পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

/ 8е е পাঠাইবার উপায় সম্বন্ধে অনুসন্ধান করিতেছিলাম। এমন সময়, এলাহাবাস্থিত কায়স্থ পাঠশালার আমার ভূতপূৰ্ব্ব ছাত্র শ্ৰীযুক্ত স্বরেন্দ্রনাথ বস্থর সহিত জেনীভায় দেখা হইল। তিনি ১৫ বৎসর আমেরিকায় ছিলেন, তথায় শিক্ষা সমাপনানস্তর কারখানার বড় কাজ করিতেছিলেন। জামশেদপুরে তাত কোম্পানীর লোহা ও ইস্পাতের কারখানায় হাজার টাকা বেতনে কাজ পাইয় দেশে ফিরিতেছিলেন। পথে তাহার বন্ধু জেনীভাপ্রবাসী ডাক্তার রজনীকান্ত দাস মহাশয়ের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। আমার গোটাকয়েক বাক্স প্যাটরা তিনি সঙ্গে হাইয়া যাইতে পারিবেন কিনা জিজ্ঞাসা করায় তিনি রাজী হইলেন। আমি কলিকাতা পৌছিবার মাসাধিক পূৰ্ব্বে তিনি জিনিযগুলি আমার বাসায় পৌছাইয়া দিয়াছিলেন। তজন্ত তাহার নিকট আমি কৃতজ্ঞ । জেনীভ হইতে বার্লিন রেলে প্রায় ২২ ঘণ্টার পথ । একদিন প্রাতে প্রায় ১১টার সময় জেনীভা ছাড়িয়া তার পর দিন প্রায় ৯টার সময় জাৰ্ম্মেনীর রাজধানী বার্লিনে পৌছিলাম। বার্লিনের ষ্টেশন একটা নয়। আমি কোনটায় নামিব স্থির করিতে পারি নাই। ট্রেনের কণ্ডাক্টার জামান হইলেও অল্প স্বল্প ইংরেজী বলিতে পারিতেন। কাইজার হোফ হোটেলে যাইব বলায় তিনি আমাকে ঠিক জায়গায় নামাইয় দেন । ঐযুক্ত বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের পত্নী মার্কিন মহিলা ঐযুক্ত চট্টোপাধ্যায়জায় আমাকে ষ্টেশন হইতে হোটেলে লইয়। যাইবার জন্য ইচ্ছা করিয়াছিলেন ; কিন্তু তিনি অন্য ষ্টেশনে গিয়াছিলেন । এইজন্য আমি হোটেলে পৌছিবার পর তিনি মথন ফিরিয়া আসিয়া রবীন্দ্রনাথের পুত্রবধু শ্ৰীমতী প্রতিমা দেবীকে বলিতেছিলেন, “রামানন্দ বাবু আসেন নাই,” তখন আমার সহিত র্তাহার পরিচয় হইল । র্তাহার সৌজন্যের জন্য আমি কৃতজ্ঞ। আমি যে শনিবার বালিন পৌছি, সে দিন রবিবাবু সেখানে ছিলেন না ; তখন তিনি জামেনীর নানা সহরে বক্তৃতা ও কবিতা আবৃত্তি করিয়া বেড়াইতেছিলেন। সোমবার তাহার ড্রেসডেনে বকৃত করিবার কথা । প্রবাসী-আষাঢ়, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড ভেনিস, প্যারিস, লণ্ডন ও জেনীভায় অন্তঃগু মুসাফিরদের মত আমারও গাটরী প্যাটরা চুঙী আফিসের কৰ্ম্মচারীয় পরীক্ষা করিয়াছিল। বার্লিনে এরূপ কোন উপদ্রব দেখিলাম না। ষ্টেশন হইতে সোজা হোটেলে গেলাম। পর্যটকদিগকে এই প্রকারে ত্যক্ত না করাটা জামানদের বুদ্ধিমন্তীর পরিচায়ক। পর্য্যটকরা ক্রেতা, বিক্রেত নয়। তা ছাড়া, জামে নীতে জামান জিনিষের চেয়ে সস্ত মাল বিক্ৰী করিবার জন্য ফু চারটা ব্যাগে করিয়া জিনিষ লুকাইয়া আনিবে, এরকম বেকুব মুসাফির বেশী নাই । জামান ভাষার বহি ও কাগজ অনেক দেখিয়ছিলাম । এক একটা জামান শব্দের দৈর্ঘ্য এবং জামান ভাষায় ব্যঞ্জনবর্ণের প্রাচুর্ঘ্য দেখিয়া আমার ভয় ছিল, না জানি কথিত জামান কিরূপ কটমট হইবে । কিন্তু যখন জাম্যান কথিত হইতে শুনিলাম, তখন কর্কশ মনে হইল না, বরং কাহারও কাহারও মুখে ভালই লাগিল। বস্তুত: জার্মান শ্রুতিকটু ভাষা না হইবারই কথা। জামেনীতে বহু জগদ্বিখ্যাত সংগীতনায়ক জন্মগ্রহণ করিয়াছেন। এরূপ দেশের ভাষার গীতোপযোগিতা থাকিবারই কথা। কিন্তু ইহা কেবল মোলায়েম নহে ; ইহাতে খুব জোরও অাছে। ড়েসডেনে রবিবাবুর বক্তৃতা শুনিবার এবং জামান ভাষায় "ডাকঘর” নাটকের অভিনয় দেখিবার জন্ত আমি সোমবার প্রাতে শ্ৰীমতী প্রতিমা দেবী ও ঐযুক্ত অরবিন্ধ মোহন বস্থর সঙ্গে বালিন হইতে রওনা হইলাম। সেখানে দুপরের পর পৌছিয়া সোজাসুজি কবির হোটেলে গেলাম না, আগে সহরট। কতক কতক দেখিয়া লওয়া স্থির হইল । বক্ততা সন্ধ্যার পর, এবং তাহার পর অভিনর। প্রথমে আমরা ষ্টেশনের নিকটস্থ রেস্তর"াতে মধ্যাহের আহার সারিয়া লইলাম। ড়েসডেন্‌ পুরাতন সহর, স্যাক্সনি রাজ্যের রাজধানী ছিল । ইহা এলবের উভয় তীরে অবস্থিত। সহরের দুই অংশে যাতায়াতের জন্ত কয়েকটি স্বম্বর সেতু আছে। তন্মধ্যে আলবার্ট সেতু স্থাপত্যের উৎকৃষ্ট নিদর্শন। অট্টালিকা ও সেতুসমূহের স্থাপত্য, চিত্রশাল,