পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেঘ সম্বন্ধে মানুষের মনে রহস্তৃেত্ব অস্ত নেই ; স্বষ্টির আমি প্রাতে সুখপ্পাত মানবশিশু চকিতে একদিন বর্ষার ঘনঘটা দেখে কি ভেবেছিল জানি না, কিন্তু মহিষ যেদিন আপনাকে প্রকাশ করবার ভাব পেল সে দিন হ’তে আজ পর্যন্ত এই মেঘ নিয়ে অনেক কবিতা ও কাব্য সে ক’রে

সির্স মেঘ" " " -

"ওই চেয়ে দেখ, যেমন করিছে খেল৷ ‘. メ বায়ুতে বৃষ্টিতে, খামবুর্ধ হানিতেছে, ' ' ' ' নিমেষে সহস্র ধর বায়ুপূষ্ট পরে—" * * * + ' ' ' ' তবু সে দুষ্ঠ মুগ মান্তিয় বেড়ায় । - * * .w}*ہی يُهَا tagسیمنسٹ"}, · “w - - - . . . . ; *:::so ۱: ۴۰ و * .. --রবীন্দ্রনাথ এসেছে। আমাদের দেশের ঋগ্‌বেদেই নাকি সৰ্ব্বপ্রথম মাহুষের মনের কথা লিপিৱদ্ধ হয়েছে। এই গুগন্মের মেঘের বন্দন আছে: : এই রক্ষন থেকে 'মেম্বলম্বন্ধে আদিমানষের মনোভাব জামরা কতকটা কল্পনা ক’রে নিভে পারি। আশ্চর্ঘ্যের বিষয় এই যে, বিজ্ঞাম ও সভ্যতার উড়ি বেৎযোদ্ধ মনে মনোভাব গ্রী ## সেই মই আছে। সেখানে ট্রেন্থেপঞ্জ ੇ দেওয়া হয়েছে।,"ঙ্ক অর্থে, বুট্রর মেঘ ও তাহার দেবতা।. তাছার আকৃতি গাভীর পালান বা কোয+ৰ------ אזין - ; ; זוץן:s;" ঐ কেদারনাথ চট্টোপাধ্যায় ও শ্রী সজনীকান্ত দাস জলের দৃতি অর্থাৎ মোশকের ন্যায় (৫৮৩৮-৯ ; ৭১•১ ৪ ) । তিনি বৃষরূপী (৫৮৩১ ) । তিনি ওষধি ও পৃথিবীকে বীর্ধ্যবর্তী করেন। তিনি রথে পরিভ্রমণ করিতে করিতে জলভরা মোশকের মুখ খুলিয়া নিম্নে জলবর্ষণ করেন ; বিদ্যুৎ ও বজ্ৰ তাহার সঙ্গে বিচরণ করে। তিনি উদ্ভিদ-পোষক ও পশু-পোষক।•••••-পৰ্জস্যদ্বারা উদ্বোধিত হইয়৷ ভেকগণ রব করে ( ৭৷১০৩৷১১ ) ।” [ বেদবাণী-চারু বন্দ্যোপাধ্যায় ] ঋগ বেদের ৫ মণ্ডল ৮৩ সুক্তে পর্জন্তের যে বর্ণনা অাছে নিম্নে তাহার অংশবিশেবের অম্বুবাদ দেওয়া হ’ল— ...বৃষের মত সেই আরাবে হুঙ্কারি’ ছুটিয়া ধেয়ে যায় বরষি’ জঙ্গ— সে জল শক্তির আধার ও মূৰ্ত্তি, গর্ত লভে তায় ওষধি लज । × 来 来 •* রথী সে কশাঘাতে যেমন প্রশাসিয়া অশ্বে দ্রুত পথে চালায়ে ধায়, এই এ নভোদেব তেমনি লয়ে যান সলিলদায়ী দূতে প্রবল বায় ; আকাশ আবরিয়া যখন তিনি ঘন করেন বর্ষার অন্ধকার তখন চৌদিকে ফুকারি’ উঠে যেন সিংহগর্জন বারম্বার। 弹 豪 事 শদ্ধ কর মেঘ, তোল হে হুঙ্কার, ধরার গর্ভে জাগুক প্রাণ, চড়িয়া জগরথে এস হে ঘুরি’ ঘুরি" বেড়াও চৌদিকে - - x -s, - শক্তিমান, সলিল-ভরা যেই মোশক রহে তব বাঁধন খুলি কর নিম্নমুখ, অঝোর জুলার সমান করি ও উচ্চ নীচ সবহে জলभूु !