পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুর সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—প্রস্তাবিত নূতন প্রদেশগুলির লোকসংখ্যা 88s তাহারা কি এতই বেশী ট্যাক্স দেয়, যে, গবর্ণরের বেতন, সেক্রেটারিয়েটের খরচ, ব্যবস্থাপক সভার খরচ, এবং অন্তান্ত সব খরচ তাহারা দিতে পারিবে ? শিক্ষার বিস্তার তথায় কিরূপ হইয়াছে, তাহারও খবর লওয়া দরকার। কারণ, রাষ্ট্রীয় কাজ চালাইবার জন্ত শিক্ষিত লোক চাই । ব্রিটিশ বালুচীস্থানের প্রধান জাতিদের মধ্যে মোট পুরুষ কত, এবং তাহাদের মধ্যে দেশভাষা ও ইংরেজী লিখিতে পড়িতে জানে মোট কয় জন, তাহার তালিকা নীচে দিতেছি। জাতি পুরুষের সংখ্যা লিখনপঠনক্ষম ইংরেজী-জান সৈয়দ e t\ు 88\ని St লাসী ఫి\లి\st २२b” 参 ?trR పె&trూనె Ֆ Հձ ծ לר" জাট *\ని( ఖు పెt S)శ్రీశ్రి ૨ ব্রাহুই ৮৮৯৬১ ՊԵՎ) 38 বালোচ ৯৫৫৬৩ bوفي يو بي ఫి ) সমুদয় প্রদেশটাতে প্রধান জাতিদের মধ্যে আল্পস্বল্প ইংরেজী জানে মোট ১৩৯ জন। এই এক শত ত্রিশজন ( না হয় ধরুন ২• • ) সামান্যইংরেজী-জানা লোক কেরানীগিরি হইতে আরম্ভ করিয়া ব্যবস্থাপক সভার সভ্য ও সভাপতি, শাসনপরিষদের সভ্য, মন্ত্রী প্রভৃতি একটা প্রদেশের সব পদের রাষ্ট্ৰীয় কাজ চালাইবে ! ব্রিটিশ বালুচীস্থানকে গবর্ণরশাসিত প্রদেশ করিবার প্রস্তাব যাহারা উত্থাপন ও অমুমোদন করিয়াছেন, তাহাদের অজ্ঞতায় ও অবিবেচনায় অবাক হইয়াছি। উহার সওয়া চারি লক্ষের কম অধিবাসীর রাষ্ট্রীয় ব্যয় নিৰ্ব্বাহ করিতে পারিবে না। তাহাদিগকে এই ব্যয় নিৰ্ব্বাহের জন্য ভারত গবন্মেন্টের খুব বেশী সাহায্য লইতে হইবে । তাহার মানে, ভারত গবন্মেণ্ট অন্তান্ত প্রদেশের লোকদের প্রদত্ত ট্যাক্স হইতে ব্রিটিশ বালুচীস্থানে কিছু দান খয়রাং করিবেন। এইরূপ জন্তায় খরচ করিবার অধিকার কোন গবষ্মেণ্টের নাই ; এবং ব্রিটিশ বালুচীস্থানেরও এইরূপ পরের ধনে পোদারি করিবার কোন অধিকার নাই। बि*ि दानूशैशन श्रङ ब्रांजर जांनाञ्च कङ गांभांड হয়, তাহারও কিছু আন্দাজ দিতেছি। ভূমির কর মোট রাজস্বের একটা প্রধান অংশ। ব্রিটিশ বালুচীস্থান হইতে গবন্মেণ্ট ভূকর পান কেবল ৯,৩২১,৩২ টাকা ; এর চেয়ে অনেক জমীদারের বেশী আয় আছে। গবর্ণরশাসিত সব প্রদেশের মধ্যে আসামের মোট ভূকর সকলের চেয়ে কম ; তাহাও কিন্তু ১,০৫,৫৩,২৪৭ । তাহার পর ধরুন ইন্‌কম ট্যাক্স বা আয়কর। ১৯২৪-২৫ সালে বালুচীস্থান ৯৮,৫৭৯ টাকা ইন্‌কম ট্যাক্স দিয়াছিল। গবর্ণরশাসিত প্রদেশগুলির মধ্যে আসাম সকলের চেয়ে কম আয়কর দিয়াছিল ; তাহাও কিন্তু ২৩,৭৯,৫৬৯ টাকা তার পর দেখুন আবকারীর আয় । ১৯২৪-২৫ সালে উহ। আসামে ৬৫,৯৫,৯৩৮,বালুচীস্থানে ৬,৪২,৮১৭ হইয়াছিল। যে-প্রদেশ হইতে গবষ্মেণ্টের আয় এত কম, তাহার গবর্ণরের বেতনাদি ব্যয়নিৰ্ব্বাহে অসামর্থ্যের অধিক প্রমাণ অনাবশ্যক । উত্তরপশ্চিমসীমান্ত প্রদেশকেও গবর্ণরশাসিত ও ব্যবস্থাপকসভা সমম্বিত প্রদেশ করিবার প্রস্তাব হইয়াছে। ইহার লোকসংখ্যা মোটে ২২,৫১,৩৪০ মাত্রা অর্থাৎ বাংলা দেশের মৈমনসিং, ঢাকা, ত্রিপুর, মেদিনীপুর, চব্বিশ পরগণা, বাখরগঞ্জ ও রংপুর জেলা অপেক্ষ এবং অন্তান্ত প্রদেশের সারন, মজঃফরপুর, দারভাঙ্গা, দক্ষিণ অর্কট, তাঙ্গেীর, মালাবার ও গোরখপুর জেলা অপেক্ষা উহার লোকসংখ্যা কম। বালুচীস্থান ও উ-প-সীমাস্ত প্রদেশ গবর্ণরশাসিত ও ব্যবস্থাপকসভা সমম্বিত হইলে তাহাদের নিজের নিজের প্রাদেশিক ব্যবস্থাপক সভা ত হইবেই, অধিকন্তু তাহাদের প্রত্যেকের কয়েকজন করিয়া প্রতিনিধি দিল্লীতে ভারতীয় ব্যবস্থাপক সভা ও রাষ্ট্রীয় পরিষদে থাকিবে। কিন্তু অধিকতর লোকসংখ্যা, অধিকতর শিক্ষণ ও সভ্যতা, অধিকতর ট্যাক্স দান সত্ত্বেও বঙ্গের ও অন্যান্ত প্রদেশসমূহের উল্লিখিত জেলাগুলির ঐ সব অধিকার নাই ! তাহা হইলে মানেট এই দাড়াইতেছে, যে, বালুচীস্থান ও উত্তরপশ্চিমীমান্ত প্রদেশের লোকের অতিমানব, তাহাদের প্রত্যেকের সর্বপ্রকার শক্তিসামর্থ্য ও অধিকার ভারতের অক্ষান্ত জায়গার এক এক ব্যক্তির শক্তিসামর্থ্য ও অধিকার অপেক্ষ বহু বহু গুণ বেশী !