পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা] সিংহলের প্রাচীন চিত্ৰকলা লিগিরির ফ্রেস্কোর কটে যাক্ ; মানুষের অ্যানাটমীর কথা বলছিলাম। তার মাপ জোক ঠিক না হ’লেও এই ভুলটা তেমন চোখে পড়ে না । কারণ চিঞ্জের বিশেষ কোনো বস্তুর বা বিশেষ কোনো অংশের স্বতন্ত্র অস্তিত্ব বিশেষ ক’রে অকুভূত হয় না। যদি কোনো এক অংশে দৃষ্টিপাত না করে দূর থেকে সমগ্রটা একেবারে দেখা যায়, তবে বোঝা যাবে সমস্ত দেওয়ালের বিভিন্ন চিত্র ডুবে গিয়ে একট। নক্স চিত্রে পরিণত হয়েছে। এবিষয়ে ভাল উদাহরণ দেওয়া যেতে পারে কলম্বো থেকে ৬ মাইল দূরে কেলানী বিহারের চিত্রে । এযুগের শিল্পীদের বলা যেতে পারে কারিগর আর প্রথম যুগের শিল্পীরা হ’ল আর্টিং। এযুগের শিল্পীদের বংলার পোটোদের সঙ্গে তুলনা করা চলে। এরা হচ্ছে folk আর্টিষ্ট। বাংলার পোটোদের চিত্র সিংহলী কারিগরদের চেয়ে অনেক বেশী মোগায়েম, কিন্তু আলঙ্কারিক শিল্পে ও সূক্ষ্ম কারুকার্য্যে তারা সিংহলীদের চেয়ে হীন । অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ট চিত্ৰ হ’ল ডাম্বুল বিহারের চিত্র। এই চিত্র এই সময়কার অন্যাস্ক বিহারের চিত্র থেকে কিছু পৃথকৃ। কাণ্ডির রাজা কীৰ্ত্তিন্ত্র অষ্টাদশ শতাব্দীতে এই বিহার সংস্কৃত ও চিত্রিত করেন। অষ্টাদশ শতাব্দীর পূৰ্ব্বে এই বিহারের চিত্র কিরূপ ছিল জানবার জো নেই। কারণ পুরাতন চিত্র আর নাই, সমস্ত বিহারই নতুন করে আঁকা হয়েছে। - ডাম্বুল বা কাণ্ডি অঞ্চলের চিত্রে দাক্ষিণাত্যের প্রভাব আছে । এর কারণ কাণ্ডির রাজার, যাদের জন্তু এই শিল্প উৎসাহিত হয়েছে, সিংহলের লোক নয় ; তারা দাক্ষিণাত্য