যেকটি দুর্গদ্বার স্মারকলিপি ও স্মৃতিচিহ্নযুক্ত । তৃতীয় দ্বার ( ফট। দরওয়াজী ) এবং চতুর্থ দ্বারের (হনুমান পোল ) মাঝে জয়মল্ল ও পুত্তের নামে উৎসর্গ করা মৰ্ম্মরনিৰ্ম্মিত স্মৃতিস্তম্ভ আছে । এইখানে আকবরের চিতোর অবরোধের সময় ঐ দুই বীর যুদ্ধক্ষেত্রে অনন্তজীবন লাভ করেন। এই রকম অনেক স্মৃতিচিহ্ন পার হয়ে শেষ দ্বারের ( রামপোল ) ভিতর দিয়ে আমর} চিতোরে পৌঁছলাম । রামপোল অতি বিরাট ও সুন্দর দ্বার । রামপোলের প্রায় গায়ে লাগা প্রকাণ্ড সান্ত্রী ঘর আছে এবং তাঙ্ক পরই পুরানো দরখানা অর্থাৎ দরবার গৃহ। প্রবাদ আছে, এইখানেই চিতোরের ভয়ঙ্কর অধিষ্ঠাত্রী দেবী “কাংড়ীরাণী” ( দুর্গ প্রাকারকে কাংড় বলে ) “ময় छूथ एं” ३'tछ অরিসিংহের সম্মখে উপস্থিত হন।