পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ? বিবিধ প্রসঙ্গ – ভারতের প্রতি হিন্দুমুসলমানের মনের ভাব 8లి ভারতের প্রতি হিন্দুমুসলমানের মনের ভাব ভারতবর্ষের প্রধান দুটি ধর্শ্বসম্প্রদায় হিন্দু ও মুসলমান । অঙ্ক যে-সব সম্প্রদায় আছে, তাহারা সংখ্যায় নূ্যন । ভারতীয় স্বাজাতিকতা যাহাতে পূর্ণাঙ্গ হইতে পারে, তাহার জন্য সকল সম্প্রদায়ের লোকেরই পৃথিবীর সকল দেশের মধ্যে ভারতবর্ষের প্রতিই অধিক অমুরক্ত হওয়া আবগুক । হিন্দুদের পক্ষে তাহ সহজ ; কারণ, হিন্দুর ধর্শ্ব, সভ্যতা, বাস প্রভূতি সমস্তই ভারতবর্ষজাত ও ভারতে স্থিত। জৈন, বৌদ্ধ, শিখ গুভূতিদের পক্ষেও তাহ ঐ কারণে সহজ । দেশী খৃষ্টিয়ানদের পক্ষে তাহ তভ সহজ নহে ; কারণ, তাহাদের ধৰ্ম্ম বিদেশ হইতে আসিয়াছে । কিন্তু এখন আর পাশ্চাত্য কোন খৃষ্টীয় দেশের লোকের নিজের দেশ অপেক্ষ প্যালেষ্টাইনের প্রতি অধিক অনুরাগ অনুভব বা প্রদর্শন করে না। তাহ হইতে বুঝ। যাইতেছে, ষে, আধুনিক খৃষ্টীয় ধৰ্ম্মের সহিত স্বজাতিকতার বিরোধ নাই । ভারভীয় খৃষ্টিয়ানদের মধ্যে ভারতীয় নানা প্রাচীন ও আধুনিক ধৰ্ম্ম, সাহিত্য, সভ্যতা, প্রভৃতির চর্চ অনেকে করিতেছেন । অধিকন্তু, ভারতীয় খুষ্টিয়ানদের সংখ্যা বেশী না হওয়ায়, তাহার। যদি সম্পূর্ণ বিদেশী ভাবাপন্ন হইতেন, তাহা হইলেণ্ড ভারতীয় স্বাজাতকতায় খুব বেশী ব্যাঘাত জন্মাইতে পারিতেন না । ভারতে হিন্দুর নীচেই মুসলমানদের সংখ্যা বেশী । তাহাদের ধৰ্ম্ম বিদেশ হইতে আগত । সভ্যতা ও সামাজিক রীতিনীতি কতকটা বিদেশী, কতকটা ভারতীয় । অতএব, ভারতীয় স্বাজাতিকতার সর্বসম্প্রদায়ব্যাপিত মুসলমানদের মনের ভাবের উপরই অধিক নির্ভর করে । ইহার মানে ভাল কfরয়া বুঝা দরকার। ইহার মানে অনেকে এইরূপ বুঝেন, যে, মুসলমানের তারতের স্বরাজ্যলাভে সম্মতি ন দিলে ভারতবর্ষ কখনও আত্মকর্তৃত্ব লাভ করিতে পারিবে না । আমরা ঠিক তাহা মনে করি না। আমরা মনে করি, মুসলমানেরাও যদি দরদস্তুর না করিয়া স্বরাজপ্রচেষ্টায় অস্তরের সহিত যোগ দেন, তাছা হইলে স্বরাজলাভ অপেক্ষাকৃত সোজা হইবে। কিন্তু যদি যোগ না দেন, তাহা হইলেও স্বরাজ অর্জিত হইবে, কিন্তু এই কৃতিত্বের গৌরব হইতে এবং এই কৃতিত্বের জন্ত যে দৃঢ় দেশহিতব্ৰত চরিত্রের প্রয়োজন, সেই চারিত্রিক সাধনার অংশ হইতে র্তাহার বঞ্চিত হইবেন। অনেকে মনে করেন, মুসলমানদের আস্তরিক ও কাৰ্য্যতঃ যোগ ব্যতিরেকে, অন্ততঃ বাঙ্ক সন্মতি ব্যতিরেকে, স্বরাজ লব্ধ হইবে না । ইহার মধ্যে এইটুকু সত্য আছে, যে, স্বাঞ্জাতিক প্রচেষ্টার সহিত মুসলমানদের অন্ততঃ বাহ যোগ না থাকিলে, শাসক ইংরেজ জাতি এই ওজর করিতে থাকিবে, যে, যেহেতু মুসলমান ও হিন্দুর মত এক নহে, অতএব স্বরাজ দেওয়া যাইতে পারিবে না। কিন্তু আমরা বলি, এই ওজর করা সত্বেও, অধিকাংশ ভারতীয় দৃঢ়তার সহিত স্বরাজলাভের সংকল্প করিলে ইংরেজকে ভারতীয় স্বরাঙ্গে রাজী হইতেই হইবে। ভারতীয়ের সামান্য যতটুকু রাষ্ট্রীয় অধিকার লাভ করিয়াছে, তাহার জন্য চেষ্টা সম্প্রদায় হিসাবে মুসলমানেরা ত সামান্তই করিয়াছেন, হিন্দুদের মধ্যেও অধিকাংশ হিন্দু চেষ্টা করেন নাই ; কারণ, নিরক্ষর ও অশিক্ষিত বলিয়া এই অধিকাংশ ভারতবর্ষের জাতীয় আন্দোলনে যোগ দেন নাই । শতকরা ষে ৬৭ জন লিখনপঠনক্ষম, তাহদেরও অনেকে জাতীয় প্রচেষ্টায় যোগ দেন নাই । মোটের উপর হাজারে একজন যোগ দিয়াছেন কি ন সন্দেহ। তথাপি কিছু ফল লব্ধ হইয়াছে । এই কারণে আমরা বলি, মুসলমান ও অন্য সব সম্প্রদায়ের লোককে স্বfজাতিকত! মস্ত্রে দীক্ষিত করিবার চেষ্টা চলিতে থাকৃ, “ভারতবর্ষ আমাদের হিন্দুদের দেশ, মুসলমানরা বিদেশী, দেশের উপর তfহাদের কোন দাবী নাই,” এইরূপ মনেরর ভাব পরিত্যক্ত হউক ; কিন্তু সঙ্গে সঙ্গে এই সঙ্কল্পও সকলের মনে দৃঢ় হউক, যে, "যদি আর একজনও আমার সঙ্গে যোগ না দেয়, তাহা হইলেও আমি গন্তব্য পথে চলিব, এবং দেশের জন্ত স্বাধীনতা অর্জন করিব।” ব্রিটিশ শাসিত ভারতবর্ষের মোট অধিবাসীর সংখ্যা এবং ভিন্ন ভিন্ন ধৰ্ম্মসম্প্রদায়ের লোক সংখ্যা ১৯২১ সালের সেন্সল অম্বুসারে নাচে লিখিত হইল। মোট অধিবাসীর সংখ্যা २8,७>,७०,२०० মোট হিন্দু ఆలి),88, గిe e ব্রাহ্মণ্য হিন্দু ১৬,২৭,১২,১৮৮ আর্য্যসমাঞ্জী 8,ఇt్భఆb" ব্ৰহ্ম &brరిe fમાં ২৩,৬৭,৯২১ জৈন 8,64,brot বৌদ্ধ 3, 8,35,b St পারসী ઝિન્ક,૬૭8 মুসলমান t,38,88.99) খৃষ্টিয়ান や・,s",bャン हेंहनौ >>,२२७ আদিম অধিবাসী ۹ود و 8 ه وهای 叫研弯 82ר,רכ छ१८ब्र बणिधांश्,ि शंजांtब्र ७क्छन डब्रिडौग्न ब्रां★♚ी