পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আষাঢ়-শেষে শ্ৰী হেমচন্দ্র বাগচী তরুণ আষাঢ় আজি ফিরে যায় কাদিয়া কাদিয়া ভগ্ন প্রাণে পুখ মেঘ-উপহার লয়ে ! শুধু হায় এনেছিল ব’য়ে নবীন আশার বাণী, তাই গেল নীরবে কহিয়া রজনীগন্ধার কাণে যুথিকার মৃদ্ধ পরিমলে। কণ্টকিত কেয়ী-বনে, পল্পবিত ভূইচাপালে। আর কা’র লাগি’ এনেছিল কোন অর্ঘ্য স্থদুরের মায়াপুরী হতে, স্বপিঙ্গল ঘন কেশে তীব্র হেসে ব্যাকুল মরতে, কেহ নাহি জানে। তাই সে বিরাগী সঞ্চিত বেদন তা’র দিল মেঘে, দিল বরিষণে, পুষ্পিত কদম্ব-তলে, পরিমান রেণুপরশনে । আজি তা’র যাত্রা-পথে ঘন ঘন বাজিছে মাদল ; - .विश्वशेौद्र शि দান্থীর উচ্চ রোলে ব্যথাঘন বরবা-নিশীথে, ৰিদায়-পথিকে नि ঘন অৰ-বাষ্প-উপহার । , - আজি তাই রিযঞ্জ আবাঢ় বিদায়-বেদন-ভরে সকরুণ গীতে, এাবণ-সখারে তার ডাকি' দিল সৃজিত সভায় । তা’র পরে ধীরে ধীরে মাগি নিল প্রশান্ত-বিদায়। কোথায় সে কতদূর শুভ্রশীর্ষ হিমান্ত্রির শিরে— উত্তরের পথে, সঙ্গহীন দীর্ঘশ্বাসে কামচারী পুঞ্জ মেধরথে, আষাঢ় চলিল ফিরে নয়নাঞ্চনীরে, পূজিত বেদন বহি রিক্ত দীন বিরহীর বেশে, x আজি তার বিদায়ের আয়োজন-শেবে, ८कश् नांझे उ५ोंदॉब्र ;হে বিরহী তরুণ আবাঢ়, আজি মোরে কহ ধীরে, • কা’র লাগি চলিয়াছ ফিরে তপস্তার আয়োজনে বিদ্যুতের বfকুজালা বহি’— হে কিশোর মিত্র মোর, যাও মোরে কহি’ ! কোথায় সে প্রিয় ভব, যা’র লাগি চলিয়াছ খুজি’ দেশ হ’তে দেশাস্তরে, নদীগিরি কন্দর লঙ্ঘিয় । অঙ্ক-বাম্পে শূন্যতল ভরি’, আতুর বনজ-বায়ু নবপুষ্প-সৌরভ আহরি’ তোমার ধুসর-কেশে মান হেসে দিল স্বরভিয়া ! বিমুগ্ধা প্রিয়ার লাগি বলিয়াছ আজি তাই বুঝি— দূরে দূরে ঘুরে মরি' ক্লান্ত-কায়ে আঁখিজলধারে । গাবিয়া পৰ্ব্বত-নদী তৰু হায় দেখা হ’ল নারে । হে চির-তরুণ বন্ধু, আজি তব বিদায়ের দিনে, চাহি দূর ছায়া-মান খামল বিপিনে, বিরহ-ছায়ায় মোর ভরি’ উঠে সকল অস্তর। শ্রাবণ আসিছে জানি ভরি’ নদ-কাস্তার-প্রান্তর দিশে দিশে কলরোল তুলি' নীপশাখা নীরবে আকুলি’ আজিকে চলিলে তুমি বারিসিক্ত বনবীথি দিয়া . . . . মন্থর গমনে, বহি’ মনে মনে - ব্যাকুল চিন্তার ভার, রহি রহি কাদিয়া কাদিয়া . . বোনার দীর্ঘশ্বাসে নিখিলে চিত্ত আকুলিয়া

  • পরিচয়ে, নিষ্ঠুর মতি লাগি কিল্লেখ নকৰাই ল’য়ে।

ങ്ങജ്ജ് بيب: