পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\సి 6 সঙ্কুল অরণ্য আদৃত হইল। দেবী মহামায়া উদয়নের সৰ্ম্মখে আবির্ভূত হইলেন। মন্দিরে উদয়ন যে-মূৰ্ত্তি দেখিয়াছিলেন সে-মূৰ্ত্তি নহে, কিন্তু দেবী সেই, সংশয়ের লেশমাত্র রহিল না। পাষাণময়ী মূৰ্ত্তির পরিবর্তে জ্যোতিৰ্ম্মী, মঙ্গলময়ী, করুণাময়ী মূৰ্ত্তি ! উন্নয়নের প্রতি কোমল, স্নেহপূর্ণ দৃষ্টিপাত করিয়া কহিলেন, ‘ভীত হইয়া তুমি আমার নিকটে শরণ প্রর্থনা করিয়াছিলে। দেখিতেছ না, এ স্থানে নিত্য ভয়! আমার সঙ্গে আইস, আমি তোমাকে চিরাভয় প্রদান করিব।” দেবী অন্তহিত হইলেন। গলদঘৰ্ম্ম হইয়া উদয়নের নিদ্রাভঙ্গ হইল । অবশিষ্ট রাত্রি তাহার আর নিদ্রা হইল না । স্বপ্নে যাহা দেখিয়াছিলেন জাগ্রত হইয়াও বার বার তাহাই দেখিতে লাগিলেন। স্বপ্নদৃষ্ট প্রত্যেক দৃপ্ত মানসচক্ষে স্পষ্ট প্রতিবিম্বিত হইল। وتخ প্রভাতে উঠিয়া উদয়ন স্বপ্নবৃত্তাস্ত কাহাকেও বলিলেন না। নিত্যকৰ্ম্ম যেমন করিতেন সেইরূপ করিলেন। একবার মনে করিলেন মন্দিরে গিয়া পুরোহিতকে স্বপ্নকথা বলিবেন, কিন্তু সে কল্পনা ত্যাগ করিলেন । কত সময় কত স্বপ্ন দেখা যায়, সকল স্বপ্নেরই কি অর্থ আছে ? বৈকালে কৰ্ম্মস্থান হইতে ফিরিবার সময় উদয়ন নগরের বাহিরে অল্পক্ষণ ভ্ৰমণ করিতেছিলেন। অকস্মাৎ মেঘ উঠিয়া আকাশ অন্ধকার করিয়া আসিল । তাহার পরেই প্রবল ঝঞ্চ, ধূলিতে চারিদিক ভরিয়া গেল। ঝড়ের বেগ প্রশমিত হইবার অপেক্ষায় উদয়ন পথের পাশে বৃক্ষের তলায় দাড়াইলেন । - ঘন ঘন বিদ্যুৎ চমকিল, তাহার পর মেঘগর্জন। উদয়ন দেখিলেন, দূর হইতে একটা অশ্ব ভয়ে উচ্ছ,স্থল হইয়া ছুটিয়া আসিতেছে, অশ্বারোহী কোন মতে অশ্বকে সংযত করিতে পারিতেছে না। উদয়ন চিনিলেন, রাজা বিরূপাক্ষ, ভয়ে চক্ষু বিস্ফারিত, অশ্বপৃষ্ঠে স্থির হইতে পারিতেছেন না। উদয়ন মুহূৰ্ত্ত-কাল বিলম্ব না করিয়া, লম্ফ দিয়া অশ্বের বল্প ধারণ করিলেন। অশ্ব লাফাইয়া উঠিয়, কিছু দুর शिंग्र श्ब्रि इहेण । ब्राछ। दिक्कोक उ९को९ अक्ष श्हेटज्र প্রবাসী-ভাদে, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড অবতরণ করিলেন। দেখিলেন, উদয়ন অশ্বের পদতলে পতিত হইয়াছেন। দেখিতে দেখিতে অপর অশ্বারোহিগণ আসিয়া উপস্থিত হইল। উদয়নের উঠিবার ক্ষমতা নাই। রাজার আদেশে সত্বর শিবিকা আনীত হইল। রাজা কহিলেন, ‘রাজ প্রাসাদে লইয়া চল ।’ উদয়ন ক্ষীণ স্বরে কহিলেন,'না, আমার নিজের গৃহে ।” বাহকের উদয়নকে তাহার গৃহে লইরা গেল। রাজ ও তাহার সঙ্গিগণ নীরবে শিবিকার সঙ্গে গমন করিলেন । গৃহে উপনীত হইয় রাজা ও র্তাহার বন্ধুগণ উদয়নকে সাবধানে তুলিয়া গৃহের ভিতরে শয্যায় শয়ন করাইলেন। উদয়নের মাত অশ্রুরুদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, “কি इहेग्राप्झ ?' রাজা সংক্ষেপে ঘটনা বিবৃত করিয়া কহিলেন, "আমাকে রক্ষা করিতে গিয়া উদয়ন আহত হইয়াছেন।’ - উদয়নের মাতা কহিলেন, “নিজের প্রাণ দিয়াও রাজাকে রক্ষা করা প্রজার কর্তব্য ।” উদয়নের প্রতি কিরূপ ব্যবহার করিয়াছিলেন স্মরণ করিয়া রাজা অধোবদন হইলেন । রাজবৈদ্য দেখিতে আসিলেন। উদয়নকে দেখিয়া, নাড়ী পরীক্ষা করিয়া, বাহিরে আসিলেন। রাজাকে কহিলেন, ‘শরীরের ভিতর কোথাও গুরুতর আঘাত লাগিয়া থাকিবে । শ্বাসের লক্ষণ দেখিতেছি । রক্ষা পাইবার কোনও অাশা নাই।" বৈদ্য চলিয়া গেলেন। পর দিবস প্রাতঃকালে আবার আসিবেন বলিয়া রাজাও বিদায় লইলেন। ঝটিকার পর আকাশ নিৰ্ম্মল হইয়াছে। স্বৰ্য্য অস্তপ্রায় । মৃদু মন্দ, শীতল বায়ু বহিতেছে, তরুশাখায় পক্ষিগণ সদ্ধার বন্দনা করিতেছে। বাহিরে দিবাবসানে প্রকৃতির প্রশাস্ত মূৰ্ত্তি, ভিতরে নিঃশব্দে মৃত্যুর আগমন । সংবাদ পাইয়া মহাশ্বেত ও স্বজাতাও আসিয়াছিলেন। মহাশ্বেতা উদয়নের মাতার সহিত উদয়নের শয্যাপার্থে দাড়াইলেন, স্বজাত গৃহের মধ্যে প্রবেশ করিলেন না। উদয়নের মাতা শোক সম্বরণ করিবার চেষ্টা করিতেছিলেন, নীরবে অশ্রু মোচন করিতেছিলেন। মহাশ্বেতা অঞ্চলে চক্ষু মুছিতেছিলেন।