পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাটন সৈন্তদলের অন্ততম সেনাপতি লু ৎস্কং লিন ংগ্রেসের অধিবেশন হইতেছে, তাহাতে আপনার আমায় নিমন্ত্রণ করিয়াছেন বলিয়া আপনাদিগকে আমার ধন্যবাদ জানাইতেছি । আমার দুঃখ এই, যে, ভারতে নিজের যা কাজ আছে, তাহ ফেলিয়। আমি আপনাদের সহিত মিলিত হইতে পারিব না। আমি সৰ্ব্বান্তঃকরণে প্রার্থনা করি, যে, আপনাদের শুভ উদ্বেগু সফল হউক।” বহু লোক, ইচ্ছা সত্ত্বেও, মহা সভায় যোগদান করিতে পারেন নাই ; কারণ অর্থের কিংবা পাসপোর্টের অভাব । কিন্তু তাহা হইলেও আফ্রিকা, মেকৃসিকো, ইন্দে চীন, স্বমাত্র, জাভা, মিশর, ভারতবর্ষ, কোরিয়া, ফিলিপাইন্স, চীন, পারস্য, আলজিরিয়া, টিউনিস, ময়োঙ্কে, জারব প্রভৃতি নানা দেশের প্রতিনিধিগণ মহাসড়ায় উপস্থিত হন। ইহা ব্যতীত ইয়োরোপের, আমেরিকার ও জাপানের শ্রমিক সংঘের প্রতিনিধিগণও সভায় উপস্থিত ছিলেন। ইংলণ্ডের নানান শ্রমিক সম্বের প্রায় কুড়ি জন ও চীনের কুওমিং-টাং (জাতীয় প্রবাসী-বৈশাখ, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড দল ), ক্যান্টন সৈন্যদল প্রভৃতির ত্ৰিশ জন প্রতিনিধি সভায় যোগদান করেন। ভারতবর্ষের প্রতিনিধি ছিলেন ত্রযুক্ত জওআহরলাল নেহরু ও তাহা ছাড়া আর অনেকগুলি ভারতীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন। সিংহলের প্রতিনিধিকে সরকারী তরফ হইতে পাসপোর্ট না দেওয়াতে, তিনি যাইতে পারেন নাই । কংগ্রেসে প্রদত্ত অভিভাষণগুলির মধ্যে ভালো কথা ও ভাবিবার কথ। অনেক ছিল । ফরাসী মনস্বী শ্ৰীযুক্ত অঁরি বারবুস্ তাহার অভিভাষণে বলেন, যে, বর্তমান কালে জগতের অধিকাংশ লোক সঙ্গীনের ভয়ে অপরের দাসত্ব করিতেছেন। র্তাহীদের মুক্তির জন্ত সৰ্ব্বপ্রথমে প্রয়োজন এই বোধ হয়, যে, তাহারা মিলিত হইয়। কাৰ্য্য কবিলেই জয়ী হইবেন । শক্তির মূল মন্ত্র মিলন। মুক্তির ফল আর্থিক, অধ্যাত্মিক, সকল দিক দিয়া উন্নতি। আমরা ভারতবাসীরা একথার সত্যতা সঃজেই জামান শ্রমিক নেতা জি লেভেবেীয়-বয়স ৭৬