পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిసిఆ প্রবাসী—জ্যৈষ্ঠ ১se৪, { ২৭শ ভাগ, ১ম খণ্ড বাংলাদেশে বিরল পরিবারের দান গত চৈত্র মাসের প্রবাসীতে আমরা বিবিধ প্রসঙ্গে छरैमक धनी भाफ़दाब्रौब्र नान नश्ररक बांश् लिथिझांझिलाभ, তৰিবরে একজন বাঙ্গালী ভদ্রলোক আমাদিগকে একটি চিঠি লিথিয়াছেন। তিনি তাহা প্রকাশার্থ লিখিলে লঙ্কই হইতাম। কিন্তু তিনি তাহা ছাপিবার অনুমতি দেন নাই। তাহা পড়িয়া বুঝিতে পারিয়াছি, আমরা অজ্ঞতা বশত: বিরল পরিবারের প্রতি অবিচার করিয়াছি।.তাহার জন্য আমরা দুঃখিত। কিন্তু আমাদের অজ্ঞতা নিন্দনীয় হইলেও, বিরলা পরিষার যে প্রশংসাछांशन, उठांश् श्रtश्वग्न दिशश्च । भांष्ट्रtषग्न निमल जऊा হওয়া অপেক্ষ প্রশংসা সত্য হওয়াই স্থখকর। পত্রলেখক বিশ্বস্তসূত্রে শুনিয়াছেন, ষে, বিরলা পরিবার প্রতি বৎসর নুনাধিক তিন লক্ষ টাকা জনহিতকর কার্ধ্যে ব্যয় করেন, এবং এই টাকার অধিকাংশই বাংলা দেশে ব্যয়িত হয়। এই প্রকার সন্ধায়ের অনেক দৃষ্টাৰ পত্ৰলেখক দিয়াছেন। তাহার কয়েকটি কথা উদ্ধত কর। আবখ্যক মনে করিতেছি। আশা করি, তাহাতে র্তাহার আপত্তি হইবে নী ৷

  • আর-একটি কথা এই, যে, রাজা বলদেব দাস বিরল বাংলা হইতেই ধন আহরণ করিয়াছেন, ইহ। ঠিকৃ- নহে । ভারতবর্ষের বিভিন্ন স্থানে ইহার আটটি মিল আছে, এবং বহু ব্যবসার কেন্দ্র আছে। এইসকল স্থান হইতেও তাহার প্রভূত ধনাগম হয়, যেমন বাংলা দেশ হইতেও হয় । স্বতরাং, উপার্জন-ক্ষেত্রেই দান করা উচিৎ, এই নীতি যদি মানিয়া লওয়া যায়, তাহা হইলে দিল্লী এবং রাজপুতানার অনেক স্থান তাহার দানের উপর সমানভাবে দাবী করিতে পারে। কিন্তু শুনিয়াছি, ষে, বাংল। দেশের জন্যই তাহারা বেশী অর্থষ্যয় করেন । * ••••• একথাও ঠিক্‌ বলিয়া মনে হয় না, যে, বিরল পরিবারের বাংলা দেশের প্রতি শ্রদ্ধা-প্রীতি কম। বরং কথাবাৰ্ত্তায় ঐমুক্ত ঘনশ্যাম দাগ বিরলার ও যুগলকিশোর বিরলার বাংলা দেশের প্রতি মমত্ববোধ দেখিয়াছি ...... ” “বিবাহ সেট প্রদেশে হুইয়াছিল বলিয়া সেই অঞ্চলের অথবা নিকটবর্তী প্রদেশের প্রতিষ্ঠানগুলিতে র্তাহার। এই লক্ষাধিক টfকা দান করিয়াছেন বলিয়া শুনিয়াছি।”

লেখকদিগের প্রতি নিবেদন ১। আমরা যত লেখা পাই, সমুদয় প্রকাশ করিবার -" লার রোল্ড, কলিকাতা প্রবাসী প্রেসে ঐ ੋ т ৯১, জাপার সাকুলার ে প্রবাসী গ্রেসে শ্রী অবিনা -ஒன স্বভাবতঃ বিরক্ত হন । এই কারণে জায়গা প্রবাসীতে হয় না, যদিও আমির মধ্যে মধ্যে ১৪৪ পৃষ্ঠার অধিক পৃষ্ঠা দিয়া থাকি। এইজন্য অনেক লেখা ছাপিতে বহু বিলম্ব হয়। ইহাতে লেখকেরা আমরা একটি অনুরোধ করিতেছি। কোন লেখক যখন লেখা পাঠাইবেন, তখন তাহার উপর অনুগ্রহ করিয়া লিখিয়া দিবেন, যে, কোন তারিখ পর্যন্ত তাহা ছাপা না হইলে উহ ফেরত চাই। তা ছাড়া, যিনি যখন লেখা ফেরত চাহিবেন, তখনই তাহা তাহাকে ফেরত দেওয়া হইবে । ২ । দীর্ঘ লেখা ছাপিতে অস্থবিধা ও বিলম্ব হয়। এক-একটি লেখায় দুই হাজার অপেক্ষা বেশী শব্দ না থাকিলেই ভাল হয় । তাহা অপেক্ষ কম হইলে ক্ষতি নাই। যাহাতে আড়াই হাজার অপেক্ষ বেশী শব্দ আছে, এরূপ লেখা মনোনীত হইলেও প্রকাশিত হইতে বিলম্ব হুইবার সম্ভাবনা । ৩ । প্রবন্ধাদি পাঠাইবার সময় তাহাতে কত শব্দ আছে লিথিয় দিলে ভাল হয় । ৪ । অনেক দীর্ঘ প্রবন্ধ হাতে আছে । তাহ প্রকাশিত হইতে দেখিয়া কেহ যেন না ভাবেন, যে, দীর্ঘ প্রবন্ধ ছাপা আমাদের রীতি এবং তাহ ছাপিতে আমাদের কোন অনুবিধা হয় না। কবিতা-চুরির অভিযোগ শ্ৰীযুক্ত প্রিয়ম্বদা দেবী লিখিয়াছেন, যে, শ্ৰীমনীশ ঘটক নামক একজন লেখক তাহার “পত্র-লেখা” নামক পুস্তকের “কৰ্ম্মচক্র” নামক ক শটাকার “শান্তি” নামক মাসিক পত্রিকায় নিজের বলিয়া ছাপাইয়াছেন । ইহার বিশেষ আলোচনা আবশু্যক মনে হইলে উক্ত পত্রিকাতেই হওয়া বাঞ্ছনীয়। প্রবাসীর সম্পাদক । চিত্র-পরিচয় শিল্পী ত্রদেবীপ্রসাদ রায় চৌধুরীর রঙিন চিত্রখানি ( মৃত্যুদূত ) রেশমের উপর অঙ্কিত। ধেীবনের জীবন্ত প্রতিমূৰ্ত্তি ইরাণী কুন্দরী পরপারের সম্বল 'মালা' ও প্রাণঘাতী ছুরিকার পসরা সাজাইয়া বসিয়াছে। প্রাণময় যৌবন প্রাণঘাতী প্রব্যের পণ্য লইয়া মৃত্যুদূতের কঠোর মূৰ্ত্তি ধরিয়াছে—চিত্রে শিল্পীর এই ভাবটি চমৎকার HEATELL క్లౌన్డె . 93-27

  • * * * - c. ,