পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা


م. ---

প্রতিবেশী সাহিত্যিক ছিলেন বলিয়া জানা নাই । শেক্সপীস্কুরের পূর্বপুরুবদের কেহ কখন কোন বহি লেখেন নাই। মানিকগঞ্জের সভার দুই অধিবেশনে একটি ছোট মেয়ে গান করিয়াছিল । শুনিলাম, এত ছোট মেয়ে সভায় গান করাতেও তথাকার কতকগুলি লোক অসন্তুষ্ট হইয়াছেন ও প্রতিকুল সমালোচনা করিয়াছেন ! নওগাঁ এবিষয়ে ভাল। সেখানে অপেক্ষাকৃত অধিক বয়সের সম্রাস্ত হিন্দুবাড়ীর বালিকার আবৃত্তি করিয়াছিল এবং কেহ কেহ সঙ্গীত-প্রতিযোগিতাতেও যোগ দিয়াছিল। আরিচাঘাট হইতে মাণিকগঞ্জ ষোল মাইল পথ। যাইবার দিন কোনপ্রকারে মোটর বাস চলিয়াছিল ও তাহাতে ঘণ্টা-দুই আড়াই লাগিয়াছিল। যে দিন মানিকগঞ্জ হইতে আসি, সে দিন খুব বৃষ্টি হইতেছিল। এইজন্য তথাকার বন্ধুণ আমাদিগকে রওনা হইতে দিতে খুব অনিচ্ছুক ছিলেন। কিন্তু আমাদের বিশেষ জরুরী কাজ থাকায় আসিতেই হইল। মোটর চলিবে না বলিয়া একথান ঘোড়ার গাড়ী ভাড়া লণ্ডয়া হয়। র্যাহার। আমাদের ধাতায়াতের বন্দোবস্ত করিয়াছিলেন, তাহার। যথাসাধ্য সব রকম সুবন্দোবস্ত করিয়াছিলেন। কিন্তু মেঘের উপর তাহাদের কর্তৃত্ব ছিল না, এবং রাস্ত। ভাল করা ও রাখার মালিকও তাহার। নহেন। রাস্তায় ৭৮ জায়গায় আমাদিগকে গাড়ী হইতে নামিয়া আধ মাইল সিকি মাইল করিয়া খালি পায়ে কাদায় হঁটিতে হইয়াছিল, এবং মধ্যে মধে। রাস্ত অপেক্ষা তাহার নীচের মাঠ ভাল থাকায় গাড়োয়ান গাড়ী মাঠে নামাইয়া এক আধ মাইল করিয়া হাকাইয়াছিল । বৃষ্টিতে কতকটা ভিজিয়া যাওয়া, এবং প্রায় দেওয়ালের মত খাড়া সাকোয় উঠ ও তাহা হইতে নামার সময় গাড়ীতে বসিয়া অনিচ্ছাকৃত কুস্তি করা বহু স্থানে ঘটিয়াছিল। এই প্রকারে অনুন পাচ ঘণ্টায় ষোল মাইল পথ অতিক্রম করিয়া আরিচাঘাটে পৌছি। সেখানে পায়ের কাদা ধুইতে আমাদের এক একজনের দুই দুই ছোট বাস্তি জল লাগিয়াছিল। ডিষ্ট্রিক্ট বোর্ডের সভ্যের,লোক্যাল বোর্ডের সভ্যের, ডিষ্ট্রিক্ট এঞ্জিনীয়ার, বা অন্ত ষে কেহ এই রাস্তাটি ভাল অবস্থায় রাখিবার জন্ত দায়ী, তাহাকে বা র্তাহাদিগকে মানিকগঞ্জের এই রাস্তায় গাড়ী টানিতে বা গাড়ী ঠেলিতে বঙ্গিলে তাহদের মত মহামান্ত ব্যক্তিদের অপমান করা হইবে , ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয়ের নাম এ প্রসঙ্গে করি, এমন বেয়াদবী ত আমার নাই-ই। কিন্তু তাহার। যদি বর্ষার দিনে এক একবার এই রাস্তায় বাষ্পীয় যান অশ্বধানাদিতে আরোহণপূর্বক সফর করেন, তাহা হইলে আশা করা शाञ्च, ८६, ॐाशद्रमृद्ध 8*जिक शफ़ क'थांना यांखि थांकि८ड *ifनि । ब्%ि, चiषाद्मि बitछ्, ५२९ षांश्छद्मि वेिवब्र AAAAAA AAAA AAASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS বিবিধ প্রসঙ্গ—মফঃস্বলের দুইচার কথা SMMMMSMMMJJJJJAAJJSASAJJAAASA SAASAASAASAA MAMMAJJAMS ᏔᎼᏜ কোন পীড়া হয় নাই । আরিচাঘাটে পারের জাহাজ অনেক দেরীতে আসায় আমরা পার হইতে পারিয়াছিলাম । যাইবার সময় ও আসিবার সময় আরিচাঘাটে শ্ৰীযুক্ত কিরণশঙ্কর রায়ের কৰ্ম্মচারীর থাকিয় আমাদের জলযোগাদির সব রকম স্থব্যবস্থা করিয়াছিলেন। যেখানে যেখানে গিয়াছি, সৰ্ব্বত্র বাস ও আহারের বন্দোবস্ত খুব ভাল হইয়াছিল। ইহা বলিবার কারণ এই, যে, সৰ্ব্বত্রই আহারের বন্দোবস্ত প্রয়োজনের চেয়ে অনেক বেশী হইয়াছিল। তাহাতে এই দুঃখ ও লজ্জা হয়, ষে, বিশেষ কিছু করিতে ত পারি না, অথচ ভদ্রমহোদয়ের কত যত্ন ও ব্যয় করেন। আর একট। দুঃখও হয়, যে, ধখন থাওয়া চলিত তখন এত নিমন্ত্রণ পাইতাম না। ঐযুক্ত বিপিনচন্দ্র পালকে এই কথা বলায় তিনি বলিলেন, “রীয়্যাল ট্র্যাজিডি * পরিহাস ছাড়িয়া দিয়া ইহা বল। দরকার মনে করি, যে, বৃদ্ধদের পক্ষে সাদাসিধা অল্প ভোজ্যের বম্বোবস্তই যথেষ্ট এবং স্বাস্থ্যরক্ষার অমুকুল ; এবং সাধারণতঃ আমাদের আতিথেয়তা ও পরিবেবণরীতির জন্ত বড় অপচয় হইয়া থাকে । মফঃস্বলে গান শিখাইবার ও শিথিবীর বন্দোবস্ত ভাল নাই । যেখানে যেখানে গান শুনিলাম, সেখানেই আমার মত আনাড়ির কানেও পরিচিত গাম বেস্থর লাগিল । কলিকাতাতেও যে এরূপ না হয়, তাহা নহে। তথাপি এখানে গান শিক্ষার ও গানের অবস্থ। অপেক্ষাকৃত ভাল । ইহাকে কেবলমাত্র সেীধীনতার একটা অঙ্গ মনে না করিয়া এবিবয়ে প্রগাঢ় গভীর মনোনিবেশের প্রয়োজন । আমি যে চারটি জায়গায় গিয়াছিলাম, তাহার মধ্যে তিন জায়গায় থিয়েটারের গৃহে সভা হইয়াছিল। এই ঘরগুলি এরূপ ভাবে নিৰ্ম্মিত, যে, ভাল করিয়া বায়ুচলাচল হয় না। অনেক লোক একত্র হইলে বায়ু দূষিত হয়। দুষিত বায়ুর মধ্যে, দীর্ঘকাল বসিয়া থাকিলে স্বাস্থ্য থারাপ হয়, কষ্টের কথা ছাড়িয়াই দিলাম। তা ছাড়া, বায়ু ঘূধিত হইলে তাহার মধ্যে বক্তৃত, অভিনয়, গান আবৃত্তি যতটা ভাল হইতে পারিত, তাহা অপেক্ষ। অন্ততঃ কিছু মন্দ হয়। এইজন্য ঘরগুলির এ বিষয়ে উন্নতি দরকার। আর এক বিষয়ে উন্নতির আবশ্যক আছে। ঘরগুলিতে মহিলাদের বসিবার জায়গা বেশীর ভাগ উপরে ও পশ্চাৎদিকে, এবং কিছু জায়গা উপরে দুই পাশে । ইহাতে একটি মহিলাও সামুনের পুরুষদের সমান স্ববিধ পান না। এবং মোটের উপর সমুদয় মহিল৷ পুরুষদের ८फ़एम्न कम प्रवि१l *ान् । अरुर्ब्रांश्व-यथ। धsलिङ থাকায় আমাদের দেশের মহিলারা একঘেয়ে জীবন যাপন করেন, বাংিরের জগতের অভিজ্ঞতা বিশেষ কিছু হয় মা। পুরুষদের জীবন তাহাজের চেয়ে বৈচিত্র্যপূর্ণ। wo.