পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وئ\سواوئ প্রবাসী—ভাদ্র, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড নাথপুত্র উপদেশ দিতেছিলেন, শ্রোতাদের মধ্যে আমিও ছিলাম।” "তিনি ত মহাপুরুষ, সকলেই জানে।’ ‘সকলে ভর্তিপুৰ্ব্বক তাহার কথা শুনিতেছিল, এমন সময় রাজা তাহার কয়েক জন অসদাচার বন্ধু লইয়া উপস্থিত ।” 'রাজার আচরণে ত প্রজারা সকলেই ভয় পাইয়াছে।’ তাহারা আসিয়াই সাধুকে বিদ্রুপ ও অপমান করিতে লাগিলেন। গৌতম বুদ্ধদেবেরও নিন্দ আরম্ভ হইল। আমার অসহ বোধ হওয়াতে একটা কথা বলিলাম।” “কি বলিলে ?” ‘আমি বলিলাম, সাধু-সন্ন্যাসীকে বিদ্রপ করা রাজার পক্ষে অঙ্কুচিত। প্রজারা তাহার ব্যবহারে অসন্তুষ্ট, সেকথাও বলিয়াছিলাম।” স্বজাত সভয়ে কহিলেন, ‘রাজার প্রকৃতি ত জান ? তিনি ত কখন ক্ষমা করিবেন না। র্তাহার অসাধ্য কোন কৰ্ম্ম নাই। তোমাকে কিরূপ লাঞ্ছনা করিবেন কে বলিতে পারে ? ‘তাই ত ভাবিতেছি। এখন উপায় ?” “কিছু দিন আর কোথাও গিয়া বাস করিলে হয় না ? রাজার বিবাহের কথা হইতেছে, বিবাহ হইলে শাস্তপ্রকৃতি হইতে পারেন ।” ‘কোথায় বিবাহের কথা হইতেছে ? ‘সন্ধ্যা হইবার পূৰ্ব্বে মগধরাজের দূত রাজপথ দিয়া রাজবাটীতে গিয়াছেন। মাসী বলিতেছিলেন, মগধরাজ তাহার ভ্রাতুষ্পত্রীর সহিত রাজার বিবাহের প্রস্তাব করিয়াছেন।” ‘রাজমাতার মুখে শুনিয়া থাকিবেন ? ‘সেইরূপ অকুমান হয় ।” ‘তুমি যে স্থানান্তরে যাইতে বলিতেছ, কোথায় যাইব ? বে-কৰ্ম্ম শিথিয়াছি দুই চারি দিনে আরম্ভ করিবার কথা । এখন যদি কোথাও চলিয়া যাই যাহার সহিত কৰ্ম্ম করা স্থির হইয়াছে তিনি কি বলিবেন ? ‘রাজা এখন ক্রুদ্ধ হইয়াছেন, কখন কি করিয়া বলেন তাহার ত স্থিরতা নাই ! তুমি কৰ্ম্ম আরম্ভ করিলে এমন সময় সহসা যদি তোমায় কারাবন্দী করেন কিংবা আর কোন শাস্তি দেন তাহ হইলে তুমি কি করিবে ? তখন ত কৰ্ম্ম বন্ধ হইয়াই যাইবে, তুমিও বিপদে পড়িবে। "তুমি যেমন বলিতেছ সেইরূপ করিব। আমার বন্ধুকে বলিয়া কাল বারাণসী চলিয়া যাইব ।’ ‘আজ রাত্রে কোন আশঙ্কা নাই ত ? ‘রাত্রে গৃহে থাকিব না, আর কোথাও গিয়া করিব।” ‘সেই কথা ভাল ' ' কিছুক্ষণ কথা স্থগিত হইল। আবার উদয়ন কহিলেন, 'স্বজাত ’ ‘উদয়ন !” “আমাদের নিজের একটা কথা আছে।’ স্বজাত নখে নখ খুটিতে লাগিলেন, কোন কথা কহিলেন না। ‘তুমি ত আমার মনের কথা জান ।” স্বজাত পুৰ্ব্বরূপ। উদয়ন তাহার হস্ত ধারণ করিলেন, কহিলেন, “আমাদের বিবাহে ত কোন বাধা নাই । তুমি স্বীকৃত হইলেই হয় ।” - মুষ্টিমধ্যে ধৃত ক্ষুদ্র পক্ষিণীর ন্যায় উদয়নের হস্তের মধ্যে স্বজাতার হস্ত কম্পিত হইতেছিল। মুছম্বরে কহিলেন, "এ-কথা আমাকে কেন বলিতেছ? এখন ত স্বয়ম্বরের প্রথা নাই যে, প্রকাশ্য-সভায় তোমার গলায় আমি বরমাল্য পরাইয়া দিব ? উদয়ন স্বজাতার হস্ত মুক্ত করিলেন। মহাশ্বেত ফিরিয়া আসিলেন। উদয়ন তাহাকে কহিলেন, ‘বৈকালে বাহির হইয়াছি, এখনও গৃহে ফিরি নাই। অনুমতি হয় ত এখন গৃহে যাই ।” মহাশ্বেত সম্মিত মুখে কহিলেন, "এ কি তোমার शृङ् नग्न ?' ‘আপনাদের স্নেহেই ত আমি প্রতিপালিত p উদয়ন বিদায় গ্রহণ করিলেন। শয়ন পর দিবস প্রাতে দূত মগধে ফিরিয়া যাইবেন সংবাদ পাইয় রাজা বিরূপাক্ষ রাজ-প্রাসাদে আসিলেন। তাহাৰে