পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৪৬ Wo: *A so *}. & &ট প্রবাসী—ভাদ্র, ১০৩৪ ు [ ২৭শ ভাগ, ১ম খণ্ড আমাদের জাহাজে আমি একমাত্র ভারতবাসী এবং আমার সহযাত্রীদের মধ্যে ইংরেজ, জাৰ্ম্মান ও আমেরিকান। জাহাজের কাপ্তেন আমার স্ত্রী ও আমাকে কয়েকবার র্তাহার ক্যাবিনে গইয়া গিয়া নানা প্রকারের আলাপ করেন এবং একদিন আমাদের তিনজনের এক সঙ্গে ফোটো লইলেন । যতদিন জাহাজে ছিলাম প্রত্যেক দিন আমার মনে এই কথা শতবার উঠিত—“ভারতবাসীর ংথ্যা ৩২ কোটী ; কিন্তু ভারতবাসীর মধ্যে একজনও জাহাজের কাপ্তেন নাই, ভারতবাসীদের বাণিজ্যপোত, রণপোত নাই বলিলেও অত্যুক্তি হয় না। छांख्द्र ७ भिनम् ऊांबकनाथ झांम ७ বালিম জাহাজের কাপ্তেন “মিঃ রেম” ভারতবাসীরা বখন ব্যবসার জন্য, বিদ্যোপার্জনের জন্য বিদেশে যান তখন র্তাহাদিগকে পরনির্ভরশীল হইয়া শত প্রকারের লাঞ্ছন। ভোগ করিতে হয় । আমি কখনও ইংরেজের জাহাজে চড়ি নাই ; তবে শুনিয়াছি, ধে, ইংরেজের জাহাজে ভারতবাসীকে নানা প্রকারের কষ্ট ভোগ করিতে হয়। যতদিন ভারতবাসীর নিজেদের জাহাজে বিদেশ যাত্রা করিতে সুযোগ পাইবেন না ততদিন তাহারা জাপানি জাহাজ, জাৰ্ম্মান জাহাজ বা স্বইডিস্ জাহাজে ভ্রমণ করিলে অপেক্ষাকৃত ভাল ব্যবহার পাইবেন, ইহা আমার বিশ্বাস ।” चांभांप्लग्न छांशंब भिंभ५. (हेश्ल७) ७ष९ cनब्रवृर्श (ফ্রান্স) হইয়। ১লা মার্চে ব্ৰেমন (জার্মানি) পৌছিল। জাহাজ হইতে নামিবার পূর্ব আমেরিকা হইতে এক তার পাইলাম, যে, আমাদের বন্ধু শ্রদ্ধে রিচার্ড হিলগার, যিনি আমার অনুরোধ অনুসারে গত বৎসর ঋবি রবীন্দ্রনাথকে ডুসেলডুফের স্ববৃহৎ মেলায় বক্তৃতা করিবার জন্ত বন্দোবস্ত করেন, হঠাৎ মারা গিয়াছেন। এই সংবাদ পাইয়া আমরা বড় দুঃখিত হইলাম, কারণ মিষ্টার ও মিসেসূ হিলগার অতি অমায়িক এবং প্রকৃত সাত্ত্বি ক প্রকৃতির লোক এবং আমরা তাহীদের বাড়িতে নিজেদের ঘরের মত ছিলাম । আমরা পর দিন সোজাস্বজি ডুসেলড্রফে যাত্রা করিলাম এবং তথায় মিসেস হিলগার ও তাহার পুত্রকস্তার সহিত সাক্ষাৎ করিয়া এবং আমাদের মৃত বন্ধুর কবরের উপর আমাদের শ্রদ্ধা-ব্যঞ্জক ফুল ইত্যাদি দিয়৷ —পর দিন “বাদেন-বাদেন" সহরে যাত্রা করিলাম । পথে আমার ফ্রাঙ্কফুট সহরে রাত্রি যাপন করিলাম। জাৰ্ম্মানিতে। আসার পর থেকে একটু শাস্তির ডাব প্রাণে আসিল— জাৰ্ম্মানিতে কৃষ্ণাঙ্গ-বিদ্বেষ নাই বলিলেই হয়। তারপর শিক্ষিত জাৰ্ম্মান মাত্রেই ভারতের অতীত গৌরব ও ভারতের দর্শন সম্বন্ধে কিছু-না-কিছু জানে এবং তাহারী প্রাণের সহিত ইচ্ছা করে যে,ভারতবাসীরা একদিন স্বাধীন হউক । বর্তমানে জাৰ্ম্মানি এক পক্ষে শক্তিহীন ; জাৰ্ম্মানদের দেশে বৈদেশিক সৈন্ত ( ইংরেজ ও ফরাসী ) রাইন নদীর প্রদেশে আডড গাড়িয়া বসিয়া আছে । জাৰ্ম্মানির রাজকর হইতে বাৎসরিক প্রায় ক্রোর টাকা জাৰ্ম্মানিক্স পুরাতন শক্ৰদের দিতে হয় । জার্মানি ইচ্ছামত জল স্থল ও বায়ুযুদ্ধের সরঞ্জাম বৃদ্ধি করিতে পারে না। জাৰ্ম্মানির কতকগুলি দুর্গ ভাঙ্গিয়া ফেলিতে হইয়াছে এবং জাৰ্ম্মান জনসাধারণ করভারপীড়িত । কিন্তু জৰ্ম্মান জাতির মধ্যে একট। অসীম শক্তির চিহ্ন দেখা যায় এবং এই পতিত ও যুদ্ধে পরাজিত জাতির উদ্যম, অধ্যবসায় এবং আত্মোস্কারের অদম্য প্রয়াস দেখিয়া প্রাণে আশার সঞ্চার হয় । কোন জাৰ্ম্মান তাহাদের যুদ্ধে পরাজয়ের জন্য তাঁহাদের পুরাতন শক্ৰদের দোষ দেয় না । সাধারণতঃ তাহার বলে, “আমাদের দেশের সাজনীতিবিশারদ মন্ত্রিগণ যদি অন্তর্জাতিক রাজনৈতিক ব্যাপারে আমাদের যোদ্ধাদের