পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওর সংখ্যা ] পর ভূতিকা ף צסי জার্টিষ্ট পাওয়া যায়। কিন্তু মন্দির চিত্র কবৃতে তাদের আর ডাক পড়েন । তাদের কাজ দেশের লোকের পছন্দ করে না। কাজেই তারা পশ্চিমের কিউরিও শিকারীদের জন্তু ছোট খাট জিনিষ তৈরী ক’রে থাকে। কাঠের পাটায় আঁকা এদের ছবি পাওয়া যায়। ছোট খাট বাক্স কেীট। এরা স্বন্দর ক'রে চিত্রিত ক’রে থাকে । সিংহলবাসীরা তাদের নিজের সব হারিয়েছে। শিক্ষায়, দীক্ষায় শিল্পে, সঙ্গীতে, এবং জীবনের প্রাত্যহিক প্রত্যেক খুটি নাট ব্যাপারে পশ্চিমের অনুসরণ করে থাকে । তারা তাদের বেশ বদলিয়েছে, ব্যক্তিগত নামও অধিকাংশ স্থলে ইউরোপীয় অথবা দেশী বিলাতী মেশন, মেন ডেনিয়েল গুণ বৰ্দ্ধন । এরা নিজেদের সমস্ত ঘুচিয়ে পুরাপুরি সাহেব হয়ে যেতে চায়— কোনে রকমের দেশী পরিচয় যেন লজ্জার কারণ। অন্ধ পরামুকরণই হচ্চে এখন একমাত্র জাতীয় উদ্বেশু । শ্ৰীমতী সরোজিনী নাইডু তাই এক বক্তৃতায় সিংহলকে coià one (Little England) * \to করেছিলেন । সিগিরির শৈলে উঠিবার সিড়ি চিহ্নিত স্থানে aাকৰাে খাইতেছে এখান হইতে ফ্রেস্কো দেখা যায়

  • =me==

পরভূতিক শ্ৰী সীতা দেবী ভবানীর ফিরিতে ফিরিতে প্রায় সন্ধ্য হইয়া গেল । পিসিমার বাড়ী হইতে বাহির হইয়া সে ঠিক করিল ভানুমতীর সন্ধ্যার জলযোগের ফল, মিষ্টি প্রভৃতি কিনিয়াই লইয়া যাইবে, কারণ বাড়ী গিয়া ফের আলিতে হইলে একেবারেই সন্ধ্যা হইয়া যাইবে । অতএব বাড়ীর দিকে না গিয়া সে সোজা দোকানের দিকে চলিল । বাড়ী ফিরিতেই ভানুমতী বলিল, “বাপ রে বাপ, গল্প পেলে আর তুই কিছু চাস না। আমাকে আজ খেতেও দিবি না নাকি ?” ভবানী হাসিয়া বলিল, “দিচ্ছি গো দিচ্ছি, তৰু ভাল যে খাবার কথাটা মনে আছে। এমনিতে ত দশবার বললে একবার খেতে চাও না, আজ একটু দেরি হয়েছে किनां डांडें ।” ভবানী তাড়াতাড়ি করিয়া তাহার খাবার ঠিক করিয়৷