পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| o JÄ, 盤 o o }}}

প্রবাসী ভারতবাসীদের কথা— দক্ষিণ-আফ্রিকা দক্ষিণ-আফ্রিকায় প্রবাসীদের ভারতীয়দের সুখ-সুবিধা, নাগরিক অধিকার ইত্যাদি তত্ত্বাবধান করিবার জন্য ভারত সরকার মাননীয় খ্ৰীযুক্ত শ্ৰীনিবাস শাস্ত্রী মহাশয়কে তথাকায় এজেন্ট নিযুক্ত করিয়াছেন । এ সংবাদ পূর্বেই দেওয়া হইয়াছে। শ্ৰীযুক্ত শাস্ত্রী দক্ষিণ আফ্রিকা যাত্রা করিয়াছেন । দক্ষিণ-আফ্রিকা প্রবাসী ভারতবাসীরাও এই নিয়োগে স্বধী হইয়াছেন। তাহদের বিশ্বাস ঐযুক্ত শাস্ত্রীর প্রচেষ্টায় দক্ষিণআফ্রিকা ও ভারতের যোগসুত্র স্থায়ী হইবে । তত্রত্য জিঞ্জিবার ভয়েস" নামক সুবিখ্যাত দৈনিক মত প্রকাশ করিয়াছেন যে দক্ষিণআফ্রিকায় একজন ভারতীয় হাই কমিশনার নিয়োজিত হইলে ইন্দোআফ্রিকান বাণিজ্য প্রসার লাভ করিবে । ডাঃ সুধীন্দ্র বসু আমেরিকায় যুক্তরাষ্ট্রের অন্তর্গত আইওয়া ষ্টেটের অধ্যাপক ডঃ সুধীন্দ্র বহর পরিচয় আমাদের পাঠকবর্গের নিকট নুতন করিয়া দিবার প্রয়োজন নাই । তিনি বহুদিন আমেরিক প্রবাসী। যদিও তাহার বিরুদ্ধে কোন অভিযোগ আনীত হয় নাই তথাপিও ইংরেজ সরকার নান৷ ছলে র্তাহার ভারতে আগমনের পথ রুদ্ধ করির রাখিয়ছেন । সম্প্রতি কতকগুলি ভারতীয় সংবাদপত্র অভিযোগ করিয়াছেন যে তিনি (ডাঃ বস্ব ) “উদ্ধত্য সহকারে” ভারত সরকারের “মহৎ প্রস্তাব” উপেক্ষা করিয়া “স্বেচ্ছায়” ভারতের বাহিরে রহিয়াছেন। ডাঃ বহু একখালি পত্রে লিখিয়াছেন + সংবাদ পত্রগুলির এই অভিযোগ একেবারে ভূয়া । তিনি লিখিয়াছেন শ্রমিক সদস্ত মিঃ বিয়েটি গত ফেব্রুয়ারী মাসে গালামেন্ট মহাসভায় প্রশ্ন করেন বে ওঁহাকে (ডাঃ বস্ব ) ভারতে প্রবেশ করিতে কেন বাধা দেওয়া হইতেছে এবং তাছার বিরুদ্ধে আনীত তথাকথিত অভিযোগগুলির পূর্ণবিচার হইবে কি না। উত্তরে সরকার পক্ষীয় মন্ত্রী বলেন মিঃ বহু যে কোন সময় ভারত প্রবেশের অনুমতি পাইতে পারেন । ইহার পর হইতে বহুবার আবেদন করিয়াও তিনি ভারত প্রবেশের অমুমতি পাইতেছেন না। এই প্রসঙ্গে বলা দরকার ৰে ডাঃ বস্বয় তাহার বৃদ্ধ মাতাকে দেৰিৰার জন্ম ভারতে আদিবার অনুমতি চাহিয়াও পান নাই। তাহার উক্ত চিঠিতে ডাঃ বঙ্ক আরও লিখিয়াছেন যে বিগত মহাযুদ্ধের সময় তিনি আমেরিকার যুক্তরাষ্ট্রর নাগরিক ৰলির গণ্য হইয়াছেন।

  • এই পত্রণাণি জুন মাসের মডার্ণ রিভিয়ু পত্রিক্ষায় প্রকাশিত `श्वंश् ॥
په لاسيدي ?)

.েw Pর ৮ ബ്--്'ം.ു -r-o---> -r י טיר - רית -K---- - y 翌リ劉ミリ多ーリ"(、ミや%の石。

স্বতরাং ব্রটিশ সরকার এখন হঠাৎ তাহাকে ব্রিটিশ ভারতের অধিবাসী বলিয়। স্বীকার করিয়া লইতে পারেন না । তিনি যুক্ত. রাষ্ট্রের ইংরেজ রাজদূতের নিকট জানান যে, তিনি একবৎসরের ছুটি লইয়৷ বিদেশে যাইবেন তাহাকে যেন ভারত হইতে নিরাপদে আদিতে निवाब्र यडियछि cन७ग्न इग्न । ईशब्र यङ्काखtब्र हेtब्रज ब्रांजपूठ জানাইয়াছেন ষে তাহ সম্ভব হুইৰে ন । এই জঙ্ক ডাক্তার বস্ব প্রশ্ন করিতেছেন--- “আমি ইংরেজের প্রজ। নহি এবং পাঁচ বৎসর ভারতে বাস না করিলে ইংরেজের প্রজারূপে গণ্য হইতেও পারিব না...কাজেই কোন জাইনের বলে ভারতের ইংরেজ সরকার অন্ত দেশের নিরপরাধ অধিৰাসীকে ভারতঘর্ষে অটুকাইয়। রাখিতে চান ? ইহাতে মনে হয় আমি ভারত সরকারের বিরুদ্ধে কোন প্রকার ভয়াবহ দোষ করিয়াছে এবং আদালতে বিচারের পূৰ্ব্বেই দণ্ডিত হইয়া রহিয়াছি।” এরূপ বিচার প্রহসন না করির প্রকষ্ঠ আদালতে বিচার করিবার সাহস কি অভিযোগকারীদের নাই ? স্কটল্যাণ্ডে বর্ণ-বিদ্বেষ এডিনবারার (স্কটল্যাণ্ড ) ভারতীয় ছাত্র সঙ্ঘের সম্পাদক সাবাদপত্রে একখানি পত্র লিখির তথাকার ভারতীয়দিগের ছুর্দশার কাহিনী ব্যক্ত করিয়াছেন । এই পত্র হইতে জানা বার যে, স্কচ দিগের তথাকথিত সভ্য দেশে ভারতীয়ের নানাভাবে কি প্রকার অবমাননা, লাঞ্ছনী ও নির্যাতন সহ করিতেছেন। ভারতে জন্মান যদি একটি অপরাধ হইয় থাকে, তবে সেই অপরাধের শাস্তি ভারতীয়গণ স্বাধীন দেশে গিয়াও পাইতেছেন । ছাত্র-সজ্যের সম্পাদক জানাইতেছেন যে,—এখানে আসিলে উদ্ধত সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গদিগের জাতি-বিদ্বেষের চুড়ান্ত প্রমাণ পাওয়া যায়। 4द९ ऍशिबा राष्ट्र एप्राणी आहेब्रl cअंफेखिझेप्न अथjग्नन कब्रेिबांग्न छछ अॉर्णमन করিতে ইচ্ছ। করেন এই পত্র হইতে ঠাহীদের বেন চোখ ফুটে । ইহার পরেও যদি গ্রেটব্রিটেনে আসিতে সাধ হয়, তবে সমস্ত প্রকার নির্ধ্যাতনের জঙ্ক প্রস্তুত হইয়াই যেন তাহার এখানে আগমন করেন । এখানকার ভারতীয়গণ সামাজিকভাবে অস্পকদিগের মত্তই জীৰনযাপন করিতে বাধা হল। শুধু একটিমাত্র ব্যাপার হইতেই ইহা স্বম্পষ্ট হইয়া উঠিবে। গত ৩০শে এপ্রিল “স্কচ ম্যানূ" নামক এডিনৰাৱায় এক সংবাদপত্রে এই মৰ্ম্মে এক বিজ্ঞাপন বাহির হইয়াছে যে, ১১নং চামাল ট্রীটে বাসস্থানের অতি সুস্থর বস্ফোৰন্ত আছে। কিন্তু তথায় কাল্পতীয়গণকে গ্রহণ করা হয় ল ৷ ५थानकांद्र नामांछ 4कअन वाप्नौeब्रोणो किच। बछि शांक्षांङ्ग१ अवशाब्र শ্বেতাঙ্গ পর্যন্ত ভারতীয়বিশ্বের সহিত আদানপ্রদান করিতে ঘুণ বোৰ करब्र । पक्केणjां७ हरेrछ छब्रडौब्रक्निक कालक्रांभप्लांब्र चन्ब्रांप्ष