পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা] পরভৃতিক »ፃእ ভানুমতী জিজ্ঞাসা করিল, “কোথায় ছিলি এতক্ষণ ? তোকে খুজে-খুঁজে ত হায়রান হয়ে গেলুম।” - ভবানী বলিল, “গিয়েছিলুম একটু নিজের কাজে । তোমার গুণধর দেওর কোথায় এসে উঠেছে, কি কবুতে এসেছে, সব খোজ নিয়ে এলুম।" ভানুমতী বলিল, “আচ্ছা মেয়ে তুই বাপু । পুলিশে কাজ নিলেই পারিস। অত ঘোজ কোথায় কার কাছে পেলি ?” ‘. ভবানী হাসিয়া বলিল, “আমরা রী ছুপুতের মেয়ে বাছা, বাঙালীর ভাত খাচ্ছি ব’লেই কি আর ঘরের কোশের বে। ত’য়ে থাকৃতে পারি ? দরকার হ’লে আমরা ৰশট। মরদকে মেরে শুইয়ে দিতে পারি।” ভানুমতী বলিল, “কি খবর আনলি তাই বল না।” ভবানী বলিল, “রোস, এখন কি আর সব জানতে পেরেছি ? সদর দরজার কাছে দাড়িয়েছিলুম, ছোড়া বেরিয়ে কোন দিকে যায়, দেখবার জন্যে। দেখলুম বেরিয়ে গাড়ীটাড়ী মিলে না, পায়ে হেঁটেই চলল। কাছেই কোথাও থাকে ধুঝলুম । পেছন পেছন খানিকদূর গেলুম, আন্দাজই করেছিলুম তোমার পিসশ্বাশুড়ীর ওথানে উঠেছে । সঙ্গে হতভাগা নবাও এসেছে দেখলুম। যেমন গুণের মনিব, তার তেমনি গুণের চাকর । আমায় দেখে জিগগেম করলে, “কিগো দিদি, ভাল আছ ? এদিকে কোথায় চলেছ ? আমি বল্লুম এই যাচ্ছি ছু পয়সার পান আনতে তোর কবে এলি, কতদিন থাকবি ? বললে ‘এসেছি ত কাল সবে, এখনও অনেকদিন থাকুব, ছোটবাবু জরুর কাজে এসেছেন " ভাবলুম "াড়াও, বুড়ী পিসি ঠাকুরুণের সঙ্গে কোনো গতিকে ভাব করতে হচ্ছে, তা না হ’লে হরদম এখানে যাওয়া আসা চলবে কি ক’রে 1 ছোটবাবুর জরুরী কাজের খবর নিতে হবে ত ?” ভানুমতী উত্তেজিত হইয়া বলিল, “আমি গোড়ার থেকেই জানি লক্ষ্মীছাড়া মিছে কথা বলছে। শ্বশুরমশায় আমায় দেখতে পাঠিয়েছেন না আরো কিছু ! নিজের কোন কুমৎলবে এসেছে কে জানে ? বাবার কাছে এসে সে কি ঘটা আত্মীয়তার ! সে নাকি ভাল ডাক্তার ঠিক ক’রে দেবে, নস ঠিক ক’রে দেবে। বাবাও যেমন মাকুব চেনেন না।” ভবানী ব্যস্ত হইয়া বলিল, “দেখ বাছা, ভাল চাও ত ওসবের ধার দিয়ে যেয়ে না। . তোমার একটা ভাল মন্দ ঘটিয়ে দিতে পারলে ও ছোড়া ত এখন রাজার রাজত্ত্বি পাবে । তারই চেষ্টায় আছে, ওকে কিছুতে কোনো কিছুর মধ্যে হাত দিতে দিও না । কোথা থেকে ডাক্তার আনবে কে জানে ? ঘুষ খেয়ে ডাক্তারেই কত জায়গায় কেলেঙ্কারী করেছে, তার ঠিকানা আছে ? মেজদিদি আসে ভাল, না হয় এই বুড়ী আর ধাই মিলে তোমার সব কাজ ক'রে দেব। দেখে এখন, একবিন্দু অযত্ব হবে না। আশা ভগ্নস সব তোমার এই সস্তানের ওপর, কত সাবধানে এখন চলতে হবে! দাড়াও না, দুদিনের মধ্যে সব খবর আমি নিচ্ছি। পিসি ঠাকুরুণ বোকা-সোক৷ মাছুষ আছেন, তার পেট থেকে কথা বার কবৃতে বেশী দেরী হ’বে না ।” ভাঙ্গুমতী বলল, “তিনি আর কি জানেন, বুড়ে মামুব । তাকে কি আর কিছু বলেছে ?” “ভল্পস্বল্প কিছু ত জানবে ? বাকিট। আমি আঁচ করে নিতে পারব।” í ভাসুমতী বলিল, “দেখ, তোকে আগের থেকে ব’লে রাখছি। তখন ত আমি থাকুব শুয়ে পড়ে, যদি ঠাকুরপো ছেলে দেখতে আসে, কি কোলে নিতে চায়, কখনও দিবি না। তাতে যে যা ভাববার ভাব বে। ওর চোখে বিয আছে । অত বড় জলজ্যাস্ত মাকুষটাকে খেলে| ” ভবানী হাসিয়া বলিল, “ন্তাও বাছা তুমি আর আমাকে শিথোতে এসে না । আমি তোমার চেয়ে মাকুব কম চিনি নাকি ? যেমন কুকুর তার তেমন মুগুরের ব্যবস্থা করতে আমি জানি । চল এখন নীচে, সঙ্ক্যাটা ছাদে থাকা ভাল না ।* (s) फूशूद्ध cयला थाहेञ्च-लौहेम्ना छेनग्न रुलिज, "ख त्रिनिया, चांभि uक कtरछ cदकfक्र ? क्ट्सिप्ङ श्रृङ ब्राउ इव ।