পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

QQ8 প্রবাসী-শ্রাবণ, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড ك2ستگیی۔ (Z ހރ ި تر به التي খৃঃ দ্বাদশ শতাব্দীর উড়িষ্যার হস্ত ও পদের গহন। স্বর্ণালঙ্কার নির্মাণ-চতুর্থ ও চারু-পরিকল্পনার (elegance in design) অত্যুৎকৃষ্ট নিদর্শন ও বাধা সহ করিতে হয় । কারণ, সে সকল দেশে অল্প শিক্ষা বা বিরুত শিক্ষা যুক্ত “সবজাস্তার” সংখ্যা এদেশ অপেক্ষা শতগুণ অধিক । কিন্তু সে সকল দেশের সৌভাগ্য এই যে, যে সকল জ্ঞানী এইরূপ পথ-প্রদর্শন-ত্ৰত ধারণ করেন, তাহাদের মধ্যে প্রায়ই প্রকৃত জ্ঞান-সম্পন্ন, সুদক্ষ, নিৰ্ভীক ও অমিততেজা ব্যক্তি নেতৃপদ ধারণ করেন । সুতরাং জনসাধারণের অন্ধ মত যতই প্রবল হউক, তাহাকে আক্রমণ ও অভিভূত করা তাহাদের শক্তির অসাধ্য হয় না । এ অভাগ দেশে যাহার জ্ঞানের লেশমাত্রও আছে, তাহার হয় উৎসাহের অভাব, নয় আয়াসকাতরতা ঘটে। সুতরাং এদেশে আছে কেবলমাত্র হয় পাশ্চাত্যের অন্ধ ও ততোধিক অনিপুণ অনুকরণ, ফলে কিভূত-কিমাকারের • জন্ম—নহিলে অতীত রীতির (রূপরস বা কলাকৌশলের নছে) সমাধিমন্দিরধ্বংসস্তুপের পূজারূপ “কবর পরস্তি।” জাগ্রত রূপরসজ্ঞানের বিবয়ে এদেশের নিজস্ব যাহা কিছু অতীতে ছিল, তাহা লুপ্তপ্রায়, নূতনের ক্ষীণ আভাস খৃঃ দশম শতাব্দীর বাইজান্টীয় §ol (Byzantine) মাত্র পাওয়া যাইতেছে। ইংলগুেও বিগত শতাব্দীর পূৰ্ব্বাৰ্দ্ধ পৰ্য্যন্ত তিন শতাব্দী ব্যাপী এইরূপ জড়ভাব ছিল। চিত্রকলায় ইটালীর অন্ধ অনুকরণ এবং অখ্যান্য শিল্পে ও ললিতকলায় ইয়োরোপের নানা দেশের—বিশেষে ফ্রান্সের ও অষ্টিয়ার-অনুকরণই শ্রেষ্ঠ পন্থ। বলিয়া গণ্য क्ष्हेऊ । এই জড়তা ও মৌলিকত্বের অভাবের বিরুদ্ধে গত শতাব্দীর শেষে ঐ দেশের কয়েকজন মনীষী ব্যক্তি যুদ্ধ ঘোবণ করেন। তন্মধ্যে সৰ্ব্বাগ্রে জন রস্কিনের নাম করা উচিত। ইহার অক্লাস্ত প্রয়াস, তীব্র ও নিভীক সমালোচনা এবং রূপরসজ্ঞানে অগ্রসর হওয়ার পথ প্রদর্শনের ফলে ঐ দেশে লোকমত জাগ্রত হয়। রস্কিনের পরেই উইলিয়াম মরিস, দান্তে গাত্রিয়েল রসেটি, এডওয়ার্ড বরন জোনস, মিলে, এই কয়জনের নাম উল্লেখ করা উচিত। মরিস অক্সফোর্ডে ছাত্রাবস্থাতেই এক ভ্রাতৃমণ্ডল (P re-Raphaelite Brotherhood) on on, story উদ্দেশু ছিল ললিতকলা ও শিল্পে মৌলিকত্বের অনুশীলন।