পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] কাল-বৈশাখী >>} পদ্মিনী মহল ছাড়িয়ে বাদল মহলের ধ্বংসস্তুপ। তারপর জঙ্গলের আরম্ভ। স্থানীয় লোকের কাছে শুনলাম, বাঘের উৎপাত যথেষ্ট আছে। চিতোরের ভিতরে বর্তমান মহারাণ। অনেক লক্ষ টাকা ব্যয়ে প্রকাও প্রাসাদ তৈরী করছেন । প্রাসাদের কাজ এখনো শেষ হ’তে ঢের দেরী, কিন্তু এরি মধ্যে প্রায় ১৫ লক্ষ টাকা খরচ হ’য়ে গেছে । প্রাসাদের চারিপাশে শত শত মন্দির, ঘরবাড়ী, মহাল, ধীরে ধীরে ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে। বাপ্পা রাওয়াল, অরিসিংহ, ভীমসিংহ, পদ্মিনী, হাম্বীর সিংহ কুম্ভরাণ, মীরাবাই, পৃথীরাজ, জয়মল্প, পুত্ত, বীরাঙ্গন রাঠোরণী ও তার পুত্রবধূ রণনেতৃ সালু, পত্নী, রাণা সংগ্রাম, রাণ প্রতাপ ও শত সহস্র রাজপুত বীরের অক্ষয় কীৰ্ত্তিস্থল চিতোর এখন এক বিরাট শ্মশানে পরিণত । ইহার ধ্বংসস্তুপের প্রত্যেক অণুপরমাণু মৃত্যুঞ্জয়ী, স্থির কর্তব্য মহাতেঙ্গ রাজপুত বীর পুরুষ ও ললনার গৌরবকীৰ্ত্তিতে পরিপূর্ণ। কিন্তু এখানে এলে যে অবস্থা দেখা যায়, তাহাতে গৌরব অপেক্ষ বিষাদেরই উপলব্ধি অধিক হয় । শক্ৰ-অত্যাচার-প্ৰপীড়িত, বৰ্ব্বর কর্তৃক লুষ্ঠিত ও বিধ্বস্ত চিতোর দেখলে মনে হয়, যেন কোন এক সেীমাকান্তি বৃদ্ধ যোদ্ধপুরুষ শক্র কর্তৃক মারাত্মক ভাবে আহত হয়ে নির্জন শ্মশানে মৃত্যুর প্রতীক্ষা করছেন। পাশ্চাত্য জগতে একটি প্রবাদ আছে, যে, প্রাচীন গ্রীসের গৌরবের অনুভূতি হয় জাৰ্ম্মানীতে। সেই রকম চিতোর ও মেবারের গৌরবের সম্যক অনুভূতি বোধ হয় বাংলা দেশেই হয় । কাল-বৈশাখী ঐ প্রিয়ম্বদা দেবী এমনি বাদলু গেল, বৃষ্টি আর ঝড়ের দাপটে এব সপ্তঋষি ছবি মুছে গেল নভ-চিত্রপটে, विझारणणांक विक झक अरु अयूङऊाब्रक স্বদুঃসহ বেদনায় অশ্রুজল জমাট করুক, কাজে নীড়-ভাঙা পার্থী ; ছিন্নপত্র ওড়ে কাকে ঝাকে নিরুদ্দেশ পথহারা, অরণ্যানী পরিত্রাহি ডাকে অবিরাম নিকপায় আৰ্ত্তনাদে, পল্লব-পঙ্কারে বক্ষে বঁধি, ভগ্নশাখা লুটাইয়া পড়ে একেবারে। অন্ধকার নেমে আসে ঘনকুফ আর্দ্র যবনিক, নির্বাপিত নিখিলের জালোকের প্রত্যেক কণিকা ; প্রলয়ের ক্ষণ স্মরি স্বষ্টি কেঁপে ওঠে বারে বারে, কাটে নিদ্রাহীন রাতি দীপহীন আঁধার আগারে, প্রভঞ্জন এসেছিল পুরবের দূরপথ বাহি’, দক্ষিণে চলিয়া গেছে হেথা বাতায়ন-পথে চাহি দেখি পড়ে দেবদারু ভগ্নয়থ যোদ্ধার সমান, পল্লবে প্রচ্ছন্ন পথ, তোরণের আচ্ছন্ন সোপান, মরিয়াছে বুলবুল কামিনী-কুসুম-সমাহিত, বিঁধে আছে বাতায়নে প্রজাপতি ঝটিক-বাহিত, কুস্কমের লাজাগুলি চারিদিকে অলিন্সে ছড়ায়ে, cज्राख्tरु भक्ण पक्ने ब्रष्ठनाइ भोलिक चक्लाए । _க.ை