পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা বিবিধ প্রসঙ্গ—রবীন্দ্রনাথের নূতন সম্মান &boё দেয়, তাহ তৃতীয় শ্রেণীর ভাড়ার যতগুণ, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যাত্রীরা তাহ অপেক্ষা অনেক বেশী গুণ জায়গা দখল করে ও স্ববিধা ভোগ করে । ইহা অন্যায় এবং অবাঞ্ছনীয় । বর্বর বিবাহ ও আধুনিক বিবাহ বোধহয় সব দেশেরই অসভ্যযুগে কোন কোন স্থলে অবিবাহিত পাত্রীকে বলপূর্বক হরণ করিয়া আনিয়া বিবাহ করিবার রীতি ছিল এবং হয়ত কোন কোন স্থলে ইহাতে পাঞ্জীর সন্মতি উন্থ থাকিত। এইজন্য কোন কোন অসভ্য সমাজে এখনও বরপক্ষ ও কন্যাপক্ষের যুদ্ধের অভিনয় হইয়া থাকে। কন্যাহরণপূর্বক বিবাহ নিশ্চয়ই অসভ্য ও অভদ্র, কিন্তু অন্য অনেক অসভ্য প্রথার মত ইহা হইতেও কিছু শিথিবীর আছে। অসভ্য সমাজে ধে যুবক কন্যাপক্ষকে যুদ্ধে পরাজিত করিয়া স্ত্রীসংগ্ৰহ করিত, সে তাহাব দ্বারাই প্রমাণ করিত, যে, সে আবশুক হইলে অত্যাচারীর হাত হইতে স্ত্রীকে রক্ষা করিতে পারিবে, এবং স্ত্রীর অপমানকারীকে শাস্তি দিতে পারিবে । বাংলাদেশে অনেক নারী হৃতা ও ধধিত হয়। এইজন্ম বরের অন্যান্য গুণের পরীক্ষার সঙ্গে, স্ত্রীকে রক্ষণ করিবার সামর্থ তাহার আছে কি না, তাহারও পরীক্ষা হওয়া দরকার। এমনই ত বরের দর বড় চড়া ; স্বতরাং এরূপ পরীক্ষার কথা কোন কন্যার পিতা তুলিতে সাহসী হইবেন মনে হয় না। কিন্তু বরদের নিজেরই আত্মসন্মান বজায় রাখিবার জন্তু নারীরক্ষার সামর্থ্য অর্জন করা উচিত। বাংল। দেশের পুরুষদের অনেকের যথেষ্ট পৌরুষ না থাকায় লজ্জার সহিত নারীদিগকেও আত্মরক্ষার সামর্থ্য লাভ করিতে অকুরোধ করিতে হইতেছে। ধষিত নারীর আত্মীয়দের পাতিত্য হিন্দুসমাজে এপর্য্যন্ত এই দপ্তর চলিয়া আসিতেছিল, যে, কোন নারী ধর্বিত হইলে—বিশেষতঃ অহিন্দু কত্ত্ব ক ধধিতা হইলে, সমাজে আর তাহার স্থান হইত না । এখন কোথাও কোথাও মন্দের ভাল এই হইয়াছে, যে, প্রায়শ্চিত্ত করাইয়া তাহাকে সমাজে লওয়া হয় । ইহা নূতন নহে। সিন্ধুদেশ বিদেশী মুসলমানদের দ্বারা বিজিত হইবার পর যে-সব হিন্দু পুরুষ ও স্ত্রীলোক অগত্যা মুসলমান হইয়াছিল, তাহাদের মধ্যে হিন্দুধৰ্ম্ম পুনরবলম্বনপ্রার্থীদিগকে প্রায়শ্চিত্ত করাষ্টয়া হিন্দুসমাজে স্থান দিবার জন্য দেবল স্মৃতি রচিত হইয়াছিল। বৰ্ত্তমানে যাহারণ ধধিত নারীর প্রায়শ্চিত্তের ব্যবস্থা করেন, তাহার। ন্যায়নিষ্ঠ নহেন । এরূপ নারীর কোনই দোষ নাই । পাতিত্য যদি কাহারও হওয়া উচিত, তাহা হইলে নারীরক্ষা-বিষয়ে নিশ্চেষ্ট ধর্ষিত নারীর স্বামী ও অন্য আত্মীয়দের হওয়া উচিত । গুগুণদের আক্রমণ প্রতিরোধ করিবার ক্ষমতা সকলের না থাকিতে পারে । কিন্তু ধধিতা বা অপহৃত নারীদের আত্মীয় যে সব পুরুষ প্রমাণ করতে পারিবেন না, ধে, তাহারা নারীরক্ষার জন্য ব। অপহৃত নারীর উদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা করিয়াছেন, র্তাঃাদেরই পাতিত্য ঘটা উচিত, ধর্ষিত বা অপহৃত নারীদের নহে । রবীন্দ্রনাথের নূতন সন্মান আমরা পাশকরা বাঙালীরা মনে মনে এই সস্কোযটুকু লাভ করিতে পারিতাম, যে রবীন্দ্রনাথ যত বড়ই হউন, র্তাহার মনে মনে নিশ্চয়ই এই দুঃখট আছে, ষে, তিনি বিশ্ববিদ্যালয়ের কোন পরীক্ষায় উত্তীর্ণ হইয়া পারদর্শিতা অনুসারে প্রথম দ্বি হয় তৃতীয় চতুর্থ ইত্যাদি স্থান অধিবার করিতে পারেন নাই। এবার তাহার সে-দুঃখ দূর হইল, এবং আমাদেরও লুক্কায়িত উল্লাস চুৰ্ণ হইল। কাগজে দেখিলাম, সম্প্রতি প্রবর্তকসংঘের উৎসবে তাহাকে যে অভিনন্দিত করা হয়, তাহাতে বলা হইয়াছে, যে, তিনি নিতান্ত মন ছেলে নন-পরীক্ষায় তৃভীর স্থান অধিকার করিয়াছেন । প্রথম হইয়াছেন ঐ অরৰিঙ্গ ঘোষ, এবং দ্বিতীয় ঐ মোহনদাস করমচাদ গান্ধী । এই খবরটি যদি সত্য হয়, তাহা হইলে পরীক্ষা कि कि दिय८ग्न इहेभ्राष्ट्रिण ५द९ १ग्रैौक्ररू ८क ८क श्हें प्र|