পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

డిజిe প্রবাসী—বৈশাখ, ১৩৩৪ भश्छ,णिब्राॐ७ cछ्न् छूद्रन ইংলণ্ডের স্বাধীন শ্রমিক দলের প্রতিনিধি ফেনার ত্রকোয়ে ভারতকে আশ্বাস দান করেন, যে, যদিও বিগত বিলাতী শ্রমিক গবর্ণমেণ্ট শ্রমিকদের উচ্চ আদর্শ ভুলিয়া ভারতের সহিত ধনিকের ন্যায় ব্যবহার করিয়াছিলেন, ও অর্ডিনান্স প্রভৃতি দমনাস্ত্রের সমর্থন করিয়াছিলেন তথাপি যেন ভারত না ভাবেন, যে, ভবিষ্যতে শ্রমিক দল আবার গবর্ণমেণ্ট হাতে পাইলে পুনৰ্ব্বার ঐ রূপে আদর্শবিচুত হইবেন। চীনকে তিনি বলেন, যে, যদি ইংরেজ চীনের সহিত লড়াই করে তাহা হইলে শ্রমিক দল চীনের দিকেই সহায়ুভূতি দেখাইবেন। অতঃপর এই প্রমিক প্রতিনিধির সহিত চীনের কুয়ে-মিং-টাং এর প্রতিনিধি কর মর্দন করেন। আমরা অবগু ইংরেজজাতায় কোন লোকের ফখার উপর নির্ভর করা বুদ্ধিমত্তার পরিচায়ক মনে [ २१श्रृं छो, ** १७ করি না। কাৰ্য্য দেখিলে তবে আমরা ইংরেজের কথার মূল্য স্বীকার করিব। মেক্সিকোর প্রতিনিধি বলেন, যে, যদিও নিপীড়ননীতির কথা উঠিলেই লোকে এশিয়ার দিকে দৃষ্টিপাত করেন, তথাপি এশিয়া এই নীতি অনুসরণের পক্ষে বৰ্ত্তমানে আর শ্রেষ্ঠ ক্ষেত্র নাই। বর্তমানে এশিয়ার লোকসংখ্যা বৃদ্ধি পাই৷ এমন দাড়াইয়াছে, যে, লোভী লোকের আর সে দিকে ততটা নজর নাই। বর্তমানে উপনিবেশ-ও পরস্বাপহরণ-বাদের শ্রেষ্ঠ লীলাভূমি দক্ষিণ আমেরিকা । বিলাতী পালেমেণ্টের শ্রমিক সভ্য শ্ৰীযুক্ত জর্জ ল্যান্স বের সকলকে আশায় বাণী শুনান। তিনি বলেন, যে, “কি ইংলণ্ড, কি আমেরিকা, কি জাপান, কাহারও এক্ষমতা নাই, যে, এই স্থত্যাচারকে চিরস্থায়ী করে। আমাদের জয় ও মুক্তি অবশুম্ভাবী। দুই দিন সময় যাইতে পারে, দুই জন কি দুই হাজার ফ্রান্সের মারি বাবুস্