পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や*8 প্রবাসী—আষাঢ়, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড দিয়া হৈমবর্তী বলিলেন, “দেখ গৌরীকে নিয়ে একটা মুস্কিলে পড়েছি । তোমার সাহায্য না নিলে উপায় নেই।” শঙ্কর বিস্থিত হইয়া বলিল, “গৌরী এতকাল ত বেশ সহজই ছিল, আজকাল আবার কি মুস্কিল বাধাচ্ছে ?” হৈমবর্তী বলিলেন, “বিশেষ কিছু নয়, কিন্তু তবু আশ্রমের দিক দিয়ে একটু অন্ধবিধার কথা। তুমি চেঞ্চলাকে দেখেছ ত ?” শঙ্কর বলিল, “ই, ওই যিনি পড়াতে আসেন, খুব বুদ্ধি আছে আর কথার খুব ধার।” হৈমবতী হাসিয়া বলিলেন, ‘ হঁ্য সেই । গৌরী এসে পধ্যস্ত ওর সঙ্গেই থাকৃত। এক এক ঘরে দুটি তিনটি ক’রেই মেয়ে থাকে । কাল হঠাৎ সে বললে যে, একলা একখানা ঘর চায় । চঞ্চল মেয়ে ভাল, তার সঙ্গে যদি কিছু গোলমাল হ’য়ে থাকে সহজেই মিটে যাবে। কিন্তু কি যে হয়েছে তা গৌরী নিজেও বলবে না, চঞ্চলাকেও জিজ্ঞাসা করতে দেবে না। এতে বেশ বোঝা যাচ্ছে যে, ওর সঙ্গেই কিছু হয়েছে। তুমি একটু খোজ নিয়ে আমাকে বল ।” ছোট ছেলেরা কাহার কয় পাতা পড়া এবং না পারিলে কে কি শাস্তি পাইবে তাহারই আলোচনা করিতে করিতে বাড়ী ফিরিতেছিল। ভেংচা বলিল, “গুরুম। হাতছড়ি করবে না, আমি জানি।” ফেন্সী বলিল, “কোটি কোটি কালীর দিব্যি বলছি-গুরুমা টেক্লকে কাল বেউচিতে দাড় করিয়ে দেবে ।” টেক্ল বলিল, “বেঁউচি যে নেই রে " ফেলী বলিল, “তবে কেলাসে নামিয়ে দেবে।” টেরু বলিল, “ইস্ দিলেই হ’ল ! আমার নীচে আর কেলাসই নেই।” তাহদের কথাবার্তা শুনিতে-শুনিতে গৌরী ও চপল। স্বরে ফিরিতেছিল। শঙ্কর বাহিরে আসিয়া বলিল, “গৌরী, একবার এদিকে শুনে যা ।” গৌরী বিরক্ত হইয়া বলিল, “আবার কি শুনতে হবে ? এই একপাল গঙ্ক তাড়িয়ে এলাম ; এখন আবার আমি তোমার মেথরের ছেলেকে পড়াতে ধেতে পার্ব না ।” শঙ্কর বলিল, “না, না, তোকে কিছু করতে হবে না। আগেই চটচিস্ কেন ? আমার সঙ্গে অবিপ্তি আজন্ম তোর ঝগড়ার সম্পর্ক, বকfবকি করতে পারিস, কিন্তু পরের কাছে এভকাল ত তোর স্বনামই ছিল, আঙ্গ কাল আবার ঝগড়াঝাটি আরম্ভ করেছিল যে ” গৌরী বলিল, “আবার কার সঙ্গে আমি ঝগড়। করতে গেলুম। আমার অত তোমার মত কুঁস্থলে নাড়ী নেই।” শঙ্কর বলিল, “নেই যদি তবে চঞ্চলা না উজ্জলা কার সঙ্গে ঝগড়া করেছিস্ কি নিয়ে ?” ८ोब्रेो इ3ा९ भन्जीव्र श्३ग्रा cाज । किष्ट्रक्र° ५८ग्न বলিল, “আমি তার সঙ্গে এক ফোটাও ঝগড়া করিনি। বিশেষ একটা কারণে কেবল আলাদা থাকৃতে চেয়েছি।” শঙ্কর বলিল, “সে ত মেয়ে খুব ভাল শুনেছি।” গেীরী বলিল, “ভাল হ’তে পারে ; তাই ব’লেই ত এতদিন জানি, কিন্তু শুধু নিজে ভাল হ'লেই ত জগতে চলে ন। । আত্মীয়স্বজন যদি ভাল না হয়, তাহলে কি সমাজে মাচুষকে কেউ গ্রহণ করে ?” শঙ্কর বলিল, “ওবাবা, আমার মেজপিসে ত অনেক লোকের টাকা মেরেছেন, আরো অন্যান্য সৎকাৰ্য্যও প্রচুর করেছেন, তা’ব’লে কি আমি একঘরে হ’ব ?” - গৌরী রাগিয়া বলিল, “ছোড়া,—তোমাকে আর স্বাকামি করতে হবে না। যেন দিন দিন কি হুচ্ছ ? তুমি নিশ্চয়ই সব বুঝতে পেরেছ, শুধু শুধু আমাকে জালিও না।” শঙ্কর বলিল, “আচ্ছা, ধরলাম যেন স্যই বুঝেছি। কিন্তু চঞ্চলার মা বাবা যদি মৰ্ম্মই হ", তাতে চঞ্চলার কি ? তার এই প্রতিকুল অবস্থা কাটিয়ে উঠেও ভাল হওয়ার কি তোমরা এই পুরস্কার দেবে ?” গৌরী বলিল, “সেইজম্ভেই ত আমি চঞ্চলাকে কোনো কথা জিজ্ঞাসা করতে বায়ণ করেছিলাম ; শুধু আমি আস্তে আস্তে দূরে স’রে গেলে কারুর ত কোনে । ক্ষতি হ’ত না ।” -