পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] প্রাচীন ভারতীয় রাজকোষের আয়-ব্যয় 8Ꮤ%Ꮌ General of Palace Police), wofo (ww.oza শ্ৰেষ্ঠ রাজভৃত্য), প্রশাস্ত। ( বন্ধনাগারাধিকৃত ), রাজস্বfostco Hofkół (Collector-General of King's revenue ) ও সন্নিধাত৷ ( কৃত্যাকৃত্যবিষয়ে অর্থের sofossi-Chancellor of the Exchequer), এই পাঁচজনের প্রত্যেকে পণ লইতেন। অন্যান্য রাজকুমার ও র্তাহাদের মাতারা (অর্থাৎ যাহার পট্টমহিষী নহেন ), নাগরিক (City Governor), পৌর*jorifo (Chief Justice of the City), otoisy's ( খনি প্রভৃতি রাজকীয় শিল্পবাণিজ্যাদির প্রধান অধ্যক্ষ ), মন্ত্রিপরিষদের অধ্যক্ষ, রাষ্ট্ৰপাল ও অস্তপাল—ইহার প্রত্যেকে ১২••• পণ হিসাবে পাইতেন। শ্রেণীমুখ্য, হস্তিমুখ্য, রথমূখ্য ও প্রদেষ্টা ( কণ্টকশোধনাধিকৃত, District Executive Officer ) &losso be a vid হিসাবে এবং সেনবিভাগের হস্তী, অশ্ব, রথ ও পদাতির অধ্যক্ষগণ প্রত্যেকে এবং দ্রব্যবনপাল ( Chief forestconservator) s of goaqto 8, , . ** fonto পাইতেন। রথচর্ধ্যাশিক্ষক, রাজভিবক, অশ্বদমক, মহাপ্তক্ষ, (Chief Engineer), coifacqto (Firm overseer) ইহাদের বেতন ২০০০ পণ হিসাষে । স্বরাধ্যক্ষ, স্বণtধ্যক্ষ প্রভৃতি নিম্নবর্তী অধ্যক্ষগণের প্রত্যেকের বেতন ১• • • পণ। সংখ্যায়ক ( Accountant), লেখক, প্রভৃভি ছোট ছোট রাজভূত্যেরা বৎসরে ৫০০ পণ পাইতেন । এইভাবে নিয়োগের তারতম্যানুসারে কৰ্ম্মচারীরা ৫০০, ২৫•, ১২• ও এমন-কি ৬৯ পণ পৰ্য্যন্ত বেতন লাভ করিতেন। কিন্তু কাপটিক প্রভৃতি চারগণের প্রত্যেকের বেতন ছিল ১• • • পণ করিয়া। কেবল যে আজকালই উপযুক্ত রাজকর্মচারীদের কৰ্ম্মকরশাবস্থায় হঠাৎ মৃত্যু ঘটিলে-রাজা মৃত ব্যক্তির পোষ্য পুত্ৰদারাদির ভরণপোষণের সহায়তার জন্ত রাজকোষ হইতে অর্থাদি দানের ব্যবস্থা করেন তাঁহা নহে, প্রাচীনকালেও এরূপ মৃত ব্যক্তির পুত্ৰদারগণ ও তাহার পেস্থ্যবর্গের মধ্যে যাহার বালবৃদ্ধ বা ব্যাধিত তাহারাও রাজার অর্থানুগ্রহ লাভ করিতেন । [ “কৰ্শ্বস্ব স্থতানাং পুত্ৰদারা ভক্তবেতনং লভেরন । বালবৃদ্ধব্যাধিতাশ্চৈষাং জল্পগ্রাহী" ইতি 38 о о о কৌটিল্যঃ ] । রাজসরকারে বিভিন্ন বিভাগের স্থিতিনিবন্ধন এইরূপ রাজকোষের ব্যয়ের বিধান ব্যবস্থিত ছিল। রাজভৃত্যগণের কার্য্যপটুতা ও পারদর্শিত লক্ষিত হইলে—তাহদের বেতন-বৃদ্ধির ব্যবস্থাও হইত। সরকারী ৪৭ নৃপতিগণ সংগৃহীত রাজস্বের এক চৌথদ্বারা শাসনব্যয় নিম্পন্ন করিবার চেষ্টাই করিতেন। সে-কালে রাজগণ সঞ্চয়ুপ্রথা বেশ মানিয়া চলিতেন। কামদক র্তাহার নীতিদারে লিখিয়াছেন, কোষজ্ঞ ব্যক্তিগণ সেই কোষেরই প্রশংসা করিতেন যাহা প্রয়োজনীয় ব্যয় সহিতে পারিত—"ধৰ্ম্মার্জিত: ব্যয়-সহঃ কোব: কোধক্ত-সম্মতঃ"। কি কি উদ্বোশু কোষ-সঞ্চমের প্রয়োজন তাহার উল্লেখ করিতে যাইয়া তিনি আরও লিথিয়াছেন "ভৃত্যানাং ভরণং দানং ভূষণং বাহনক্রয় । স্থৈৰ্য্যং পরোপজাপশ্চ দুর্গসংস্কার এবচ । সেতুবন্ধ-বণিকুকৰ্ম্ম-প্রজামিত্রপরিগ্রহঃ । ধৰ্ম্মকৰ্ম্মার্থ-সিদ্ধিশ্চ কোৰাদেতৎ প্রবর্ততে । কোষ-মুলো হি রাজেতি প্রবাদ সাৰ্ব্বলৌকিকঃ এতং সৰ্ব্বং জহাতীহ কোযব্যসনবায় পঃ।” ( ১৪৩১-৩৩ ) উদ্ধত শ্লোকোক্ত বিষয়গুলির ব্যয়-বহন করিতে হইলে রাজকোষ সৰ্ব্বদাই নানারূপ ধনরত্বে পূর্ণ রাখিতে হইত ; এবং রাজকোষ পূর্ণ থাকিস্ত বলিয়াই সম্ভবতঃ রাজগণকে যুদ্ধবিগ্রহ কিম্ব জনসাধারণের যোগক্ষেমকর অন্ত কোনও আত্যায়িক কার্ধ্যের খরচ কুলাইবার জন্ত সরকারী-ঋণ ( Public debt) পদ্ধতির আশ্রয় লইয়া ধারে অর্থ সংগ্ৰহ করিয়া তাহার স্বদ দেওয়ার জন্য ও পরে মূলটাকার পরিশোধের জন্য রাজকোষের ব্যয় বৃদ্ধি করিতে ততটা বাধ্য হইতে হইত না। তবে আপদকালে বৃদ্ধি বা স্বদ দ্বারা অর্থগ্রহণ যে কতকটা বিধেয় ছিল, তাহা শুক্রাচাৰ্য্যও বলিয়াছেন, যথা—“ধণিকেভো ভূতিং দত্বা স্বাপৰ্ত্তেী তদ্ধনং হরেৎ। রাজা স্বাপৎসমুত্তীর্ণস্তং স্বং দস্তাং স্ববৃদ্ধিকম্ । (৪।২।১১) অর্থাৎ বিপদ উপস্থিত হইলে খনিকের নিকট হইতে বৃদ্ধিৰীকারে অর্থ সংগ্ৰহ করিয়া, পরে বিপদ হইতে উত্তীর্ণ হইলে তিনি তাহ স্বদ সহ পরিশোধ করিবেন। কিন্তু দণ্ড-লভ ত অর্থ ও ভাগধেয় ও শুষ্ক যদি নাও লাভ করেন,