পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকের চিঠি (సిరి অামাজোন জাহাজের ডকে দণ্ডায়মান প্রবাসী-সম্পাদক নিষেধ করিয়া দেওয়ার পরে কেবল তাহাদিগকে দূর হইতে কোন কোন দিন নমস্কার করিতে পারিতাম, কথাবাৰ্ত্ত আর হইত না । জাহাজে আমি কিরূপ নিঃসঙ্গ ছিলাম, মানসিক অবস্থা কিরূপ হইয়াছিল,তাহ আগেই একবার প্রবাসীর বিবিধ প্রসঙ্গে লিখিয়াছি। পুনরুক্তি অনাবশ্যক। ফ্রেঞ্চ জাহাজটিতে খাইবার ঘরে বা অন্যত্র বিন্দুমাত্রও জাতিভেদ বর্ণভেদ ছিল না, এইটি উহার প্রশংসার কথা। অন্যান্ত বিষয়ে উহার কোন উৎকর্ষ দেখি নাই। আমার কামরায় ষে ফরাসী ভদ্রলোকটি ছিলেন, তিনি সৈনিক কৰ্ম্মচারী। বেশ ভয় । ইংরেজী কথার মধ্যে জানেন ফিনিশ।’ আহারের সময় নিস্ত্রার সময় ইত্যাদি সম্বন্ধে ও অন্যান্ত সাধারণ কোন কোন বিষয়ে জামাদের ইঙ্গিতে ইসারায় *ांtब्रt*ांtब्र कथा श्हेछ । श्रांभि छांश८छ ७ ड्रेऍrब्रांश्रृं «दांगकां८ण निम्नभि७ छांब्रद्रौ निषि नाहे, छू डिब्र निtमग्न मांभांछ छ् ७क$1 कर्ष লেখা আছে, আর সমস্ত স্মৃতি হইতে লিখিতে হইয়াছে । छांद्भद्रौ ब्रॉथिएज खांज कब्रिाऊiभ ॥: "bג-"tף জাহাজে একজন জাপানী যাত্রীর চালচলন বেশ মজার লাগিয়াছিল। লোকটি ইংরেজী ও ফরাসী বলিতে পারে। পুরুষ ও স্ত্রীলোক উভয় রকমের যাত্রীদের সঙ্গেই নিজে উদ্যোগী হইয়া আলাপ পরিচয় করিতেছিল । কথাবাৰ্ত্তা যে খুব গুরুতর বিষয়ে তাও নয়। একদিন এক ইংরেজীভাষিণী স্ত্রীলোককে নিজের পোষাকের কাপড়টা যে কত টেকসই তাই বলিতেছিল। লোকটি কিন্তু খাটি ইউরোপীয় নহে এরূপ কাহারও সঙ্গে কথা বলিতেছিল না । ডেকে আমার সঙ্গে একই বেঞ্চীতে কোন কোন দিন দীর্ঘকাল বসিয়াছিল, কিন্তু একবারও আমার সঙ্গে কথা বলে নাই। এ গেল জিনিষটার একটা দিকৃ। অন্যদিকে, আমি নিজে নিজেকে জিজ্ঞাসা করিয়াছিলাম, পরাধীন দেশের লোকের সঙ্গে কেন লোকে যাচিয়া আলাপ করিবে ? এক চীনদেশীয় যাত্রী আপন হইতে আমার সহিত কথাবাৰ্ত্তা জুড়িয়াছিল, কিন্তু তাহার উচ্চারণ এমন, যে, আমি কষ্টে তাহার বক্তব্য বুঝিতে পারিয়াছিলাম । তাহার কাছে এই একটা নূতন ঐতিহাসিক সংবাদ শুনিলাম, যে, ১৩৩ বৎসর আগে পর্যন্ত ভারতবর্ষ চীনের ' অধীন ছিল, তাহার পর ইংলণ্ডের অধীন হইয়াছে ! এইরূপ ঐতিহাসিকঙ্কানসম্পন্ন লোক চীনে আরও আছে কি ? কষ্টে অtঠারটা দিন কাটাইয়া শেষে কলোম্বোর কাছাকাছি আসিলাম। যেদিন প্রাতে কলোম্বে পৌছিব তার আগের রাত্রে গভীর অন্ধকার থাকিতে থাকিতে উঠিলাম। ঘুম সাধারণতঃ ভাল করিয়া হইত না, কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটা পৰ্য্যস্ত শুইয়া থাকিতাম ও তাহার পর স্বান করিতে যাইতাম। কলম্বো পৌছিবার দিন কিন্তু অনেক রাত্রি থাকিতে শষ্যাভ্যাগ করিলাম । বাহিরে আসিয়া দূরে আলোকমালা দেখিয়া বুঝিলাম, সিংহলের নিকটে জাসিয়াছি । ভাঙার কাছে জাসিয়াছি, অশ্বেত মাছুষের দেশের নিকটবর্তী হইয়াছি, ভাবিয়া বড় জানন্দ হইল। তাড়াতাড়ি প্ৰাত:কৃত্য সমাপন করিয়া পোষাক জাটির বাহিরে প্রতীক্ষা করিতে লাগিলাম, কখন জাহাজ ৰঙ্গরে লাগিযে, কখন ডাক্তারের