পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] সিংহলের প্রাচীন চিত্রকলা כי מס\ সিগিরির ফ্রেস্কোর ধটো বাইরের দিক তারের জালে ঘেরা কাজেই সেখানে নিৰ্ভয়ে ঘুরে ফিরে ছবি দেখা যেতে পারে। মোট ২১টি রমণীমূৰ্ত্তি আছে। রাণী এবং পরিচারিকদের ছবি প্রায় প্রমাণ আকারের মানুষের সমান কেবল কোমর পর্য্যস্ত আঁকা, শরীরের উপরিভাগ সম্পূর্ণ খোলা বা পাতলা অঁাট জ্যাকেট দেওয়া । চোখের চাহনী শরীর-গঠন এবং ভজিতে খুব বেশী রকমের স্ত্রীস্থলভ ভাব। অ্যানাটমী ঠিক, এবং খুব সম্ভবতঃ অজণ্টার চিত্র অপেক্ষাও বেশী শুদ্ধ। এর থেকে মনে হয়, সিগিরিয়ার চিত্রকরের যে নিছক কল্পনার জোরেই ছবি ७८करझ, ७ नग्न ; नि"ध्इझे जौबम cथ८क च्षषाञ्चन করেছে। লিগিরিয়ার সৌন্দর্ঘ্য তার জোরাল এবং স্থনির্দিষ্ট রেখায়। শিল্পী যে রেখা টেনে গেছে কোথাও ভয় বা সন্দেহ নেই। ফ্রেস্কোতে একবার ভূল একে ফেলে তা শোধরাবার উপায় নেই। যা আঁক বার একেবারেই একে ফেলতে হয়। সিগিরিয়াতে দু এক জায়গায় ভুল ড্রইং রয়েছে, তা বোঝা যায়। ভুল ড্রইংএর উপর কালো লাইন টেনে শুদ্ধ করা হয়েছে। কাজেই ভুল শুদ্ধ দুরকম ড্রইংই একসঙ্গে চোখে পড়ে। অজন্টার রংয়ের প্রাচুর্ঘ্য ; সিগিরিয়ার রংয়ের দৈন্ত গেরিমাট এবং ফিকে লাল হচ্ছে প্রধান। যেখানে গভীর রংয়ের প্রয়োজন হয়েছে, যেমন, চুল ভ্ৰ চোখের তারা ইত্যাদি, সেখানে সবুজ রং ব্যবহার করা হয়েছে। কলম্বোর যাদুঘরে সিগিরিয়া न्निजद्र अउिनिनि ब्रांश शtबरइ । नकन भ्रूण त्र्रिजब्रहे অঙ্কুরুপ হ’য়েছে। সপ্তমশতাব্দী থেকে একেবারে স্বাদশ শতাব্দীতে এসে পড়তে হয় । মাঝের এই লম্বা ফাকে চিত্রের নিদর্শন