পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ! গহনা Ꮔ>© প্রতিযোগিতা করা আধুনিক পাশ্চাত্য শিল্পীর পক্ষেও নিতান্ত দুঃসাধ্য, অসভ্য শত্রুর দস্থাবৃত্তির ফলে সেই শিল্পের এইরূপে অকাগে ধ্বংসপ্রাপ্তি ঘটিল । দক্ষিণাত্যে ও সিংহলে বিদেশীর আধিপত্য বা প্রভাব অনেক পরে বিস্তারিত হয়, সুতরাং সে সকল দেশে ললিতকলা ও কলাশিল্প উত্তর ভারত অপেক্ষ অধিককাল স্থায়ী হইয়াছিল । সেইজন্য সেখানে খৃ: সপ্তদশ শতাব্দী পৰ্য্যস্ত চিত্রে মূৰ্ত্তিতে ও ধাতব শিল্পাদিতে প্রাচীন ভারতীয় কলাশিল্পের ক্রম লক্ষিত হয়। কিন্তু ঐ সকল নিদর্শনে জীবন্তশিল্পের অগ্রমুখী গতির কোনও চিহ্ন নাই । কেবলমাত্র ইঙ্গি তমাত্রিক (Rule of thumb) অটুকরণের জড়ভাব, বা স্থলে স্থলে বৈদেশিক প্রভাব বিস্তারের আভাস পাওয়া যায় । মধ্যযুগের ভারতীয় গহনার বাস্তব নিদর্শনের অতি অল্পই এখন পর্য্যন্ত ষর্তমান , এবং ধাহা আছে তাহীও দেশীয় রাজন্তবর্গের রত্নগিার সকলে লুক্কায়িত । সুতরাং ঐ যুগেরও গহনার পরিচয় সমসাময়িক চিত্র বা মূৰ্ত্তি সকল হইতে লইতে হুইবে । দাক্ষিণাত্যের প্রস্তর ও ধাতব মূৰ্ত্তি সকলে যে সকল গঙ্গনার পরিচয় পাওয়া যায়, সে সকলের অধিকাংশই ত্রয়োদশ যুগের গহনার অনুকরণ মাত্র । এবং এইরূপ অমুকরণ-প্রবৃত্তির ফলে যেরূপ অবপাত ( decadence ) অবশ্যম্ভাবী, তাহারও পরিচয় ঐ সকল ক্ষেত্রে যথেষ্ট আছে। ঐ সকল নিদর্শনে কয়েকটি মাত্র নূতন গহনার পরিচয় পাওয়া যায় ; যথা, মাছুরায় বৃহৎমন্দিরস্থ নটরাজ মূৰ্ত্তির উক্লদেশের উপরিভাগের (upper part of thigh ) গহনা, উক্ত মন্দিরের তিরুমল্ল চেীলক্রিতে, নৃপতি তিরুমল্লের রাণীর সম্মুখে পরিহিত চন্দ্রহার, বেঙ্কটপতি রায়ের কাংসামূৰ্ত্তির কর্ণাভরণ ইত্যাদি, এবং রামেশ্বয় মন্দিরের কয়েকট স্ত্রীমূৰ্ত্তিতে নাসিকার গহন । এইসকল গহনায়, সূক্ষ্ম রেখাপাত বা কারুকার্য্য-খচিত, স্বগঠিত বহুসংখ্যক খণ্ডের, আয়তন অনুপাতে স্বনার বিন্যাস, ইত্যাদি প্রাচীন গহনাশিল্পের বিশেষত্বের পরিচয় फिफूंहे माझे । ঐ যুগের উত্তর ভারতের মূৰ্ত্তি সকলের গহনায় নূতনত্ব, বিশেষত্ব বা বিশুদ্ধ রূপরসজ্ঞান, ইহার কোনটিয়ই বিশেষ পরিচয় পাওয়া ষায় না। তষে ইহা বল। উচিত, ষে, ঐ অঞ্চলের দেশীয় নৃপতিবর্গের অধিকারে যে সকল মন্দির বা প্রাচীন প্রাসাদাদি আছে, সে সকলে আমাদের অজ্ঞাত অনেক কিছু থাকিতে পারে, যাহা হইতে এ বিষয়ে আমাদের অনেক নুতন জ্ঞান লাভ সম্ভব । স্বর্ণময় হার । ব্রহ্মদেশ। বিশুদ্ধ হিন্দু গহনীর বিদেশী সংস্করণ মধ্যযুগের ভারতীয় চিত্রকলায় অনেক প্রকার গহনার পরিচয় পাওয়া যায়। কিন্তু সে সকল বিষয়ে বিশেষ কিছু বলা অসম্ভব। কেননা এক্ষেত্রে অনেক কিছুই এখনো আমাদের নিকট সম্পূর্ণ ভাবে অজ্ঞাত। প্রথমতঃ, চিত্রের মধ্যে অধিকাংশই অজ্ঞাত শিল্পী কর্তৃক অঙ্কিত। সে সকল চিত্রের সময় ও কলারীতি (School) নিরূপণ সম্বন্ধে নানারূপ মত প্রচলিত, এবং সে সকল মতামতের কোনটি নিভুল তাহ। झुक्लर् । তবে মুঘল বাদশাহদিগের আমলের (আকবর, জাহাঙ্গীর ও শাহ জহান) কয়েকটি পুস্তক ও চিত্রসমটি · বল।