পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আহবান শ্ৰী রবীন্দ্রনাথ ঠাকুর আমার তরে পথের পরে কোথায় তুমি থাকে৷ সে কথা আমি শুধাই বারে বারে । কোথায় জানি আসনখানি সাজিয়ে তুমি রাখে। আমার লাগি নিভৃতে একধারে । বাতাস বেয়ে ইসারা পেয়ে গেছি মিলন আশে শিশির-ধোওয়া আলোতে ছোওয়া শিউলি-ছাওয়া ঘাসে, খুজেছি দিশ৷ বিলোল জল-কাকলী-কল ভাষে অধীরধারা নদীর পারে পারে। আকাশকোণে মেঘের রঙে মায়ার যেথা মেলা, তটের তলে স্বচ্ছ জলে ছায়ার যেথা খেলা, আশথশাখে কপোত ডাকে সেথায় সারা বেলা তোমার বঁাশি শুনেছি বারে বারে। কেমনে বুঝি আমারে খুজি কোথায় তুমি ডাকো, বাজিয়া উঠে ভীষণ তব ভেরী। সরম লাগে, মন না জাগে, ছুটিয়া চলিনাকে, দ্বিধার ভরে ভূয়ারে করি দেরি।