পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] আলোকিত বারিধির বক্ষ হতে গোধূলি-বেলায় অস্তগামী স্থধ্য ফেলে তৃষাতুর আতপ্ত নিঃশ্বাস ; স্বদুর অম্বর হতে ধীরে ধবে নামে এ ধরায়— শব-আচ্ছাদন সম সায়াহ্নের আরক্তিম বাস । গুটাইয়া ডানা মোর অভ্ৰভেদী গিরির চূড়ায় কপোত-মাতার মত ঝিমাইয়া ক্লান্তি করি নাশ। স্বম্বরী রজতময়ী ভাস্কর-প্রতিমা অলকার— মর্ত্যের মামুষে যারে নাম দিল জ্যোৎস্বাময়ী শশী, আমার অঙ্গন-তলে নৃত্য করে অতি লঘুভার— নিশি-বায়ু বিস্তারিত শুভ্ৰ মেঘ উঠে যে উল্লসি’— ছেড়ে আস্তরণ যবে নি:শব্দ সে চরণ প্রহারে— নৃত্য-শস্ব শুনিবারে পায় বুঝি স্বর্গের অঙ্গরী ; আবরণ খুলে যায় ছিন্ন পথে ভয়ে উকি মারে চাদের পশ্চাতে রহি কুতুহলী তারকাস্বম্বরী ; আমি ছুটে যাই বেগে পিছে তার করে গুঞ্জরণছুটে যায় পুঞ্জে পুঞ্জে যেন স্বর্ণ-ভ্রমরের দল ; বিস্তারিয়া চলি আমি ছিন্ন-মেঘ নভ-জালায়ন— ক্রমে মনে হয় যেন বারিধি, সায়র, নদীজল, ছিদ্ৰ-পথে খসে-পড়া খণ্ড খণ্ড সুনীল গগন— চন্দ্র তার প্রতিবিম্ব তারি মাঝে শোভিছে চঞ্চল। রবি-সিংহাসনে আমি ঘিরি কভু আগুন-শোভায়— শশীরে ঘিরিয়া রাখি ঝলমল দীপ্ত মুক্তাহারে ; মোর গাত্রবাস যবে খুলে যায় প্রবল বাত্যায়— অগ্নি-গিরি-শ্রাব স্নান, তার কাপে প্রচণ্ড প্রহারে । আমি রচি উচ্চসেতু বারিধির একুলে ওকুলে, উত্তাল তরঙ্গ নিম্নে করে যবে উন্মত্ত নৰ্ত্তন— নিরন্তু, সে চন্দ্ৰাতপ রবিকর নাহি পশে ভুলে, স্তম্ভরূপী শৈলমাল উচ্চে করে আমারে ধারণ। লক্ষরঙে রঞ্জিত সে বিজয়-তোয়ণ-দ্বার দিয়া আমি ছুটে যাই বেগে সঙ্গী মোর হিম অগ্নি ঝড় ; পবনের শক্তি যবে মিলে মোর সঙ্গেতে আসিয়া স্বধ্য অগ্নিচক্র উৰ্দ্ধে বিচ্ছুরিত করে স্নিগ্ধ কর— রঙে রঙে সে তোরণ দীপ্ত হালি উঠে ষে হাসিয়া বৃষ্টিস্বাত ধরা নীচেহান্ত করে অপূৰ্ব্ব স্থম্বর। করোনা বা মুকুট মেঘ রবি-সিংহাসনে আমি ঘিরি কভু আগুন শোভায়,--- শশীরে ঘিরিয়। রাথি ঝলমল দীপ্তমুক্তাহারে । মাটি ও জলের কন্যা মেঘ আমি হাস্তলাস্যময়— উৰ্দ্ধ নীল আকাশের আমি প্রিয় পালিত-কুমারী, বৃষ্টিরূপে মুত্তিক ও বারিধির রন্থে, পাই লয়, নাহিক বিনাশ মম আমি শুধু বহুরূপধারী। বৃষ্টি অবসানে যবে নিষ্কলঙ্ক সুনীল গগন— দিগন্ত প্রাঙ্গণতল দিকে দিকে বাধাবদ্ধহারা ; উৰ্দ্ধে শূন্য নীলাম্বর চন্দ্রীডপ করে বিরচন, শাস্ত সমীরণ আর দীপ্তকায় রবিরশ্মিধারা। আমি হাসি সকৌতুকে আপন সমাধি-স্তম্ভ পরে,— সদ্যজাত শিশু কিম্বা কবরের প্রেতমূৰ্ত্তিসম সলিল-গহবর হতে পুন: উঠি স্বনীল অম্বরেভাঙি নীল চন্দ্ৰাতপ জারবার, উল্লাসে নিৰ্ম্মম।