পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Bobo [२१* छांनं, »म थ७ লিগিরিয়া ফ্রেস্কোর ফটো এটা উল্লেখ করা দরকার, যে, প্রথম দুই যুগের চিত্রকে ফ্রেস্কে চিত্র ব’লে উল্লেখ করা হয়েছে ; কিন্তু শেষ যুগের চিত্রকে ফ্রেস্কো ব'লে উল্লেখ করা হয়নি। এর কিছু ব্যাখ্যার প্রয়োজন। ফ্রেস্কো চিত্র সাধারণ চিত্র থেকে পৃথক জিনিষ। অজন্ট ও বাগের চিত্রাবলী ফ্রেস্কো চিত্রের উত্তম উদাহরণ। ইটালীতে চার্চের প্রাচীন খৃষ্টীয় চিত্ৰসকল ফ্রেস্কে চিত্র। ফ্রেস্কো চিত্র এমন ८कांटन &थाह ॐाक, शांtङ ब्रहtी हॉप्रैौ शग्न। cब्रां বৃষ্টিতে বহুশত বৎসর খোলা থাকৃলেও ছবি সহজে নষ্ট হয় না। ফ্রেস্কো চিত্রে দেওয়ালে প্রথম একটা আস্তর দেওয়া হয়। এই আস্তরের বিশেষ একটা গুণ এই, যে, রংটা এর ভিতর ব'সে যায় তাতে রং সহজে চলে যায় না। ডাক্তার আনন্দকুমারস্বামী মধ্যযুগের fijrgi\ figsTv (Mediaeval Sinhalese art4) ut সম্বন্ধে আলোচনা করেছেন। ফ্রেস্কোচিত্রের টেকৃনিক বা কারিগরির বর্ণনা এই বইতে পাওয়া বাবে। অন্য চিত্র খালি দেওয়ালের উপর আঁকা। দেওয়ালে লেগে থাকার छमु ब्र६८मृद्भ সঙ্গে আঠ দেওয়া হয়। গঁদ, তেঁতুলবিচি, সিগিরিয়া ফ্রেস্কোর ফটো শিরিব, ভাতের মাড় ইত্যাদি আঠা রংয়ের সঙ্গে ব্যবহার করা যায়। সিংহলে ভাতের মাড় ব্যবহার করা হয়। এই চিত্র ফ্রেস্কোচিত্রের স্তায় স্থায়ী হয় না, এবং বৃষ্টির জল লাগলে উঠে যায় । সিংহলের অন্ত সকল চিত্র থেকে সিগিরিয়ার চিন্ত্রই বেশী পুরাতন, এবং বেশী বিখ্যাত। লিগিরিঃ বা সিংহগিরি, নাম থেকেই বোঝা যায় লিগিরিয়া শৈলের ইটের তৈরী মস্ত বড় একটা সিংহের মূৰ্ত্তির সঙ্গে কোন সম্বন্ধ আছে। সিংহের মূৰ্ত্তি পূর্বে কিরূপ ছিল এখন কল্পনা করতে পারি না, কারণ প্রকাও দুই থাবা ছাড়া অন্ত অংশ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। রাজা কাশুপ তার পিতা ধাতু সেনকেনির্দয়ভাবে হত্য করে। সে ভাইয়ের প্রতিশোখ এড়াবার জঙ্ক লিগিরিয়া । শৈলের উপর একটি দুর্গপ্রাসাদ নিৰ্ম্মাণ করে। এই শৈলছুর্গ থেকে কাশ্বপ ১৮ বৎসর চারদিকের প্রদেশের উপর