পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ଏxଙଶଃ প্রবাসী-আষাঢ়, ১৩৩৪ [ २१* छान, »म थe অশ্বস্তর (বেসর) এই আটটি পশুর রক্ষণ পোষণ বৰ্দ্ধন দ্বারা ষে রাজকীয় কারবার (Farm) তাহা হইতে লন্ধ আয় । ऐश बण-गश्छांद्र अखिश्ऊि। (ছ) স্থলপথ ও জলপথ এই দুইটি উপায়ে যে রাজস্ব লাভ হইত তাহ বণিক পথ-সংজ্ঞায় জ্ঞাত ছিল। নগর হইতে নগরাস্তরে পণ্যবাহী বণিকদের যাতায়াতের জন্য ষে রাজমার্গ বিস্তৃত ছিল তদ্ব্যবহার জন্য তাহদের নিকট হইতে এবং সমুদ্র-ব্যবহারী বণিকদিগের নিকট হইতে রাজার যে রাজস্ব উৎপন্ন হইত তাহাই এই শ্রেণীতে छूख इङ्गेज । সুতরাং দেখা যাইতেছে যে, উপরি উল্লিখিত উপায়ে উৎপন্ন রাজস্ব দ্বার রাজার মূলধন বৃদ্ধিপ্রাপ্ত হয় বলিয়া ইহার নাম মূল আয়। ধান্যাদি ভাগ দ্বার লভ্য আয়ের নাম ভান। দ্রব্যাদি মাপিয়া লইবার সময় নিয়মিত হারে কিছু বেশী লইবার দরুণ যে আয় তাহার নাম ব্যাজী । নদী প্রভৃতির ঘাটে দেয় বা ঐ শ্রেণীর যে যে আয় তাহ পরিঘ নামে পরিচিত। সমগ্র গ্রামাদি হইতে প্রাপ্য যে হিরণ্য বা ধান্তাদি প্রতিনিয়ত ছিল তাহার নাম কুপ্ত। লবণাদি দ্রব্য হইতে শত গ্রস্থে যে অষ্টভাগাদি গৃহীত হইত তাহার নাম রূপিক এবং রাজদ্বারে প্রমাণিত অপরাধ-জনিত দগুদি হইতে যে আয় তাহার নাম প্রত্যয় আয় । এইরূপ আরও বহু প্রকার কর ও শুল্কের পারিভাষিক নাম প্রাচীন অর্থ-শাস্ত্রে ও নীতি-শাস্ত্রে পাওয়া যায়। যথা, পিণ্ডকর, সেনা-ভক্ত, উৎসঙ্গ, পার্থ, পরিহীনক, তর, চৌরগ্রহণিক, ইট, উদকভাগ, নৌকাহাটক প্রভৃতি। শিল্পিগণকে শুপ্তের পরিবর্তে মাসে একদিন করিয়া রাজাকে খাটিয়া দিতে হইত। সেই দিনকাৰ্য্যই তাহদের শুষ্ক বলিয়া বিবেচিত হইত। সেই কাৰ্য্যর দিনে তাহার রাজবাড়ী হইতে ভক্ত বা অল্প আহারার্থ পাইত। ইহার অপর নাম “বিষ্ট”। এখন রাজকোষ হইতে যে ষে ভারে অর্থ ব্যয়িত হইত তাহার একটি তালিকা দিতেছি। নানাবিধ বারমুখ ১ । দেবপূজা (যজ্ঞাদি ) পিতৃপূজা ও পৰ্ব্বাদি সময়ে ব্রাহ্মণ, বাল, বৃদ্ধ, আতুর ও অনাথদিগকে দান করার জন্ত ব্যয় । ২ । রাজ্যের মঙ্গল জন্য স্বস্তিবাচন ব্যয় অর্থাৎ শাস্তিক ও পৌষ্টিক ক্রিয়াকলাপের জঙ্ক ব্যয় । ৩। অন্তঃপুৱস্থিত মহাদেবী ( পাটরাণী) ও অষ্টান্ত দেবীগণ এবং রাজকুমারদিগের ভরণপোষণ ও ভোগবিলাস নিমিত্ত ব্যয় । ৪ । রাজপাকশালার ব্যয় । ৫ । দুতবিভাগীয় ব্যয়। ৬-১০ । কোষ্ঠাগার, আয়ুধাগার, পণ্যাগার, কুপ্যগুহ ও নানান্দ্রব্যের কৰ্ম্মান্ত বা কারখানার কাৰ্য্যজন্তু ব্যয় । ১১ । বিষ্টি অর্থাৎ আকস্মিক ক্রিয়া আপতিত হইলে কৰ্ম্মকর দ্বারা সেই কাৰ্য্য নিম্পাদন জন্য ব্যয়। ১২-১৫ । হস্তি, অশ্ব, রথ, ও পদাতি এই চতুংঙ্গ সেনার রক্ষণাদি ব্যয় । ১৬ । গো-মহিযাদি পশু রক্ষণ জন্ত ব্যয় । ১৭-২• । পশু, মৃগ, পক্ষী, ও সিংহব্যাঘ্রাদি ব্যাল জন্তুর বাট রক্ষণাদি ব্যয়। ২১-২২ । কাষ্ঠ তুণবাটের রক্ষণাদি ব্যয়। এই দ্বাবিংশতি প্রকার ব্যয় উপদ্রব-শূন্ত সময়ে শাসনপ্রণালী অক্ষুন্নভাবে চালাইবার জন্ত অবশ্যম্ভাবী । কিন্তু এই ব্যয়গুলি বহন করিতে রাজসরকার কি পরিমাণ অর্থ রাজকোষ হইতে বাহির করিয়া দিতে পারিতেন তাহার প্রমাণ কিছু পাওয়া যায়। রাজভৃত্যগণের বেতন নির্দেশ সম্বন্ধে লিখিতে যাইয়া কৌটিল্য একস্থানে উল্লেখ করিয়াছেন যে, ধৰ্ম্ম (দানাদিক্রিয়া) ও অর্থের ( লোকহিতকর ব্যয়বহুল কার্য্যের ) প্রতিবন্ধ উৎপাদন না করিয়া, ও সৰ্ব্বপ্রকার আয়ের দিকে দৃষ্টি রাখিয়া, পুরদুর্গ ও জনপদের শক্তি-সামর্থ্য পৰ্য্যালোচনা করিয়া রাজাকে রাজ্যের সমগ্র আয়ের একপদ অর্থাৎ চতুর্থাংশ দ্বারা "সমূদয় পাদেন”] যাবতীয় বিভাগের রাজপাদোপজীবিগণের বেতনাদি খরচ নিম্পন্ন করিতে প্রয়াসবান হইতে হইবে । সৰ্ব্বদা আয়ব্যয় সম্যকৃরূপে অবেক্ষণ করিয়া রাজসরকারকে রাজ্য চালাইতে হয়। এই কথা সত্য বটে হে, মগু বা