পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] পরভৃতিক 2»ፃው: বগা কওয়াতে এখন দুধ যি ফল টল ভাল ক’রে থাচ্ছে। যা চেহারা হয়ে গিয়েছিল। এখন তবু গায়ে কিছু সেরেছে । বিজনবালা হাসিয়া বলিল, “তাই নাকি ? তবে যে ওবাড়ীয় ঠাকুরপে দেখে এসে বললে চেহারা বড় খারাপ হয়ে গিয়েছে। মা শুনে বললেন তাহলে ঠিক ছেলে হবে। ঠাকুরপো বললে, “ন মেয়ে হবে ।” ভবানীর শুনিয়াই রাগে গা জলিয়া গেল । "ছোট বাবু ত সে কথা বলবেই মা, বার স্বার্থ যে দিকে - কেী বলিল, “ওমা, সবাই এ খবর জানে দেখছি, এক আমিই জানতুম না। আজই শুনলুম।” ভবানীরও এ খবর ভালভাবে কিছু জান ছিল না। সে কথা বাহির করায় ইচ্ছায় বলিল, “ভাল ক’রে আর কি জানি মা ? এমনি খানিক খানিক জানি। তা ছোটবাবু নগদ টাকা যখন অত পাচ্ছে, তখন আর আমার বাছাকে অত হিংসে করে কেন ? এমনিত পোড়াকপালীর যা অদৃষ্ট!” সে বাহির হইতে ছয় লাথ কথাটা শুনিতে পাইয়াছিল । তাই আন্দাজে একটা ঢিল মারিয়া দেখিল । বিজনবাল বলিল, “টাকা পাচ্ছে কি রকম ? এখনি কি ঠিক হ’য়ে গেছে নাকি? মেয়ে হয় যদি দিদির, তবেই পাবে ছেলে হলে ত আধপয়সাও পাবে না ; তাই সে বলিল, ন। কলকাতায় এসে জুটেছে ? দেশে বোধহয় আর টিকতে পারল না! দিদির আর কত দেরি ” ভবানী বলিল, “দেরী আর কি ? মাস দেড় বড় জোর इदि ! ” বিজনবাল বলিল, “ঠাকুয়পে। তার আগে বোধ হয় আর এখান থেকে নড়ছে না। যদি শ্বশুর-বাড়ী যায়, দিন কয়েকের জঙ্কে মাঝে ” ভবানী জিজ্ঞাসা করিল, “ই গা, বে। ঘরে আনতে চায়ন কেন, সোমৰ্ত্ত বয়সের ছেলে ? অতদিন যে ভান্থর শ্বশুর-বাড়া কাটিয়ে এলুম তা ছুৰায়ের বেশী ত ছোটবাবুর বৌয়ের মুখ দেখিনি। চিরকালট বাপের বাড়ীই থাকৃবে নাকি ৰে ?” বিজন বলিল, “কে জানে বাছ, ঠাকুরপোর মতিগতি বুঝি না। বউ দেখতে ভাল না ব’লে নাকি মনে ধরে না। এমন কথাও ত ভদ্রলোকের ঘরে শুনিনি । বাঙ্গালী গেরস্ত ঘরের মেয়ে কি আবার পরীর মত দেখতে হয় ? দিদির মত চেহার কালে ভদ্রে এক-আধটা দেখা যায়। এই ত আমরাও আছি কালো, তাই ব’লে কি আর: আমাদের নিয়ে ঘর করছে না ?” ভবানী বলিল, “কিসে আর কিসে, ধানে আর তুষে। তোমার সোয়ামী আর ঐ ছোটবাবু, একি এক কথা হ’ল ? তোমাদের আপন লোক মা, তোমাদের কাছে বলতে নেই, কিন্তু ছোটবাবুর রকমসকম ভাল না।” । বিজনবাল বলিল, “সে কথা সত্যি, ঝি। আমরা বে) মাহুয, আমাদের ত আর বলবার নেই কিছু, কিন্তু ওর চাল-চলন আমার কাছেও ভাল ঠেকে না ।” ভবানী বলিল, “ভাল হ’লে ত ভাল ঠেকৃবে, মা ? জামাই যতদিন বেঁচে ছিল, ভাস্ককে ওর সামনে শুদ্ধ যেতে মান ক’রে দিয়েছিল । তা তোমার শাশুড়ী ত এখনও উঠলেন না দেখছি । আমি তবে এখন উঠি বাছ, তোমার আবার কাজ-কৰ্ম্ম আছে ।” বিজন বলিল, “না না, বোসো, কাজ আর কি ? ও বেলার মাছ তরকারি আজ ঢের আছে, দুটো আলুভাতে ভাত সেদ্ধ ক’রে নেওয়া বইত নয় ?” ভবানী বলিল, “ওম, সে বুড়ী রাধুনী মাগী পালিয়েছে বুঝি ? নিজেদেরই এখন রাখতে হচ্ছে ?” বিজনবালা ৰলিল, “পালিয়েছে কি আজ ! এখন আমিই হাড়ি ঠেলছি। কিছু বললে মা বলেন, আমার কি জমিদারী আছে না লাখ লাখ টাকা আছে, ধে দশটা চাকর রাখব ? তোমার বাপকে বোলে রাধুনী রেখে দিতে ।” ভবানী হাসিয়া বলিল, ”সভি মা, তোমাদের দেশে মেয়ে ছেলের বড় খোয়ার । ছেলেও বাপ মায়ের সম্ভানबउथानि, cभाबख उाई ; किड प्धप्रिब्र अष्ट्रप्डे छुि३ জোটে না, তা লাখপতির মেয়ে হোক না কেন ? তা ন৷ হ’লে তুমি কি আর দশটা রাখুনী রাখতে পাৰ্বতে না ? cङांभांब्र छाहेब्रां ब्राथ ८ह न ?” - 鷲