পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y88 মায়কের অধীনে যুদ্ধ করিত। এখন দেশী সেনানায়কদের সে-অধিকার ত লুপ্ত হইয়াছেই, সিপাহীদের নেতৃত্ব৪ ইংরেজ অফিসারদের হাতে গিয়াছে। কয়েক বংসর হইল, গুটিকতক দেশী লোককে এই নেতৃত্বের নিম্নতম ও নিম্ন ৪র কয়েকটি কাজ দেওয়া হইয়াছে ; কিন্তু তাহা অতি সামান্ত । ভারতীয় দৈন্যদলকে সম্পূর্ণ ভারতীয় করা নিশ্চয়ই উচিত । কিন্তু তাহা করিতে হইলে সিপাহীদের ছোট হইতে সকলের বড় পর্য্যস্ত সকল সেনানায়ক দেশী হওয়া চাই, গোর সাধারণ সৈন্ত ও ইংরেজ ছোট বড় সব সেনানায়ককে শীঘ্র শীঘ্র কয়েক বৎসরের মধ্যে বিদায় দেওয়া চাই, এবং একমাত্র ভারতীয় সিপাহীদিগকে পদাতিক, অশ্বারোহী, গোলন্দাজী, আকাশযোদ্ধদল— সকল দলে, প্রবেশাধিকার ও শিক্ষ। দিবার বন্দোবস্ত হওয়া চাই। কিন্তু ইংরেজরা এরূপ স্বার্থস্কি, যে, ভারতীয় সৈন্যদলের এঃপ্রকার ভারতীয়তা-পানু তাহারা অসম্ভব মনে করে । অনেক ইংরেজের এইরূপ অকপট বিশ্বাস থাকিতে পারে। কিন্তু যাহার। জানে, যে, ইংলণ্ডও এক সময় পরাধীন ছিল, ফ্রান্স ও বিজিত হইয়াছিল, আমেরিকাও পরাধান ছিল, অথচ এখন এইসব ও অন্য অনেক স্বাধীন দেশের সম্পূর্ণ জাতীয় সৈন্যদল আছে, তাহারা বাদ বলে, যে, ভারতবর্ষের সম্পূর্ণরূপ জাতীয় ফেীজ থাক। অসম্ভব, তাহ হইলে তাহাধের উক্তির অকপটতা সম্বন্ধে সন্দেহ হয়। ষে কাংণেই হউক, ভারত গবন্মেণ্ট সিপাহী সৈন্যদলের ভারতীয়তা পাদনের জন্ত এবট কমিটি বসাইঃছিলেন। তাহার রিপোর্টের একট। সংক্ষিপ্তসার সরকার প্রকাশিত করিয়াছেন। তাহাতে দেখিলাম, ১৯৩৩ সালে ভারতবর্ষে বিলাতী স্যাওখাষ্টের মত একটা সামরিক কলেজ প্রতিষ্ঠিত করিবার জন্য কমিটি স্বপারিস্ করিয়াছেন। পাচ বৎসরের আগে কেন তাহা স্থাপিত হইতে পারে না, সংক্ষিপ্তসারে তাহা লেখা নাই। বিলম্বের এই একট। সুবিধা আছে, যে, পাঁচ বৎসরের মধ্যে লোকে কথাট। জুলিয়া যাইতে পারে, এবং পাঁচ বৎসর ধরিয়া ভারতবর্ষে ও জগতে যত ঘটনা ঘটিবে, তাহার মধ্যে ঐ প্রবাসী—বৈশাখ, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড কলেজট স্থাপন না-করিবার পক্ষে যুক্তি আবিষ্কৃত হইতে *{{{9 | এই কলেজে ছাত্র লওয়া হইবে প্রধানতঃ প্রতিযোগিতামূলক পরীক্ষা গ্রহণ করিয়া—সেরূপ পরীক্ষা দিবার অধিকার সকল প্রদেশের, জাতির, ধৰ্ম্মের ও শ্রেণীর লোকদের থাকিবে । কমিটির ইহা অন্ততম স্বপারিস। ইহ সমর্থনযোগ্য । এই কলেজে কমিটি প্রতিবৎসর যত ছাত্র লইবার १द्राभ* शिशtइन, उाशद्रा पनि जक८लहे कि ঠিক সময়ের মধ্যে শিক্ষিত হইয়া পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং কাজ পায়, তাহা হইলে ১৯৫২ ঈশাস্বে অর্থাৎ পচিশ বৎসর পরে সিপাহীদের সেনানায়ক অফিসারদিগের অর্ধেক হইবে ভারতীয়, অৰ্দ্ধেক ব্রিটিশ থাকিয়৷ যাইবে । তার পর কি হইবে, অর্থাৎ সমুদয় অফিসার ক্রমে ক্রমে কোন কালেও ভারতীয় হইবে কি না, সে-বিষয়ে কমিটি একেবারে চুপ! ভারতবর্ষের প্রতি এতটা ন্যায়বিচার ও বন্ধান্তত করিয়া ফেলিয়া কমিটি বোধ হয় শুণ্ডিত ও হায়ুরান হইয়া পড়িয়াছেন । তাই আর বাকুফুষ্টি হয় নাই। যাহা হউক, প্রত্যেক সামরিক ছাত্রের পরীক্ষায়ু উত্তীর্ণ হুইবার বা বাচিয়া থাকিবার সম্ভাবন নাই। স্বতরাং অফিসারদের অৰ্দ্ধেক ভারতীয় হইতে পাঁচশ বৎসরের পরিবর্তে পঞ্চাশ বৎসর লাগিতে পারে। ততদিনে, জগতের পরিবর্তনে, ইংরেজরা আমাদের হুৰ্ত্তাকর্তাবিধাত থাকিবার মত শক্তিশালী থাকিবে কি না, কে জানে ? কমিটির আর-একটা স্বপারিস এই, যে, ভারতীয় সৈন্তুগিকে গোলন্দাজী বিভাগ, আকাশযুদ্ধ বিভাগ প্রভৃতিতে প্রবেশাধিকার দিতে হইবে-আবহু ইংরেজরা যেরূপ যোগ্যতা দেখাইয়। এইসব দলে ভৰ্ত্তি হয় সেইরূপ যোগ্যতা দেখাইয়া। এই প্রস্তাবটিও ভাল। কিণ্ড কমিটি যেরূপ প্রস্তাবই করুন না, তাহ ষে কার্ধ্যে পরিণত হইবে না, সরকারী সংক্ষিপ্তসারের ভূমিকাতেই গবষ্মেন্ট তাহার আভাস দিয়াছেন। বলিয়াছেন, কমিটির যে-সব বিষয় আলোচনা করিবার কথা नष्ठ dद९ धषिकांद्र श्लि नl, tभद्रकभ अtनक विष*