পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર9ના fit Genave, i univerzite et le Museo To জেনীভ বিশ্ববিদ্যালয় যত উপকরণ পাইবেন, অন্য কোন একটি লাইব্রেরীতে বোধ হয় তত পাইবেন না । ইহার আসবাবের সব বা অনেকগুলি ভারত ষীয় কাঠ হইতে নিৰ্ম্মিত। তাহার জঙ্ক ধন্যবাদটা ভারত বর্ষ পাইয়াছে, কি মনিব ইংলণ্ড পাইয়াছে, মনে পড়িতেছে না। লীগের নিজের লাইব্রেরীতেও, বেশী না হইলেও, বিস্তর বহি আছে। সংখ্যা ক্রমশ: বাড়িতেছে । কালে উঃ । বড় লাইব্রেরী হইবে । ইহার জন্য কি কি রকম বহি কেনা হয়, উপহার দিলেই বা কি কি রকম বহি ইহাতে রাখা হয়, জানি না, বুঝিতে পারি না । গ্রন্থকার মেজর বামনদাস বস্ব মহাশয়ের সন্মতিক্রমে গত বৎসর ৯ই মার্চ আমি ডাকে রেঞ্জিক্টরী করিয়া নিম্নলিখিত বহিগুলি লীগ লাইব্রেরীতে উপহার পাঠাইয়াছিলাম :– Rise of the Chirstian Power in India, in five volumes; Story of Satara; History of Education in India under the Rule of the East India Company; Ruin of Indian Trade and Industries; and Colonization in India. কিন্তু যখন আমি সেপ্টেম্বর মাসে লীগের লাইব্রেরী দেখি, তখন বহিগুলি আমার চোখে পড়ে নাই। কোন কোন বহি লীগ লাইব্রেরীতে রাখা না রাখা কি ব্রিটিশ গবন্মেণ্টের কোন প্রকার নির্দেশ অনুসারে হয় ? একমাত্র ভারতবর্ষীয়েরাই যাহার পরিচালক ও মালিক এরূপ কোন ভারতবর্ষীয় মাসিক বাত্রৈমাসিক কাগজ লীগ দেশের লাইব্রেরীর পাঠকক্ষের টেবিলে দেখিলাম না। অদ্যান্য বহু বহু সাময়িক পত্র রহিয়াছে দেখিলাম। ব্রিটিশ আমলাতন্ত্রের প্রভাব যে প্রতিষ্ঠানে খুব বেশী, তাহাতে মডার্ণ রিভিউ না থাকিতে পারে। কিন্তু হিন্দুস্থান রিভিউ এবং ইণ্ডিয়ান রিভিউও দেখিলাম না। যুবকদের খ্ৰীষ্টিয়ান সভার মুখপত্র ইয়ং মেল্‌ অব ইণ্ডিয়া নামক মাসিকটি টেবিলে দেখিলাম। কেবলমাত্র দেশী খ্ৰীষ্টিয়ানরা উহার পরিচালক, মালিক বা কৰ্ত্ত নহেন ; বিদেশী লোকও আছেন। ভারতীয় সাপ্তাহিকের মধ্যে পুনার সার্ডেন্ট অব ইণ্ডিয়া টেবিলে রহিয়াছে দেখিলাম। ইহা খুব যোগ্যতার সহিত পরিচালিত । আমি লীগের তথ্য«Isto frettoB (Information Sectionas) rota কৰ্ম্মচারী মিষ্টার কামিংসকে বলিয়াছিলাম,ভারতীয় সংবাদপত্র ও সাময়িকপত্র-সমূহের প্রতিনিধিস্থানীয় উপযুক্তসংখ্যক