পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিশতবাধিক শিবাজী উৎসব— এবার ভারতের সান স্থানে ত্রিশতবার্ষিক শিবাজী উৎসব হইয়৷ গিয়াছে। মহারাষ্ট্রে বাংলায় ১৯••৫ সালে এই উৎসব খুব সমারোহের সহিত অনুষ্ঠিত হইয়াছিল। এবারেও কলিকাতায় ও বাংলার নানাজেলায় উৎসব অনুষ্ঠিত হইয়াছিল। বোম্বাই সরকার এই উৎসবের মিছিলে কড়াকড়ি করায় উদ্যোক্তাগণ কোনরূপ মিছিল বাহির করেন নাই। স্বল্পটে, ৰয়োদায় ও ঢাকায় মিছিল লইয়। হিন্দু-মুসলমানে সংঘর্ষ হইয়াছিল। দশমবার্ষিক হিন্দু মহাসভা— গত মাসে পাটনায় ডাঃ মুঞ্জের সভাপতিত্বে ১০ম বার্ষিক হিন্দু মহাসভায় সন্মিলন হয়। সভায় আম্বাচ্চ প্রস্তাবের সহিত নিম্নলিখিত প্রতাবগুলি গৃহীত হয় – মুসলমান গুপ্তাগণ এতদ্দেশে বিশেষতঃ বাঙ্গলায় নারী ও শিশু হg৭ আরম্ভ করিয়া দিয়াছে। মহাসভ। ইহার তীব্র প্রতিবাদ করিতেছে। এজন্য হিন্দু মহাসভা বাঙ্গলার হিন্ধু সভার নেতাদিগকে এতৎসম্পর্কে বিশেষ বিবরণ সংগ্ৰহ করিয়৷ হিন্দু মহাসভাকে জানাইভে অনুরোধ করিতেছে এবং যুবকসজ্য সমূহ গঠন করিয়া সম্ভববন্ধ ভাবে এই অত্যাচার ৰন্ধ করিয়া দিবীর জঙ্ক ও যাহতে প্রতি ক্ষেত্রে এই সমস্ত অপরাধীগণ স্বাধ্য দণ্ড পায় তাহার ব্যবস্থা করিতে স্তাহাদিগকে অনুরোধ করিতেছে। এই সভা হিন্দু সাধারণকে সহরে সহরে ও গ্রামে গ্রামে হিঙ্গু নারী ও শিশুদিগকে রক্ষা করিষার জন্ম স্বেচ্ছাসেবক সজা গঠন করিতে ও অন্যান্য কার্ষ্যে হিন্মুদিগকে সাহায্য করিতে অনুরোধ করিতেছে । এই সভা উচ্চ শ্রেণীর হিলুদিগকে, অস্পৃশ্বদিগকে বিদ্যালয়ে, মন্দিরে অবাধ অধিকার দানের জন্ত, কূপ স্পর্শের অধিকার দানের জন্য অনুরোধ করিতেছে। হিন্দু মহাসভা বিধবাদের অবস্থার দিকে দৃষ্টি রাথিয়৷ এই সঙ্কল্প গ্রহণ করিতেছে যে, (ক) ধাছতে বিধধাগণ সষ্ঠীধৰ্ম্মের আদর্শ হৃদয়ঙ্গম করিতে পারেন ও বাকী জীবন সসন্মানে যাপন করিতে পারেন এজন্তু বাড়ীতে অথবা আশ্রমে বিধবাদিগের শিক্ষার ব্যবস্থা করা উচিত । (খ) হিষ্ণু সংসারের অনেক উৎসবাদিতে বিধবাদিগের প্রতি यमृप्रिांनअबक बावशंद्र कब्र इब्र इंश् वृक कब्रेिब्र' तििष्ठ श्tव । (গ) ইহারবাহীতে কুপথে না বান এবং অন্ত ধর্শ্বের কবলে পতিত नां श्म ७छछ श्वारुइ चवणषन कब्रिष्ठ श्रु । তৃতীয় শ্রেণীর রেল যাত্রী— বিগত ৪ঠা মে কলিকাতায় ও ভারতের অস্কাঙ্ক স্থানে তৃতীয় শ্রেণীর ८ब्रजथांशै। यिन अभूéिठ झऎब्रांश्लि । शैौtभग्न अछांद ठछिtषां★ দূরীকরণার্থ নানা বিষয় সঙ্গর জালোচিত হয়। কলিকাতার সভায় লীযুক্ত রামানন্দ চট্টোপাধ্যায় সভাপতির আসন গ্রহণ করেন। বোম্বাইএ শ্ৰীযুক্ত নাদিম সভাপতি হইয়াছিলেন। শ্ৰীযুত শ্ৰীনিবাস শাস্ত্রী— ঐযুক্ত খ্ৰীনিবাস শাস্ত্রী ভারত সরকার কর্তৃক দক্ষিণ আফ্রিকায় ভারতীয় প্রতিনিধিরূপে নিযুক্ত হইয়াছেন। এই সংবাদে ভারতবাসী মাত্রেই স্বধী হইয়াছেন, দক্ষিণ-আফ্রিক-প্রবাসী ভারতবাসীরাও ইহাতে আণনাজ্ঞাপন করিয়াছেন। স্ত্রীযুক্ত শাস্ত্রী যে এই কাৰ্য্যের জন্ত সৰ্ব্বাপেক্ষ যোগ্য লোক, তাহভে কাহারও সন্দেহ থাকিতে পায়ে না। র্তাহার গভীর স্বদেশপ্রেম, জীবন-ব্যাপা ত্যাগ ও সাধন উহাকে সকলের শ্রদ্ধার পাত্র করিয়া তুলিয়াছে , তারপর এই প্রৌঢ়বয়সে ভগ্নস্বাস্থ্য লইয়া স্বযুদ্ধ দক্ষিণ আফ্রিকায় কয়েক বৎসর থাকিতে সম্মত হইয়া তিনি নুতন করিয়া যে ত্যাগ ও স্বদেশপ্রেমের পরিচয় দিলেন, তাহ উহাকে লোকচক্ষে জারও মহৎ করিয়া তুলিবে। স্ত্রীযুক্ত শাস্ত্রীর চেষ্টায় প্রবাসী ভারতবাসীদের অৰস্থার উন্নতি হইবে বলিয়া অাশা হয়। ভারত শাসন সংস্কার তদন্ত— দিল্লীর হিন্দুস্থান টাইম্স্ পত্রে মেজর গ্রেহাম পোল একখান চিঠিতে জানাইয়াছেন যে লর্ড হিউয়ার্ট ভারতীয় শাসন সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি হইবেন বলিয়। গুজৰ। লর্ড রেডিং ভারতে বড়লাট হইয়। আমিলে লর্ড হিউয়ার্ট ইংলণ্ডের লর্ড চীফ জাষ্টিসের পদ পাইয়াছিলেন। মিঃ গ্রেহীম পোল আরও জানাইয়াছেন যে এই কমিশন সম্বন্ধে রক্ষণশীলদলের কাগজগুলির স্বরেরও পরিবর্তন দেখা দিয়াছে। গুটিারডে রিভিউ পত্র মন্তব্য করিয়াছেন যে এই পৰ্য্যগু ভারতীয় শাসন সংস্কারে দেশীয় রাজাদের অবস্থা এবং ভারতীয় সৈন্ত বিভাগের বিধর অবহেলিত হইয়া আসিয়াছে ৷ বৰ্ত্তমানে এই দুইটি বিষয়কে আর অবহেলা করিলে চলিৰে 각 ভারতীয় ছাত্রীর কৃতিত্ব— পণ্ডিত হামলাল নেহরুর কক্ষ৷ কুমারী স্যামকুমা নেহরু এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের এম, এ, পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছেন । লাহোরের অধ্যাপক স্বরেন্দ্রনাথ দাশ গুপ্তের কঙ্কা শ্ৰীমতী অপর্ণ দশ গুপ্ত লাহের বিশ্ববিদ্যালয়ের উপাধি পরীক্ষা সসম্মানে পাস করিয়া সম্প্রতি ভারত সরকারের বৃত্তি লাভ করিয়া বিলাত যাত্র করিতেছেন। সেখানে তিনি ইংরেজী সাহিত্যে গবেষণা করিবেন। বাংলার পূৰ্ব্ববঙ্গে ঝড়— शूर्सवाबग्न कtप्रकः इरिन कtफ़ श्विभ क्रठि श्ब्राप्इ बणिबी गरवीद পাওয়া বাইতেছে। ঢাকা, মুলীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চট্টগ্রাম