পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やめ。 প্রবাসী—শ্রোবণ, ১৪৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড ইস্কুলগুলিকে ষেশী করিয়৷ সাহায্য দিয়া বঁাচাইয়া রাখা উচিত। তfহার আরও একট। কারণ এই, ষে, পল্লীগ্রামসকলের লোকদের অবস্থা এরূপ নহে, যে, তাহার। অনেক টাকা খরচ করিয়া শিক্ষার জন্য সহরে ছেলে পাঠাইতে পারিবে। ছোট ইস্কুলগুলিতে সৰ্ব্বসাধারণের, বিশেষতঃ ধনী লোকদের, সাহায্য করা কর্তব্য। ইলসোবা-মোগুলাই স্কুলের ছাত্রদের স্বাস্থ্য ভাল বোধ হইল না। ম্যালেরিয়াগ্রস্ত জায়গায় বালকবালিকাদের স্বাস্থ্য তাল রাখা কঠিন । কিন্তু নিরাশ হইয়া হাল ছাড়িয়া দিলে ত চলিবে না । তাহাদের স্বাস্থ্য ভাল করিয়া তাহাদিগকে শক্তিমান করিবার জন্য সকল রকম চেষ্টা করিতে হইবে । তাহার কিছু চেষ্টা আছে দেখিলাম ;-ম্যালেরিয়ানিবারিণী সমিতি একটি অাছে। ইলসোব-মোগুলাই যাওয়ার কিছুদিন পরে আমি রাজশাহী জেলার নওগাঁ গিয়াছিলাম। তথাকার যুবকসমিতির বার্ষিক উৎসষ উপলক্ষ্যে, সেখানকার বাসিন্দ। হাইকোর্টের উকীল শ্ৰীযুক্ত গিরিজামোহন সায়্যাল মহাশয় আমাকে লইয়া গিয়াছিলেন। নওগাঁ জায়গাটি ছোট,কিন্তু অনেকগুলি ব্যাঙ্ক আছে। ইহার রাস্তাগুলি বর্ষায় নিশ্চয়ই খুব খারাপ হয় । রাস্ত ভাল করা এবং রাস্তায় ভাল করিয়া অালো দেওয়া দরকার। শুনিলাম, ইহার সমৃদ্ধির প্রধান কারণ গাজার চাষ ও ব্যবসা। গাজা একটা নেশা, কিন্তু ঔষধেও কাজে লাগে। সুতরাং যদি কখনও এদেশে সৌভাগ্যক্রমে কেবল ঔষধ ও বৈজ্ঞানিক ব্যবহার ছাড়া অন্ত উদ্দেশ্যে সকল রকম নেশার জিনিষ উৎপাদন ও বিক্ৰী নিষিদ্ধ হয়, তখনও গাজা কাজে লাগিবে এবং নওগাঁ। একেবারে গরীব হইয়া যাইবে না। অন্ত চাষও এখানে খুব আছে। জমী খুব উর্বর। নওগাঁয়ে একটি জিনিষ দেখিয়া খুব আনন্দ হইল। এখানে হিন্দুমুসলমান যুবকর এক সঙ্গে মিলিয়া দেশহিতকর কাজ করেন । সমিতির উৎসব উপলক্ষ্যে যে একটি মহাভারতীয় নাটকের অভিনয় হইয়াছিল, তাহাতে সমিতির উৎসাহী ও কর্মিষ্ঠ সহকারী সম্পাদক ক্রমান শাহজাহান কবীর যুধিষ্ঠির সাজিয়াছিলেন। অন্ত কয়েকজন অভিনেতার মত ইহারও অভিনয় বেশ श्हेग्रांछ्णि । शैशंद्र ७क खांदे वैयान् श्याबून कदौद्र উদীয়মান লেখক ও কবি, বি-এ পরীক্ষায় ইংরেজী সাহিত্যে প্রথম স্থান অধিকার করিয়াছিলেন। যুবকসমিতি ব্যায়াম, সাহিত্যচর্চ, বালিকাদিগকে সঙ্গীত শিক্ষা দেওয়া, অভিনয়, আবৃত্তি, রোগীর সেবা ও অন্ত প্রকারে লোকহিতসাধন প্রভৃতি নানা কাজে হাত দিয়াছেন। এখানে গিরিজামোহন বাবুর পিতার নামে প্যারীমোহন বালিকাবিদ্যালয়, প্যারীমোহন টাউন হল ও লাইজেরী, প্রভৃতি আছে। বালিকাবিদ্যালয়টির বিশেষত্ব এই, যে, ইহার পরিচালকগণ সরকারী সাহায্য গ্রহণ করেন না, বিনাবেতনে হিন্দুমুসলমান সব সম্প্রদায়ের বালিকাদিগকে শিক্ষা দেন, এবং উভয় সম্প্রদায়েরই ধর্ণশিক্ষার ব্যবস্থা আছে। বাংলাদেশের অনেক জায়গায়, এমন কি শাস্তি নিকেতনেও দেখিয়াছি, ভাল আবৃত্তি করিতে পারে এরূপ বালকবালিকার সংখ্যা কম । সেইজন্ত নওগাতে তিনটি বালিকাকে অপেক্ষাকৃত ভাল আবৃত্তি করিতে শুনিয়া সন্তোষ লাভ করিয়াছিলাম। এখানে মহিল ও বালিকাদের শিল্পপ্রদর্শনীটিও বেশ লাগিল। নওগাঁতে আর একটি ভাল জিনিষ দেখিলাম, নিকটবর্তী বলিহারের জমাদার শ্ৰীযুক্ত বিমলেন্দু রায় ও মহাদেবপুরের জমাদার ঐযুক্ত নারায়ণচন্দ্র চৌধুরী সকল জনহিতকর কাজে যোগ দেন, কলিকাতায় বসবাস করিয়৷ আমোদপ্রমোদে টাকা উড়ান অপেক্ষা নিজ নিজ গ্রামে প্রজাদের মধ্যে বাস করাই শ্রেয় মনে করেন । আমি এক দিন বলিহার গিয়াছিলাম, এবং অকুরুদ্ধ হইয়৷ কিছু বলিয়াছিলাম। বলিহার যাইবার রাস্ত ভাল নয়। ইহার উন্নতি হওয়া আবশুক । কিন্তু সৰ্ব্বাপেক্ষ খারাপ সরকারী রাস্ত যাহা আমি এ পর্য্যস্ত দেখিয়াছি, তাহ পদ্মা পার হইয়া আরিচাঘাট হইতে মাণিকগঞ্জ যাইবার রাস্ত। তাহার বর্ণন পরে করিতেছি। নওগার পর আমি মাণিকগঞ্জের সাহিত্যসভার বার্ষিক উৎসবে গিয়াছিলাম। সেখানে প্রমান কালিদাস নাগ লণ্ঠনসহযোগে ছবি দেখাইয়া বৃহত্তর ভারত সম্বন্ধে বক্তৃতা করিয়াছিলেন। মাণিকগঞ্জ জায়গাটি ছোট, কিন্তু শিক্ষিত লোক অনেক আছেন। দুঃখের বিষয়, আমি কেবল রাত্রিসমেত ঘণ্ট। ত্রিশ ছিলাম বলিয়া অধিকাংশের সহিত আলাপ পরিচয় করিতে পারি নাই। এখানেও সাহিত্যোৎসাহ বেশ আছে। আমি তথাকার সাহিত্যোৎসাহী লোকদিগকে একটি ছোট মাসিক কাগজ চালাইবার পরামর্শ দিয়াছিলাম। বার্ষিক মূল্য একটাকা রাখিয়া আকুমানিক চারিশত গ্রাহক পাইলেই ইহা চলিতে পারিবে। যেসব পুরাতন জিনিষের সংগ্ৰহ, যেমন অপ্রকাশিত গান, ছড়া, গাথা প্রভূতি, কেবল গ্রামের লোকেদের দ্বারাই হইতে পারে, তাহা সংগ্রহ ও প্রকাশ করিবার দিকে বেশী নজর দেওয়৷ এইরূপ মাসিকের পরিচালকদের কর্তব্য। তাছা ছাড়া, সাধারণতঃ মাসিকপত্রে যাহা থাকে, তাহাও থাকিবে । মাণিকগঞ্জে ঐতিহাসিক vরজনীকান্ত গুপ্তের বাড়ী। তা ছাড়া অধ্যাপক দীনেশচন্দ্র সেনেরও উহার সহিত সম্পর্ক আছে। স্বতরাং মাণিকগঞ্জনিবাসীদের সাহিত্যসেবার নদীর আছে বলিতে হইবে । বিনানজীরেও অবগু সাহিত্যসেবা করা চলে । ব্যাস বাল্মীকি কালিদাস ভবভূতির কোন পূৰ্ব্বপুরুত্ব বা