পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] দীপধারিণীর মূৰ্ত্তি খুবই সাধারণ–কিন্তু এই মূর্ভিট দেখে চোখ যেন জুড়িয়ে গেল। মৈলাপুরের নাম এসেছে একটি ময়ূরের থেকে-তামিলে ময়ূরকে “ময়িল” বলে। বহু পূৰ্ব্বে নাকি এখানে একটা গাছের তলায় এক ময়ুর একটী শিবলিঙ্গের সেবা ক’রত, তাই থেকে এই জায়গার এই নাম। বিশ্বাস করবার জন্য মন্দিরের ভিতরে আঙিনায় এখনও “ক্ষীরফল” জাতীয় একটী গাছ আছে,—এই গাছের তলায় শিবলিঙ্গট ছিল । এথন শিবলিঙ্গটকে আর পাথরের একটা ময়ূব মূৰ্ত্তিকে পাশে একটী ছোট মন্দির তুলে তার ভিতরে রাখা হ’য়েছে। শ্ৰীযুক্ত রামস্বামীর বাড়ীর যে দুটি ছেলে মন্দির দেখাবার জন্য আমাদের সঙ্গে এসেছিল এই ময়ূর-পুরাণ তারা বুঝিয়ে দিলে। বড়ে মন্দির দেখে ঐযুক্ত রামস্বামীর বাড়ীতে ফিরলুম। স্বান সেরে আহারে বস গেল। আমাদের গৃহস্বামী নিষ্ঠাবান তামিল ব্রাহ্মণঘরের কৰ্ত্ত ; তাহ’লেও তিনিও তার অতিথিদের সঙ্গে ব’সে গেলেন । ভোজনটাতে ইঙ্গ-ভারতীয় আর দ্রাবিড়ী রায়ার অপূৰ্ব্ব মিশ্রন ছিল । শ্রযুক্ত রামস্বামীর খানসাম মাছের আর মাংসের দু' তিনটি জিনিস তৈরী করেছিল। বলা বাহুল্য, গৃহস্বামী এ জিনিসগুলি স্পর্শও করেননি। তারপর তার আত্মীয় একটি ছোকরা আমাদের ভাত আর মাদ্রাজী তরকারী পরিবেষণ ক’লে—দালে টক-ঝাল দেওয়া যুব, যাকে “রসম্’ বলে—আর টক আর নানারকম মশলা দেওয়া একটা বেশ মুখরোচক দাল । তিন চার রকমের ভাজী, পাপর, কলাইয়ের দালের বড়, দই, ঘোল, একরকম মিষ্টি দালপুরী যেটা নাকি বিয়ের ভোজের এক অবশ্ব কৰ্ত্তব্য অঙ্গ, আর মেঠাই— এই সব দিলে। কবির শরীর অস্বস্থ ছিল, তিনি খালি একটু দই দিয়ে ছুটী ভাত খেলেন। নীচে কবির সঙ্গে দেখা করতে বিস্তর লোক এসেছে । তার ছুদিন অনিদ্রার পর একটু বিশ্রাম দরকার। বোলপুরের ভূতপূৰ্ব্ব একটি ছাত্রের ভাই এসে দেখা ক’রলে । মালয়ালী জাতীয়, বাঙলাদেশে কখনও “না আসিয়া বেশ ভাল বাঙ্গালী বলিতে শিখিয়াছে ;” খুব যবদ্বীপের পথে ՆԳՏ বুদ্ধিমান ছেলে, এই ষোল সতের বছর বয়সেই এখন বি-এ প’ড়ছে। একটি মুসলমান যুবক এসে কবির হস্তাক্ষর নিয়ে গেল, দূর থেকে তাকে দেখে অভিবাদন ক’রে গেল। বিকালে জাহাজে উঠতে হবে, সেখানে তার দেখা পাওয়া যাবে, এই কথা শুনে বাকী সবগে চ’লে গেল। ইতিমধ্যে জাহাজ কোম্পানীর ঐযুক্ত রাজরত্নম छांश्tछ भग्नांनॅौ शांजी শ্ৰী স্বরেন্দ্রনাথ কর অঙ্কিত পিলৈ মহাশর এলেন। তিনি বললেন যে, তাদের কোম্পানীর বড় কর্তা মলিও কোদিয়্যার ( M. Caudiere ) কলম্বোর হেড-আপিস থেকে এসেছেন। তিনি, আর মাদ্রাজের আপিসের কওঁ৷ মসিও ঝোবার ( M. Jobard ), আর জাহাজের কাপ্তেন, সাড়ে চারটের সময়ে কবিকে জাহাজে সংবৰ্দ্ধনা ক’রে গ্রহণ করবেন । আমাদের প্রথম শ্রেণীর টিকিট, কিন্তু জাহাজ >-- :له مدنی ،