পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা] বিবিধ প্রসঙ্গ-উমাপদ রায় રાજે 6: নিবারণচন্দ্র মুখোপাধ্যায় ভাগলপুরের স্বৰ্গীয় নিবারণচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় প্রবাসী বাঙালীদের মধ্যে স্বনামধন্ত পুরুষ ছিলেন। তিনি দরিত্রের সন্তান। তাহার পিতার মাসিক আয় দশ টাকা মাত্র ছিল। ছাত্রাবস্থায় রাত্রিতে পড়িবার জন্য প্রদীপের তেল কিনিবার পয়স না জুটায় রাস্তার বাতির আলোকে তিনি পড়িতেন। সরকারী বৃত্তি এবং সদাশয় লোকদের সাহায্যে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এম্-এ ও বি-এল পরীক্ষা পৰ্য্যন্ত পডিয়া তাহাতে উত্তীর্ণ হন। স্বৰ্গীয় নিবারণচন্দ্র মুখোপাধ্যায় শিক্ষাবিভাগের কাজে প্রবৃত্ত হইয় প্রধান শিক্ষক থাকিবার সময় তাহার মনে হইল, যে, তিনি বড় ক্ষমতাপ্রিয় হইয়া উঠিতেছেন। এইজন্ত তিনি চাকরী ত্যাগ করিয়া ওকালতীতে প্রবৃত্ত হন। কয়েক বৎসর ওকালতী করিয়া তাহা তাহার মনঃপূত না হওয়ায় তাহাও তিনি ত্যাগ করেন। তিনি ভাগলপুরের নির্বাচিত মিউনিসিপ্যাল ভাইস-চেয়ারম্যান ও চেয়ারম্যান, এবং ডিট্রিক্টবোর্ডেরও চেয়ারম্যান হইয়াছিলেন। এই সব পদের কাজ उिनि ८शंश्राउ ७ छोइनििर्काब्र गश्ऊि कब्रिब्रश्टिनन। স্বরাপাননিবারিণী সঙ্গ, বঙ্গীয় সাহিত্যপরিষং, প্রভৃতি নানা সভাসমিতির সহিত তিনি যুক্ত ছিলেন । তিনি একাধিক উৎকৃষ্ট বাংলা ও ইংরেজী পুস্তকের লেখক । মৃত্যুকালে তাহার বয়স ৮• হইয়াছিল। তাহার পুত্র কন্স জামাতা দৌহিত্রাদি সকলের মধ্যে যে-কেহ চেষ্টা করিলে তাহার একটি পূর্ণাঙ্গ জীবন-চরিত বাহির হইতে পারে। উমাপদ রায় স্বৰ্গীয় উমাপদ রায় মহাশয় কয়েক বৎসর হইল, সিটি স্বৰ্গীয় শ্ৰীযুক্ত উমাপদ রায় স্কুলের শিক্ষকতা হইতে অবসর লইয়াছিলেন। তিনি দক্ষ ও কর্তব্যনিষ্ঠ শিক্ষক ছিলেন। তিনি “জীবনালোক” “ভগিনী ডোরা”, “পুরুষকার” প্রভৃতি গ্রন্থ লিখিয়াছিলেন । , এই তিনটি গ্রন্থ অনুবাদ ; কিন্তু তাহার ভাষা ও রচনারীতি এরূপ ছিল, যে, এগুলি পড়িলে অম্বুবাদ বলিয়া মনে হয় না। তিনি এই বৎসর এবং ইহার পূৰ্ব্বেও কয়েক বৎসর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্যের অন্ততম পরীক্ষক , ছিলেন।