পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] পরভূতিকা やWッ○ স্থবীর বলিল,“ন,এটা আমাদের পরিবারের bad taste wf; vulgarity3 museum i està sitz Ft:5 #šąz w ক’রে টাকা নষ্ট করা যায় আমার বাপ ঠাকুরদাদারা ভারই competition করেছেন এর মধ্যে। নিতান্ত হোম্রাচোম্রা অথচ বুদ্ধিহীন কোন জীব এলে আমি মায়ের আজ্ঞায় তাকে নিয়ে এখানে বসাই, তা না হ’লে এট আমাদের passageন্ধপেই ব্যবহার হয়। আমার উপরের বসবার ঘরট। আমি নিজের ইচ্ছামত সাজিয়েছি, অর্থাৎ সাঞ্জাইনি। কিন্তু সেখানে বসলে কারে অন্তরাত্মা ত্রাহি ভ্ৰাহি ডাক ছাড়ে না।” কথা বলিতে বলিতে দুই বন্ধু উপরে উঠিয়া আসিল । সিড়ির বাম পাশ্বের ঘরগুলি স্থবীরের, ডানদিকের গুলি অন্তঃপুর, যদিও সম্প্রতি সেখানে অস্তঃপুরিকার একাত্তই অভাব । স্থবীরের মা ও র্তাহার দুই তিনটি দাসী ভিন্ন এখন আর এদিকে কেহই বাস করে না । স্থবীরের বসিবার ঘরে থান চার কাল কাঠের পালিশ করা চেয়ার ছাড়া আর বড় বেশী কিছু আসবাব নাই । আর আছে, সারি সারি বইয়ের আলমারী। দেওয়ালের গায়ে গোট দুই ফোটোগ্রাফ ও গোটা দুই লালচে বাশের ফ্রেমে বাধানে। জাপানী ছবি ভিন্ন অন্ত কোন ছবি নাই। ঘরের দরজা জানালাগুলি পরদার ধার ধারে না । তাহাদের ভিতর দিয়া ঘরের ভিতর হাওয়া যতটা ন প্রবেশ করিতেছিল, রৌদ্রের উত্তাপ প্রবেশ করিতেছিল তাহার চেয়ে বেশী। ঘরের মাঝথানে সিলিংএ আট। একটি বৈদ্যুতিক পাথা। স্থবীর ঘরে ঢুকিয়াই সেটি চালাইয়। দিল । তাহাদের দেখিয়াই একজন চাকর ছুটিয়! আসিয়া নমস্কার করিয়া দাড়াইল । স্থবীর বলিল, “যা, আমাদের দুজনের চ৷ এই ঘরে দিয়ে যেতে বল। মা ফিরেছেন নাকি ?” চাকর বলিল, “আঙ্কে, তিনি এখনও ফেরেননি। ফিরতে সন্ধ্যে হ’বে ব’লে গেছেন।” স্ববীর চন্দ্রনাথকে বসাইয়া, নিজেও বসিয়া বলিল, “তা হ’লে সিনেমায় যাওয়াট কালকের জন্তে তুলে রাখা যাক। এই রোহিণী, ভবানীদিদিকে বলগে যা আমাদের খাবার ঠিক ক’রে দিতে। আর দেখ, চা করবার মত বুদ্ধি যখন তোর মাথায় নেই, তখন বৃথা চেষ্ট ন ক’রে, পেয়াল, টি-পট, গরম জল, চিনি-টিনি সব এইখানে দিয়ে যা, আমি ক’রে নেব।” চাকর চলিয়া গেল । চন্দ্র বলিল, “এত বড় বাড়ীতে থাকুবার মধ্যে শুধু তুমি আর তোমার মা ? এ বড় যেমানান লাগে হে ! শিগগীর আরো লোক জোটাও।” স্থবীর বলিল, “সে চেষ্টা ত আমি ছাড়া আর সকলেই করছে । আমারই কেবল ওদিকে উৎসাহের অভাৰ । শুধু বাড়ী ভরাবার খাতিরে লোক জুটিয়ে আনলে, বাড়ী শেষে এমনই মারাত্মক রকম ভ’রে উঠবে, যে, আমাকেই হয়ত বেরিয়ে যেতে হ’তে পারে ।” চন্দ্র বলিল, “যাতে সেরকম অঘটন না ঘটে, তার ব্যবস্থা ক’রেই আন না হয় । ব্রাহ্ম বা খ্ৰীষ্টান যদি না চলে, ত’ কলকাতায় হিন্দু মেম সাহেবেরও আজকাল কিছু অভাব নেই। বি-এ, এম-এ, যা চাও, তাই পাবে । তোমার মত স্বপাত্র হাতছাড়া করবে, এমন পাত্রী বা * পাত্রীর বাপও বোধ হয় খুঁজে পাওয়া শক্ত হবে । বলত ঘটকালি করি। আমার সন্ধানে দু-চারটি মেয়ে আছে। বিদুষী তার হওয়াই চাই, এটা আমি ধ’রেই নিচ্ছি, রূপসীও খুষ হওয়া দরকার বোধ হয় ? টাকাকড়িও চাই নাকি ?” স্থবীর বলিল, “হ্যা, একাধারে সরস্বতী, উৰ্ব্বশী এবং কুবেরনন্দিনী । এর কম দাবী কবৃষ কেন ? কিন্তু কাৰ্য্যতঃ জুট্ৰবে হয়ত একটি খুকী, যার গরুর মত ড্যাব৷ চোথ এবং খাদা নাক, নাকের গোড়া অবধি চুল দিয়ে ঢাকা, এবং বাকিটা ঢাকা ঘোমটা দিয়ে। তার বিদ্য৷ কথামালা অবধি, এবং স্বামীর চেয়ে পুী মেনীকে তিনি সঙ্গী হিসাবে preference দেবেন। এই ভয়েই ত ওধার মাড়াতে ইচ্ছ। হয় না।” চন্দ্র বলিল, “তুমি বিয়ে না করলে ত আর ঐ রকম একটি জীব নিজের থেকে তোমার ঘাড়ে এসে পড়তে পারে না ? যেমন চাও, তেমন দেখেই করবে। তোমার ত আর বাপ খুড়ে, ঠাকুরদাদ। দশ গও বেঁচে নেই যে,