পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や8b" প্রবাসী—ভাদে, ১৩es [ ২৭শ ভাগ, ১ম খণ্ড “ব্রেসেন” নামক ছুইখানি ৪৬,• • • টনের জগতের মধ্যে সৰ্ব্বাপেক্ষ দ্রুতগামী জাহাজ ভৈয়ারী সম্পূর্ণ হষ্টবে। আমরা যদি হামবুর্গ আমেরিক লাইন, হান্‌স লাইন ও অন্যান্য জাৰ্ম্মান জাহাজ লাইনের বর্তমান অবস্থা আলোচনা করি, তাহ হইলে দেখিতে পাইব, যে, তাহাদের ক্রমোন্নতি হইতেছে । পরাজিত এবং বিপন্ন জাৰ্ম্মানির রাজসরকার জাহাজ কোম্পানিগুলির উন্নতির জন্য সৰ্ব্বতোভাবে সাহায্য করিয়া আসিয়াছে । সম্প্রতি জাৰ্ম্মান গভর্ণমেণ্ট এই সিদ্ধাস্তে উপনীত হইয়াছেন, মে, ১লা এপ্রিল ১৯২৭ সাল হইতে পাচ বৎসরের জন্য, যে-সমস্ত কোম্পানি নূতন জাহাজ নিৰ্ম্মাণ করিবে, তাহাদের মধ্যে বার্ষিক প্রায় ১৩৪,• •,০০০ এক ক্রেীর ত্রিশ লক্ষ টাকা সরকারের তহৰিল হইতে সাহায্য স্বরূপ বঁটিয়া দেওয়া হইবে। ইহার ফলে জাৰ্ম্মানির জাহাজনিৰ্ম্মাণ-শিল্পের উন্নতি হইয়াছে। বর্তমানে জাৰ্ম্মানিতে ৬০০,• • • ছয় লক্ষ বা ততোধিক টনের জাহাজ-নিৰ্ম্মাণকার্য্য চলিতেছে । জাৰ্ম্মানির অন্যান্য শিল্পের যে অবস্থা ভাল, তাহা কোম্পানির অংশের মূল্যবৃদ্ধির দ্বারা বেশ বোঝা যায়। শুধু তাই নয়, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবর্গ জার্মানির সহিত লৌহ ও ইম্পাতের ব্যবসায়ে যোগ দিয়াছে ; পটাশ ব্যবসায়ে ফ্রান্স ও জাৰ্ম্মানি যৌথ কারবার আরম্ভ করিয়াছে । ইংলণ্ডের বড় বড় ব্যবসায়ীরা জাৰ্ম্মানির সঙ্গে মিলিয়া ব্যবসার প্রস্তাব করিতেছে । আমেরিকা জাৰ্ম্মানিকে টাক। ধার দিতেছে, কারণ আমেরিকার ব্যাঙ্কার ও ব্যবসায়িগণের দৃঢ়বিশ্বাস যে, জাৰ্ম্মানীর উন্নতি অবশুম্ভাবী । জাৰ্ম্মানির লোকসংখ্যা ছয় কোট বৃদ্ধি পাইতেছে এবং জনসাধারণের স্বাস্থা ও শিক্ষা সম্বন্ধে সরকার সর্বাপেক্ষা অধিক মনোযোগ দিতেছেন। পূৰ্ব্বে জাৰ্ম্মানির প্রত্যেক যুবককে সামরিক শিক্ষা করিতে হইত ; বৰ্ত্তমানে তাহা উঠাইয়া দেওয়া হইয়াছে ; কিন্তু প্রত্যেক বিদ্যালয়ে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক সত্বরে, নানা প্রকারের ব্যায়াম— ছেলে, মেয়ে যুবক যুবতীদের জন্য—শিক্ষার বন্দোবস্ত চলিতেছে । জাৰ্ম্মানীতে জনসাধারণকে স্বাস্থ্য-রক্ষার প্রণালী با دممص بن عفو به শিখাইবার জন্য প্রত্যেক বড় বড় সহরে স্বাস্থ্যরক্ষী প্রণালীর প্রদর্শনী স্থাপিত হইয়াছে এবং “সিনেমাতেনান। প্রকারের ব্যায়ামের ছবি এবং রোগ-নিবারণের প্রণালীর ছবি দেখাইবার বন্দোবস্ত হইয়াছে । জগতের মধ্যে জাৰ্ম্মানিতে চিকিৎসা-শাস্ত্রের সর্বাপেক্ষ উৎকর্ষ সাধিত হইয়াছে এবং হাসপাতাল, স্যানিটোরিয়াম্ বিভিন্ন স্থানে বিভন্ন প্রকারের রোগের বিশেষ চিকিৎসার বন্দোবস্ত আছে। এই উংকৃষ্ট চিকিৎসা-প্রণালী ধনী ও দরিদ্রের আয়ত্তাধীন। অর্থাৎ গরীবলোক গরীব ভাবে থাকিস্থা সৰ্ব্বোৎকৃষ্ট জল বায়ু পরিবর্তক স্থানে (watering place} সৰ্ব্বোৎকৃষ্ট চিকিৎসা পাইতে পারে । আমার স্ত্রীর ব্রংকাইটিস চিকিৎসার জন্য আমরা বাদেন-বাদেন সহরে প্রায় একমাস অবস্থান করিলাম এবং ১লা এপ্রিল আমরা কাল সরু সহর ও ষ্টুটগার্ট হইয়। মিউনিক আসিলাম। আমরা মিউনিকে দুইমাস কাল অবস্থান করি এবং ১লা জুন “বাদ রাইসেন হল-এ আসিয়াছি। আমরা যখন মিউনিকে ছিলাম তখন প্রত্যেক সপ্তাহে কোন পাহাড়ে বা সুন্দর স্থানে ধাইতাম । এই ছোট ছোট ভ্রমণ-সময়ের কয়েকটি ঘটনার কথ। বলিব । একদিন প্রাতে আমরা মিউনিক হইতে “পার্টেন কিরথেন গ্রামের নিকটস্থ “ব্যাভেরিয়ান আল্পসের চূড়া” যাহাকে “ঝুগস স্পিট সে” বলে, দেখিতে যাইতেছি, ট্রেনে একজন ভদ্রলোক জাৰ্ম্মান ভাষায় আমায় জিজ্ঞাসা করিলেন, “আপনি কি ব্রাজিলিয়ান ?” । ভদ্রলোকটি একজন ব্রাজেলিয়ান ব্যবসায়ী। তিনি র্তাহার স্ত্রী ও চারটি পুত্র লইয়ঃ জাৰ্ম্মানিতে কয়েক মাসের জন্য আসিয়াছেন । নান কথাবাৰ্ত্তার পর তিনি বলিলেন, “শিক্ষিত ভারতবাসী ধঞ্জি ব্রাজিলে যান তাহাদের কোন প্রকার লাঞ্ছনা ভোগ করিতে হইবে না। ব্রাজিলে কৃষ্ণাঙ্গ-বিদ্বেষ নাই ; অনেক নিগ্রে। বড় বড় রাজনৈতিক পদ অধিকার করে । ত্রাজিলে শতকরা ৭০ জন লোক ইউরোপীয়ান ও নিগ্রে, বা ইউরোপীয়ান ও ব্রাজিলের আদিমবাসী, অথবা নিগ্রে ও আদিমবাসীর মিশ্র-বিবাহের ফল। ব্রাজিলের সরকার লোক চায় । কাজেই গতবৎসর প্রায় ছয় হাজার জাপানি