পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y8 প্রবাসী—বৈশাখ, ১৩৩৪ [ وينه লইয়া শিলাইদহে গিয়াছিলাম, আপনার সঙ্গে দুটি কথ। বলিয়াই নবজীবন লইয়া কলিকাতায় ফিরিয়াছিলাম । সে-কথা আমি কোন দিন ভুলিতে পারিব না। যাহাকে এত যত্বে ও স্নেহে বদ্ধিত করিয়াছিলেন, সে-সব আশা চূর্ণ করিয়া অকালে পৃথিবী ত্যাগ করিয়া মায়ের কোলে গেল । আপনি মনকে শাস্ত সমাহিত করিয়া দ্বিগুণতর উৎসাহে সমুদয় শক্তি ও চিন্তা দেশের বাজে অর্পণ করিতেছেন, ইহার উপরে আমাদের বাক্য ব্যর্থ । আপনাকে আর কি বলিতে পারি–আপনার মতুযত্ব দেবত্বে পরিণত হউক। আমরা ধন্ত হই, জন্মভূমি ধন্ত হোক্ । প্রাদেশিক অধিবেশনে আপনার বক্তৃত৷ পড়িয়া সকলে চমৎকৃত হইয়াছে, ইহাতে আমাদের হৃদয় আননে নৃত্য করিতেছে । আপনি এই সঙ্কটের সময় দেশবাসী সকলকে একমন্ত্রে দীক্ষিণ করিয়া বঙ্গদেশকে সকলের শীর্ষস্থানীয় করিয়াছেন। কারণ, শুনিতে পাই, যে, অন্তদেশীয় দেশভক্তর নাকি বাঙ্গালীর আবার একতা দেখিয়া আশ্চৰ্য্য হইয়াছে এবং বলিতেছে, তবে ইহার কেন স্বরাট কনভেন্স্যনে { সহি করিলেন। যাহা হউক, আশা করি বঙ্গদেশে গ্রকতার ফল ফলিবে। আপনি কিন্তু বাবর পৃথক • \ ¥ থাকিবেন এবং এখন যেমন কায করিতেছেন \তমনি করিবেন। আপনার হইতেই আপনার ད་ལ་ থাকিয়া সেইসব লোক গঠিত হইবে, যাহার আপনার আদশমত গ্রামে গ্রামে যাইয়া কায করিবে । আমাদের নিরাশ হইবার কোনই কারণ নাই । কিন্তু এদেশে যে সব ছেলে আসে তাহদের হইতে লাই— ছাড়া কোন কার্য আশা করা যায় না। এজন্যই করিয়াছি মনে হয়, আপনার স্কুলের ছেলেদের কত বেশী অঞ্জি। তাহার। বিদেশে আসিয়া আরও বড় হইয়া বর্তী ও পর _স সভাভঙ্গে কি বলিয়াছিলেন, তাহা কোন agজই দেখিলাম না। শুনিতে পাই তাহা খুব হইয়াছিল । অধ্যাপক-মহাশয়ের *; X. খুব অস্বত্ব ছিল ; এখন অনেকট স্বস্ব বটে, আপনি কি আসিতে পারেন না ? এত কথা জাগ-- ঐ\n\য়ের অবসুন্নতা গভীর । এখন বসন্তের পূৰ্ব্বাভাস, গাছপালা সবই নিজীব, o সাড়া দেয় না । তাহার না জাগিলেN " দুর হইবে না। রথী শরৎবাবুর কাছে অধ্যাপক-মহ, একটা চিঠি লিখিয়াছেন। তাহাতে জানা" ইলিনয় হইতে ওঁকে লেকচারার করিয়া লী সম্ভাবনা আছে । হয়ত রথী আপনার লিথিয়াছেন । এটা সুসংবাদ বটে । \ আমরা লওনে একটি ব্রাহ্মসমাজ স্থাপNf" চাই। আপাততঃ বাড়ীতে বাড়াতে করিলেই ভাল । এখানে উপযুক্ত লোক নাই। সেজন্য প্রস্তাব করিতেছি যে, যাহার বাড়ীতে উপাসনা হইবে তিনি ব্রাহ্মপদ্ধতি অনুসারে উপাসনা করিবেন। আপনাং ইহাতে কি বক্ত , আছে কি ? এবং আদিসমাজের অঙ্গুষ্ঠানপদ্ধতি একখানা পাঠাইতে পানে কি ? তাহা এই সমাজের সম্পত্তি হইবে। আরও অনেক । লিখিবার ছিল, কিন্তু আজ এখানেই আসি । আবার যখন সকলে একত্রিত হইব তখন কত গল্প করা যাইবে । আশা করি, বেলা ও মীর ভাল আছে } পিসিমা এখন কোথায় আছেন ? আপনাদের শ্ৰীঅবল বসু Clo Mrs Ole Bull, Studio House, 168, Brattle Street, Cambridge, Mass, U.S.A. 20th Now, 1908. প্রিয়বরেষু— লণ্ডন ছাড়িয়া আপনাকে পঞ্জ লিখি নাই বটে, কিন্তু সৰ্ব্বদাই আপনার কথা ভাবিতেছি এবং আমরা কত সময় আপনাকে নিকটে পাইবার জন্য উৎসুক হইয়াছি। এ সময় আপনি আমাদের সঙ্গে আমেরিকা থাকিতে পালি কত সুখী হইতাম । রথীদের ত যাইবার সময় ༣༣༣།:ཧྥུ། - > আপনি এখানে থাকিলে খুব স্থাক মাহত । {5稿び5