পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] সংস্কৃত আকার ধারণ করিয়া ধন্ধ, ধদ্ধি কা ( "ধন্ধিকয় প্রবৃত্ত লোকঃ”—স্কারকুহু মাঞ্জলির হরিদাপটীকা ) । श्रू ००8, मैं उ न *प्मद्र मूण क ख ग व न ( স্বপ্রীত-প্রভূতিতে প্রসিদ্ধ ), পালি দস্ত পোন । পৃ ৬৬৪, উ জান (* উ দ্যা প ন); কিন্তু পালিতে পড়িয়াছি 電賓可可 1 পৃ-৬৬৩,"পে আত, পো ৷ তী, পৌ হ উী ।” মনে হয়, স্বনীতিবাবুর মতে ইহার বুৎপত্তি পো ত+আ ত+ই। স্থানান্তরে (জাতকের বঙ্গামুৰাদ-সমালোচনার ) বলিয়ছিলাম ইহার মুল প্র জ1 ৰ উী {গালি প জপ তী)। ইহার বিরূদ্ধে একটা প্রধান আপত্তি এই পরভূতিকা 8ፃፀ tष, यीकृष्ठ c*tषद्र -छो-8ांद्र -ों अथवा-लौ श्वांद्र कथा । ईशांब्र উত্তরে বলা ধাইতে পারে, তৃতীয় অক্ষরে ঝোক পড়ায় শব্দটি প অ! ব ভ হওয়ায় ঐক্কপ পধিবৰ্ত্তন হইতে পারে নাই। তুলনীয় স ব ভ < স পত্নী, মরাঠী সব র তা ; ম ত্তি মতি, স রসূ স ত্তী ( স র স্ব তী), পৃ ৭•২। পূ: ৬৯৯, খে। লস ও মুখস (অনেক স্থানে ধো লো স, মুখে স) শন্ধের বুৎপত্তি, পূজ্যপাদ দ্বিজেন্দ্রনাথ বলিতেন, যথাক্রমে স্থলি ত কো শ, ও মুখ কো শ ! এই গ্রন্থখানির বাঙলা অনুবাদ দেখিবার উৎসুক হইয়। থাকিলাম । ক্ষরিবেন । জন্ত আমর গ্রন্থকার ইহা দ্বারা বহু উপকার পরভৃতিক শ্রী সীতা দেবী

উঐ নদীটি নামে নদী হইলেও, তাহাতে গরমের সময় জল বৃড় দেখা যায় না। বালির চড়া প্রায় সমস্ত জায়গা জুড়িয়া পড়িয়া আছে, মাঝে কেবল সরু রূপার হারের মত একটি ক্ষীণ জলস্রোত ঝিকৃঝিকূ করিতেছে । গিরিধির বারগণ্ড পল্লীর যত মানুষ রোদ পড়িতে-না-পড়িতে এই নদীটির ধারে আসিয়া জোটে । বৃদ্ধ বৃদ্ধারা আসে স্বাস্থ্যের খাতিরে বায়ু সেবন করিতে, যুবক যুবতী বালক বালিকার আসে ফুৰ্বি করিতে। ছোট জলস্রোতটির মধ্যে নামিয়া পড়িয়া, জলের মধ্য দিয়া হাটিয়া যাওয়া একটা মস্ত আমোদ । তিন চারিটি বালক বালিকা সন্ধ্যার একটু পূৰ্ব্বে নদীয়ে নামিয়া মহা কোলাহল সহকারে খেলা করিতে আরম্ভ করিয়াছিল। তাহাদের শুামবর্ণ কচি কচি হাত-পা-গুলি জলের মধ্যে প্রবলবেগে সঞ্চালিত হইতেছিল। পরস্পরের গায়ে জল আর ভিজা বালি ছুড়িয়া মারা ছিল তাহাদের খেলার প্রধান অঙ্গ। বালক ছুটি একেবারে বেপরোয় হইয়া খেলায় মাতিয়াছিল । বালিকাছুটি খেলায় ধোগ দিলেও যাহাতে কাপড়-চোপড় একেবারে না ভিজিয়া যায়, এবং মাথার চুলের চেয়ে বালির পরিমাণ বেশী না হয়, সেদিকে লক্ষ্য রাখিবারও একটু একটু চেষ্টা করিতেছিল।

      • V )

সা স্ক্য স্বৰ্য্যালোক যখন ক্রমে মিডিয়া আসিল, বালির চর, জল ও দুইতীরের গাছপালার উপর হইতে রক্তাভ আলো মুছিয়া গিয়া, ক্রমে কালিমার অবগুণ্ঠন নামিয় আসিতে লাগিল, তখন চরের উপর উপবিষ্ট একটি তরুণী ডাকিয়া বলিল, “লীলা, বেলা, শিগগির উঠে এস জল থেকে। একেবারে আঁধার হ’য়ে এল, এরপর বাড়ী গিয়ে তোমাদের মায়ের কাছে খুব বকুনি খাবে।” ছোট মেয়ে দুটি শাড়ীর প্রাস্ত হইতে জল নিঙ ড্রাইয়৷ ফেলিয়া, চুল ঝাড়িয়া জল হইতে উঠিবার জোগাড় দেখিতে লাগিল। ছেলে দুটি উঠিবার কোনে লক্ষণ দেখাইল না, দ্বিগুণ উৎসাহে মস্ত বড় বড় বালির গোল পাকাইয়া সকলের গায়ে ছুড়িতে লাগিল । সব ছোট মেয়েটি তাহাদের সহিত অঁাটিয়া উঠিতে না পারিয়া শেষে কঁাদ-কঁাদ গলায় বলিয়া উঠিল,“মালিম, দেখ পঞ্চু একেবারে আমার চোখ কানা ক’রে দিচ্ছে, শোনে না। ” যে যুবতীটি তাহাদের জল হইতে উঠিবার জন্য ডাক দিভেছিল, সে এই বার সঙ্গিনীর সঙ্গে গল্প ছাড়িয়া উঠিয়৷ পড়িল । জলের ধারে আলিয়া, ছোট মেয়েটির হাত ধরিয়া বলিল, “উঠে আয়, ভিজে একেবারে ভূত হয়ে গেছিল বে। পং, তুমি ওর চোখে বালি দিছে নেন।" . বারণ করলেও,