পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ মল্লিক লিখিত ভূমিকা সম্বলিত। ঐশিবরতন মিত্র কর্তৃক্ষ টাকা সহ সঙ্কলিত । সিউড়ি বীরভূম হইতে ঐআশুতোষ চক্রবর্তী এম-এ, বি-এল কর্তৃক প্রকাশিত। ২•• পৃষ্ঠা। মুল্য ১ টাকা । বৈষ্ণব সাধনার রহস্ত বুঝিতে গেলে গ্রীরূপ গোস্বামীকৃত ‘শ্ৰীশ্ৰীষ্টজ্জ্বললীলমণি আয়ত্ত করিতেই হইবে । কিন্তু দুরূহ সংস্কৃতে লিখিত বলিয়া তাহা আয়ত্ত করা কঠিন। বৈষ্ণব রস-শাস্ত্র সম্বন্ধে ইতিপূর্বে বাঙ্গালভীবীয় আরো দুই-একটি গ্রন্থ বহির হইয়াছে ; যেমন, ভাসুদত্ত প্রণীত রসমঞ্জরী, ভারতচন্দ্রের রসামঞ্জরী, পীতাম্বর দাসের রসমঞ্জরী ইত্যাদি, কিন্তু উজ্জ্বল-নীলমণি সৰ্ব্বাপেক্ষু উৎকৃষ্ট গ্রন্থ, সে-যিয়ে সন্দেহ নাই। শ্ৰীযুক্ত শিবরতন মিত্র মহাশয় শচীনশ্যনকৃত উজ্জ্বল-নীলমণির এই অনুষদ উজ্জ্বল-চত্রিক প্রকাশ করিয়৷ বাঙলার সাহিত্য-ভণ্ডার পুষ্ট করিয়৷ সাধারণের কৃতজ্ঞতাভাজন হইলেন। পদাবলী-সাহিত্যও যথাযথ বুঝিবার জন্য এই রস-গ্রন্থ পাঠ করা অবহু প্রয়োজনীয় ! পদকল্পতরু প্রভৃতি সকল পদাবলী সংগ্রহই রসের বিভাগ অনুযায়ী সজ্জিত। এরূপ ক্ষেত্রে উজ্জ্বল-চন্দ্রিক প্রকাশিত হওয়ায় সাধারণের খুব স্ববিধ হইল। বৈষ্ণব সাহিত্যরসিক সকলেই উজ্জলচন্দ্রিক একখণ্ড সংগ্ৰহ কল্পিবেন, সন্দেহ নাই । নিরাশ্রয় উমেদার (কবিতা-পুস্তক)- স্বৰ্গীয় গোবিন্সপ্রসাদ সরকার প্রণীত ও ঐরাধবিজর সরকার কর্তৃক অদৃড়—বিজয় কুটার, সানবঁধা পোঃ, বাঁকুড়া হইতে প্রকাশিত। মূল্য দশ পয়সী। নিরাশ্রর উমেদারের বর্ণন সম্বলিত কয়েকটি ব্যঙ্গরসাত্মক কবিতা । অনেক স্থলে পড়িতে পড়িতে চোখে জল আসে। নারী (কাব্যগ্রন্থ )—শ্ৰীগঙ্গাচরণ দাসগুপ্ত প্রণীত ওনারজনাথ দাসগুপ্ত কর্তৃক প্রকাশিত । ১৫৮ পৃষ্ঠা। মূল্য দেড় টাকা । বহিখানি সৰ্ব্বত্রই গ্রন্থকারের হৃদয়ের উচ্ছসি ফুটিয়াছে বটে, কিন্তু গ্রন্থকার কাব্যথানি গদ্যে লিখিলে ভাল হইত। নারীর মহিম কীৰ্ত্তন যে, কবিতাতেই করিতে হইবে এমন কিছু বাধা-ধঃ নিয়ম নাই । ছন্ম ও মিলকে কবি যে-ভাবে জবাই করিয়াছেন তাঁহাতে নারীর অর্ঘ্যও লাঞ্ছিত হইয়াছে। একটু নমুনা জিতেছি— দ্বিতীর কবিতায়—এসেছে, এসেছে আমার যৌবন, নিখিল চিত্ত-মোহন । এ কোন ঋষির তপস্তার আলে। চমকে হৃদয়ে গহন । লহরে লহরে আকুলি’, উছলি মুখরে মুগধ মরম। ওগো এসেছে আমার যৌবন ! এসেছে, এসেছে আমার যৌবন, এযে-অপূৰ্ব্ব অলোক কাহিনী ! আমি এ বীরত। এ জগৎপুরে কারেও এখনে বলিনি--- এমন মারাত্মক ধেীবনের আগমনের বাৰ্ত্ত কাহাকেও না বলিলেই ভাল হইত। দম্পতি মুহৃদ-স্ত্রীরামচন্দ্র মিত্র প্রণীত ওকলিঙ্কাত। ১৮নং রায় বাগান স্ট্রট হইতে গ্রন্থকার কর্তৃক প্রকাশিত। মূল্য এক টাকা । পুরাণ-কাহিনী হইতে অনেক দৃষ্টান্ত দেখাইয় গ্রন্থকার নবদম্পতীকে উপদেশ দিয়াছেন। এতদসঙ্গে কয়েকটি মুষ্টিযোগ ও অবদর-কুহুম সামক একটি কবিতাও গাইবেন। স প্রবাসী—বৈশাখ, ১৩৪৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড বুকের বালাই—ব্রহ্লামেন্দ্রনাথ রায়, এম-এ এণীত প্রকাশক ঐনপিনচন্দ্র পাল, ১৯৭ মেছুয়াবাজার স্ট্রট, কলিকতা । মূল্য ১\ । কবিতা-পুস্তক। অনেকগুলি কবিতা ইতিপূৰ্ব্বে নানা মাসিক পত্রিকায় প্রকাশিত হইয়াছে ; কাজেই লেখক সাহিত্যক্ষেত্রে অপরিচিত নহন। কবি বলিতেছেন, “কুন্সর লয়ে কারবার মোর নিশিদিন বার মাস"। আমাদেরও মনে হয়, এই স্থবিজ্ঞ কারধারীর ব্যবসা সাফল্যমণ্ডিত হইয়াছে। নির্যাতিত নারীদের উদেখে কবিতাগুলি বেশ হইয়াছে এবং সুখ-দুঃখের কবিতাগুলি চিত্তাকর্ষক হইয়াছে । মণিমুক্তা—গ্রামন্ত্রনাথ রায় প্রণীত। প্রকাশক আশুতো লাইব্রেণ, এনং কলেজ স্কোয়ার, কলিকাতা । মুল্য • । ১৩৩৩। কৌতুক হাসি-ভামসার ভিতর দিয়া ছোট ছোট বালকবালিকাদিগকে জ্ঞাতব্য তথ্য শিক্ষা দিতে হইবে, একথা এখন সৰ্ব্ববাদীসন্মত। লেখক শিক্ষ-বিভাগে কাজ করিয়া যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করিয়৷ শিশুদের জন্য এই হাসি তমসার বই লিপিঃ তাহদের অশেষ কল্যাণ সাধন করিয়াছেন। এই স্থরচিত রচনাগুলি শিশুঃ আহলাদের সহিত পড়িয় যথেষ্ট শিক্ষা পাইবে । භුද් (১) বুদ্ধের জীবন ও বাণী ; (২) পঞ্চকন্যা ; এবং () বঙ্গগৌরব স্তার গুরুদাস বন্দ্যোপাধ্যায় —তিনখানিরই প্রণেতা শরৎকুমার রীর। প্রকাশক জ্যোতিরিন্দ্র নাথ রায়, বি-এ । প্রাপ্তিস্থান ইণ্ডিয়ান পাবলিশিং হাউস্, ২২১ কর্ণওয়ালিস্ট্রট, কলিকতা ও চক্ৰবৰ্ত্ত গটার্জি এও কোং লিমিটেড, ১৫ কলেজ স্কোয়ার, কলিকতা। মুল্য যথাক্রমে এক টাকা, বীরে আনা ও দৃশ আন । বুদ্ধের জীবন ও বাণী তৃতীয় সংস্করণ লাত করিয়াছে। ইহাই পুস্তকটির যথেষ্ট প্রশংসাপত্র। ভগবান বুদ্ধের জীবনের সংক্ষিপ্ত বিবরণ ও তাহীর ধৰ্ম্মের পরিচয় এই গ্রন্থে প্রদত্ত হইয়াছে। বিবরণ স্ববিদ্যস্ত, সরল, বাহুল্যবর্জিত এবং প্রাঞ্জল ভাষায় লিখিত । বহু বহু প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থের উপর ভিত্তি রাখিয় গ্রন্থকার এই চল্লিত-কথা রচনা করিয়াছেন। মহাপুরুষের প্রতি ভক্তির প্রাচুর্যে বিবরণ অনাবশ্বক উচ্ছ যে পূর্ণ হয় নাই, বরং মৰ্ম্মস্পর্শী হইয়াছে। সৰ্ব্বসাধারণের পক্ষে বইটি প্রয়োজনীয় ও উপভোগ্য হইয়াছে, কারণ, পাণ্ডিত্যের অtড়ম্বর ইহাতে মোটেই নাই। SBBBBSS BBB BBS BBBB BBS BBDDS BDBS নাইটিঙ্গেল ও ভগিনী ডোরা--এই পাঁচটি তারতীয় ও বিদেশীয় পুণ্যশ্লোক মহিয়সী নারীর জীবন-কথা সংক্ষেপে বিবৃত হইয়াছে। ইহাতে গ্রন্থকারের চিত্তের ঔদার্য ও বিশ্লেষণ-শক্তির পরিচয় পাওয়া যায়। আমাদের দেশের মেয়েদের ইহা অবস্ত পঠনীয় পুস্তক হইয়াছে। আধুনিক বাংলার শ্রেষ্ঠ পুরুষদের অন্যতম হইতেছেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। র্তাহার সরল, নিরন্থঙ্কর, তেজশ্বী, সত্যনিষ্ঠ, ধৰ্ম্মপরায়ণ জীবন বাঙালীর অনুকরণীয়। এই মহৎ জীবনের স্বন্দর আলেখ্য এই পুস্তকে প্রদত্ত হইয়াছে। ইহা কুন্দর সরল ভাষায় স্বলিখিত চরিত্যখ্যান । তিনখানি পুস্তকই গঠন-সৌষ্ঠৰে, কুন্দর মুদ্রণে ও চিত্র-সংযোগে অত্যন্ত মনোহর হইয়াছে। পুস্তকগুলি কেবল উপহার নিবারই যোগ্য হয় নাই, বিদ্যালয়ে অবস্ত পাঠ্য হইবার সম্পূর্ণ উপযুক্ত হইয়াছে। GH ύ