পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা সম্পাদকের চিঠি 8e6r নেওয়ার অভ্যাস আছে ; আমার এক নাতনী খুব ভারী।” এই কথা ছেলেটির মা তাহাকে জামেন ভাষায় বুঝাইয়া দেওয়ায় আমার প্রতি ছেলেটির সন্মান ও প্রীতির ভাব খুব বাড়িয়া গেল। বাহার নাতনী তাহারই মত ভারী, সে ত তবে সামান্ত লোক নয় । আমি যখন বালিনে ছিলাম, তখন তথায় একটি পুলিস্প্রদর্শনী হইতেছিল । সুদর্শনীর একটা বিষয় ছিল বিপ্লবচেষ্টা কেমন করিয়া দমন করা ও ব্যর্থ করা যায়। এই প্রদর্শনীর কোন কোন অংশ কেবল দেশী ও বিদেশী পুলিস কৰ্ম্মচারীদিগকে দেখিতে দেওয়া হইয়াছিল। গত মহাযুদ্ধে জাৰ্ম্মেনীর দুঃখদারিদ্র্য কিরূপ বাড়িয়াছিল এবং এখনও তথায় কিরূপ দুঃখদারিদ্র্য অাছে, তাহা আমরা খবরের কাগজে অনেক পড়িয়াছি। কিন্তু ড্রেসডেন ও বার্লিন সহরে আমি ত দারিদ্র্যের বিন্দুমাত্রও চিহ্ন দেখিলাম না। রাত্রিকালে ত বার্লিন ইন্দ্রপুরী মনে হইত। রেলে জাৰ্ম্মেনীর ভিতর দিয়া যাতায়াতের সময়ও দারিদ্র্যের কোন চিহ্ন দেখিলাম না। ইহার কারণ দুরকম হইতে পারে। জার্মাণ জাতি খুব বুদ্ধিমান, শিক্ষিত, পরিশ্রমী ও শিল্প-নিপুণ । তাহারা সম্ভবতঃ যুদ্ধ শেষ হইবার পর এই কয় বৎসরে তাহাদের পূর্ব অবস্থার খুব কাছাকাছি আসিয়া পৌঁছিয়াছে ; সুতরাং এখন আর দারিদ্রোর চিহ্ন দেখা যাইতেছে না। দ্বিতীয় কারণ এই হইতে পারে, যে, আমরা ভারতবর্ষে যাহাকে দারিদ্র্য বলি, ঘোরতর যুদ্ধের সময়ও সেরূপ দারিদ্র্য জাৰ্ম্মেনীর হয় নাই ; স্বতরাং তাহার কোন চিহ্ন আমাদের দৃষ্টিগোচর হয় নাই । সম্ভবতঃ এই ফুট। কারণেই আমি জাৰ্ম্মেনীতে দারিদ্র্যের কোন চিহ্ন দেখি নাই । বস্তুতঃ, ইউরোপ অনেক স্থলে যাহাকে দারিদ্র্য বলে, আমাদের দেশের কোটি কোটি লোক সেরূপ অবস্থার পৌছিলে আপনদিগকে ভাগ্যবান মনে করিবে । জাৰ্ম্মেনীর লোকদের খুব মানসিক আতিথেয়তা আছে। সকল রকমের মত, চিস্ত, ভাব, আদর্শ তাহারা বুদ্ধিযোগে বুঝিতে, উপলব্ধি করিতে, ইচ্ছুক। সব রকমের মত চিত্ত্ব-অাদির কম বেশী শ্রোড ও পাঠক জ্ঞার্শ্বেনীতে পাওয়া যাইতে পারে। প্রচলিত মত বিশ্বাস চিন্তাধারার বিপরীত বলিয়াই কোন কিছু জাৰ্ম্মেণীতে অগ্রাহ,অশ্রাব্য, অপাঠ্য হয় না। অবশু সকল জাৰ্ম্মান পরমতসহিষ্ণু ও পরমত সম্বন্ধে কৌতুহলী নহে। কিন্তু ঐস্কপ লোক তাহাদের মধ্যে অনেক আছে, ইহাই আমার বক্তব্য। অন্ততঃ কতকগুলি এইরূপ লোক যে জাতির মধ্যে নাই, তাহার হৃদয় মন আত্মার কুষ্টিতে (কালচারে ) বড় হইতে পারে না। ড্রেসডেন ও বার্লিনের রাস্তায় ইস্তাহারে ‘Werbotten" কথাটা যেন একটু বেশী দেখিলাম। শুনিলাম, সাধারণতন্ত্র প্রতিষ্ঠিত হইবার আগে ইহা আরও বেশী ছিল। ইহার মানে ‘নিষিদ্ধ” । নিষেধের মাত্রাট জাৰ্ম্মেণীতে বোধ হয় আগে বেশী ছিল, যেমন আমাদের দেশে আছে । বার্লিনে এক দিন এক মহিলার বাড়ীতে শ্ৰীমতী প্রতিমাদেবীর ৪ আমার সান্ধ্য আহারের নিমন্ত্রণ ছিল । র্তাহার স্বামী এক জন রাজনৈতিক নেতা ছিলেন, কিছু দিন হইল মৃত্যু হইয়াছে। তিনি স্বয়ং এক জন বিদুষী ও বিখ্যাত অভিনেত্রী। তাহার স্বামীর গ্রন্থ সংগ্রহে এবং নানাদেশের মূৰ্ত্তি সংগ্রহে খুব উৎসাহ ছিল। বলী দ্বীপের হিন্দু শিল্পীদের নিৰ্ম্মিত মূৰ্ত্তি প্রথম ইহঁদের বাড়ীতে দেখিলাম। ইহাদের লাইব্রেরীও বেশ বড়। ইনি অন্ততঃ এক দিন জাৰ্ম্মেনীর কোন একটি ভাল নাটকের অভিনয় দেখিতে আমাকে অকুরোধ করেন, এবং আমার জন্ত একটি বক্স ভাড়া করেন । কিন্তু আমি ইউরোপপ্রবাসকালে ৮ টার মধ্যে রাত্রির আহার শেষ করিয়া ঘুমাইবার নিয়ম রক্ষা করিবার যথাসাধ্য চেষ্টা করিডাম বলিয়া अख्निम्न cनभ। इङ्गनाहे । বার্লিন হইতে আমরা চেকোমো ভাকিয়৷ সাধারণতন্ত্রের রাজধানী প্রাগ যাই । চেক্ ভাষায় ইহাকে প্রাহা বলে । ইংরেজী ও ইটালীয় ভাবার অনেক শব্দ লাটিন হইতে উৎপন্ন। ইংরেজী ও জামানের অনেক কথা একই ধাতু হইতে উৎপন্ন। ইংরেজী ও ফরাসীর অনেক শব্দ লাটিন ধাতু হইতে উৎপন্ন। এইজন্তু ইটালী, ফ্রান্স, ইংলও, সুইজারল্যাও ও জামেনীতে রাস্তাঘাট রেলওয়ে ষ্টীমার দোকানের ইস্তাহারের অনেক কথা জামার নিকট সম্পূর্ণ অপরিচিত বোধ হয় নাই। কিন্তু গ্রাগে আসিয়া প্রথম