পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] সঙ্গীতে পরিবর্তন 别 እboፃ খরচ করিয়া টিকিট কিনিয় তাহার বক্তৃতা শুনিয়াছে। কিন্তু তাহাতে কোনো ফল হইয়াছে বলিয়া মনে হয় না। রবীন্দ্রনাথ সম্বন্ধে জানিতে বা তার বই অধ্যয়ন করিতে লোকেদের আগ্রহ একটুও বাড়ে নাই। সময় সময় ইহার অবশু রবীন্দ্রনাথের নাম করিয়া থাকে, এবং তাহাকে বিখ্যাত aibs of (Great Eastern poet) aroji foll wizo, কিন্তু ঐ পর্ষ্যস্ত । খুব কম লোকেই তাহার বই পড়ে । আমার এক বন্ধুর মুখে শুনিয়াছি এথানকার এক বড় cWTFTR gầāartog Personality aq: Nationalism এই দুই পুস্তক ২০ কপি করিয়া বিক্ৰী আনিয়াছিল । এই বই শেব করিতে তাহাদের দু’বছর লাগিয়াছিল । ইহা হইতে বুঝা বাইবে সত্য-সতাই তাহার কত আদর, তাহার শিক্ষার আদর্শ এবং জাতীয়তার আদশের সহিত বর্তমান সিংহলের আদশের আকাশ পাতাল প্রভেদ । স্বামী বিবেকানন্দ ও সিংহল স্বামী বিবেকানন্দ শিকাগোতে বক্তৃতা করিতে করিতে যাইবার সময় কলম্বে হইয়া গিয়াছিলেন এবং বক্তৃত৷ করিয়াছিলেন । বিবেকানন্দ সোসাইট নামে একটি সমিতি তাহার উদ্দেশ্যে স্থাপিত হইয়াছে। এই সংলগ্নে একটি পুস্তকালয় ও হোষ্টেল আছে। জাফনার তামিল স্বামী বিপুলানন্দ বিবেকানন্দের শিষ্য। ইনি মাঝে মাঝে হিন্দুধৰ্ম্ম সম্বন্ধে বক্তৃত৷ করিয়া থাকেন। তাহার অধীনে গোট দুই হিন্দু স্কুল আছে । রামকৃষ্ণ মিশন হইতে এখানে বক্তা এবং কৰ্ম্মী মাঝে মাঝে পাঠান দরকার । ভারত হইতে মিশনারী যায় আমেরিকার খৃষ্টানদের হিন্দু করিতে, কিন্তু ঘরের কাছে সিংহলে হিন্দুদের আগে হিন্দু করা দরকার। যদিও তাহারাও দ্রুত সিংহলীদের মত স্বসভ্য হইয়া উঠিতেছে, তবু এখনও তাহার নিজেদের জাতীয়তঃ হাঃাইয়। ফেলে নাই । ইহারাই ভারতের ডাকে সাড়া দিবে , সিংহলীর দিবে না। সঙ্গীতে পরিবর্তন শ্ৰী হরিনারায়ণ মুখোপাধ্যায় (•) ইংরাজী ১৮৮৯ সালের বৈশাখ মাসে আনন্দচন্দ্র সেন মহাশয়ের বাটীতে বৈশাখ-উৎসব-উপলক্ষে গান-বাজনা হইয়াfছল, আমাদের বাড়ীর নিকটেই তাহার বাড়। ; বখন সেখানে গান বাজন হইত আমি সংবাদ গইতাম এবং সেখানে গিয়া শুনিতাম । গায়কের মধ্যে শ্রীরামপুরের একজন বদ্ধিষ্ণু জমিদার স্বৰ্গীয় রামদাস গোস্বামী এবং আর একজন পেনশন প্রাপ্ত ভদ্রলোক, তাহার নাম হামাচরণ চক্র ভী ( ইনি বিখ্যাত শিবনারায়ণ মিশ্রের শিষ্য )। রামদাস বাবু রহুল বক্সের শিষ্য । গান-বাজন হুইতেছিল ; অন্যান্ত শ্রোতাগণ ছিলেন, আমিও শুনিতে গিয়াছিলাম । গান-বাজনা বন্ধ হইলে পর, সেন মহাশয় আমাকে বলিলেন, “তোমার খেয়াল শিক্ষ হইল না বলিয়া দুঃথ করিও না। রামদাস-বাবুর নিকট তুমি ধ্রুপদ শিক্ষা কর ; তিনি তোমাকে ষত্ব করিয়া শিথাইবেন ।” সেন মহাশয় খেয়াল অপেক্ষ। ধ্রুপদেয় শ্রেষ্ঠত্ব এবং প্রশংসা বাদ করিতে লাগিলেন এবং সুস্থল বক্সের ঘরের ধ্রুপদের তুল্য ধ্রুপদ আর নাই বলিয়। পরিচয় দিলেন। রামদাস-বাবুও আমাকে গান শিখাইবেন বলিলেন এবং তাহার বাড়ীতে যাইতে বলিলেন। পরদিন প্রাতে আমি গোস্বামী মহাশয়ের বাটীতে উপস্থিত হুইলাম। র্তাহার বাড়ীর নীচের ঘরে দুইজন ভদ্রলোক, একজন গান করিতেছিলেন