পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'(t8 AMMAMAeMeMAMMSAAAA প্রবাসী-জ্যৈষ্ঠ, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড حمریہ بہ.می. কতদিন সঙ্গীহীন, কত রাত্রি দীপালোকহারা, তারি মাঝে অস্তরেতে পেয়েছি ইসার । নিন্দার কণ্টকমাল্যে বক্ষ বিধিয়াছে বারে বারে, বরমাল্য জানিয়াছি তারে । আলোকিত ভুবনের মুখপানে চেয়ে নিৰ্ণিমেষ বিস্ময়ের পাই নাই শেষ । যে-লক্ষ্মী আছেন নিত্য মাধুবীর পদ্ম-উপবনে, পেয়েছি তাহার স্পর্শ সৰ্ব্ব অঙ্গে মনে । যে নিঃশ্বাস তরঙ্গিত নিখিলের অশ্রুতে হাসিতে, ত;রে আমি ধরেছি বা শীতে । র্যাহারা মানুষরূপে দৈববাণী অনিৰ্ব্বচনীয় র্তাহীদের জেনেছি আত্মীয় । কতবার পরাভব, কতবার কত লজ্জা ভয়, তবু কণ্ঠে ধ্বনিয়াছে অসীমের জয় । অসম্পূর্ণ সাধনায় ক্ষণে ক্ষণে ক্রন্দিত আত্মার খুলে গেছে অবরুদ্ধ দ্বার । লভিয়াছি জীবলোকে মানব-জন্মের অধিকার, ধন্য এই সেী ভাগ্য অামার । যেথা যে-অমৃতধারা উৎসারিল যুগে যুগান্তরে জ্ঞানে কৰ্ম্মে ভাবে, জানি সে অা মারি তরে । পূর্ণের যে-কোনো ছবি মোর প্রাণে উঠেছে উজ্জলি’ জানি তাহ। সকলের বলি’ ৷ ধূলির আসনে বসি ভূমারে দেখেছি ধ্যানচোখে আলোকের অতীত অালোকে । অণু হতে অণীয়ান মহৎ হইতে মহীয়ান, ইন্দ্রিয়ের পারে তার পেয়েছি সন্ধান ক্ষণে ক্ষণে দেখিয়াছি দেহের ভেদিয়া যবনিক। অনিৰ্ব্বাণ দীপ্তিময়ী শিখ ।