পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 eVo প্রবাসী—আষাঢ়, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড মনে হইল, একেবারে এক নূতন দেশে আসিয়াছি। কারণ, চেকভাষার সহিত পূৰ্ব্বোক্ত সব দেশের ভাষার খুব দূর সম্বন্ধ । হোটেল, টেলিগ্রাফ, রেডিও, প্রভৃতি জগদ্ব্যাপী কয়েকটা কথা ছাড়া এখানে আমার জানা অঙ্ক কোন কথা চোখে পড়িল না। কতকগুলি রুশীয় দোকান এখানে দেখিলাম। তাহার সাইনবোর্ডে রুশীয় অক্ষরে নাম লেখা রহিয়াছে। রুশীয় অক্ষর দেখিতে রোমক অক্ষরের মত,কিন্তু কোন কোনটা যেন ইচ্ছা করিয়া রোমক অক্ষর উণ্টা করিয়া বানাইয়া লওয়া হইয়াছে ! ছোট ছেলের প্রথম ইংরেজী অক্ষর চিনিবার পর উহার ছাপার অক্ষর লিখিতে গিয়া যেমন মধ্যে মধ্যে উণ্টা করিয়া লিখিয়া ফেলে, রুশীয় অক্ষর কখন কখন সেইরূপ মনে হয়। প্রাগ ষ্টেশনে রবিবাবুকে প্রত্যুদগমন করিবার নিমিত্ত অধ্যাপক ভিণ্টারনিজ ও অধ্যাপক লেঞ্জনী আসিয়াছিলেন । ভিণ্টারনিজ প্রাগের জাৰ্ম্ম্যান বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক, লেজনী উহার চেকু বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক। ইহারা উভয়েই কিছুদিন শাস্তিনিকেতনে ছিলেন। সেই উপলক্ষে ইহাদের সহিত পরিচয় হইয়াছিল । শীতের জন্য যদিও রাত্রে কম্বল ব্যবহার করিতাম, তথাপি ড্রেস্ড়েন ও বালিনে রাত্রে খুব ঘাম হইত। প্রাগেও তাহাই হইতে লাগিল । জর হইত না, শারীরিক দুৰ্ব্বলতাও অনুভব করিতাম না । কিন্তু ঘাম এত বেশী হুইত, যে, রাত্রে একবার ডঠিয়া ভিজা নিস্ত্রার পোবাক বদলাইয় পুনৰ্ব্বার আর এক প্রস্থ নিদ্রার পোষাক পরিতে হইত। এই জন্য একজন ভাল ডাক্তারের পরামর্শ লওয়া স্থির করিলাম। অধ্যাপক ভিণ্টাৰ্ণজের কনিষ্ঠ পুত্ৰ মাক্স ডাক্তার । তিনি আমাকে গ্রাগের অভিজ্ঞতম ডাক্তারের নিকট লই৷ গেলেন। তাহার ফী খুব বেশী নয়। তিনি অনেকক্ষণ ধরিয়া দেহু পরীক্ষা করিটেন, প্রশ্নও অনেক করিলেন, কিন্তু কোন যান্ত্রিক বিকৃতি বা অস্ত কারণ স্থির করিতে পারিলেন না। বললেন, হয় ত যথেষ্ট পুষ্টি হইতেছে না, খ্রিস্ব জেনীডীয় যে দস্তরোগের চিকিৎসা করাইয়ছিলাম, সেইটের চিকিৎসার পূৰ্ব্বে বিষাক্ত জিনিষ অসুবিধা ভুলিতে পারিতেছেন না । রক্তের সহিত মিশিয়া থাকিবে । একটা ঔষধও তিনি দিলেন। রাত্রে পশমী নিদ্রার পোষাক ব্যবহার করিতে নিষেধ করিলেন । আমি স্বতী সব পোষাক আগেই ঐযুক্ত স্বরেন্দ্রনাথ বস্থর সহিত বাড়ী পাঠাইয়। দিয়াছিলাম। এইজন্য আবার স্বতী পোষাক কিনিতে হইল । মাক্স বলিলেন, তাহার মা কিনিয়া দিবেন। অধ্যাপক-পত্নী আমার একটা পশমী রাত-পোষাক লইয়৷ সেই মাপের দুটা স্বতী* পোষাক আনিয়া দিলেন । দোকানদার বেশী দাম লয় নাই। ভিণ্টাণিজ পরিবারের সকলেই বড় ভদ্র ও সহৃদয় । প্রাগের একটা বিশেষত্ব এই, যে, ইহার অনেক প্রতিষ্ঠান চেকু ও জার্শ্যামৃদের জন্য আলাদা আলাদা ; বিশ্ববিদ্যালয় আলাদা, থিয়েটার আলাদা, বক্তৃতার হল আলাদা। শুনিয়াছি, রেলওয়ে ষ্টেশনও আলাদা, কিন্তু আমি তাহ নিজে লক্ষ্য করি নাই। রুশীয়দেরও কিছু আলাদা প্রতিষ্ঠান স্থাপিত হইয়াছে, যেমন ১৯২১ সালে স্থাপিত উক্রেন বিশ্ববিদ্যালয়। প্রাগের বিশ্ববিদ্যালয় খুব পুরাতন । পঞ্চদশ শতাব্দীতে ইহার ছাত্রসংখ্যা দশ হাজার ছিল । চেক্ ও জাৰ্ম্ম্যানদের সব প্রতিষ্ঠান আলাদা আলাদা হওয়ায় রবিবাবুকে তাহাদের জন্ত আলাদা করিয়া বক্তৃত ও কবিতা আবৃত্তি করিতে হইয়াছিল। উভয় ক্ষেত্রেই খুব জনতা ও উৎসাহ লক্ষিত হইয়াছিল। “ডাক ঘর” চেক্ ও জাৰ্ম্ম্যান ভাবায় ভিন্ন ভিন্ন থিয়েটারে অভিনীত হইয়াছিল। চেক্‌ থিয়েটারের দৃশ্যপট ও পোষাক বেশী দামী বোধ হইল । চেকেস্লোভাকিয়ায় জাৰ্ম্ম্যানদের চেয়ে চেকদের সংখ্যা বেশ । উচ্চ সরকারী চাকরী পাওয়া জাৰ্ম্ম্যানদের পক্ষে সহজ নহে । সরকারী সাহায্য জাৰ্ম্ম্যান প্রতিষ্ঠানগুলি কম পাইয়া থাকে। সব বিবয়েই জাৰ্ম্ম্যান ও চেকৃদের মধ্যে রেবারে:ব আছে মনে হইল। আগে চেকোস্লোভাকিয়৷ অষ্টিয়া সাম্রাজ্যের অধীন ছিল। অষ্টিয়ানূর জাৰ্ম্ম্যান, তাহাদের ভাষাও জাৰ্ম্ম্যান। চেক্র দীর্ঘকাল এই অষ্ট্ৰীয়ান জাৰ্ম্মানদের অধীন থাকিয় সেই সময়কার রবীন্দ্রনাথের একদিনকার আবৃত্তির আগে অধ্যাপক লেজনী