পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাছ চি (ব্রেপলেট) স্বর্ণময়। लिङ्गो । প্রবাসী—দ্রি, ১৩e৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড ছোট চুণীযুক্ত থাকে—ধার य८ङ्गन । यं म३ाभूलI भf গলদেশে বৃহৎ মুক্ত মালা,এবং সৰ্ব্বোপরি, o ក្ញុំ इंडाठौध्र ८द्धमप्ल? (Bracelet by Castellani) বা মণি কে: মহাৰ্ঘ হীরা, চুণী বা পায়ার খামযুক্ত, অতি মূল্যবান গহন। থাকে । বাজুতে দুই ইঞ্চি চৌড় বাজুবন্ধ থাকে ; বাজুবন্ধ মণিখচিত হইয় থাকে এবং তাহাতে ছোট ছোট মুক্তার থোপা সংযুক্ত থাকে। মণি বন্ধে মূল্যবান বাঙ্গ বা কঙ্কণ (bracelets) অথবা মুক্তার ছড়া পরিহিত হয় । মুক্তার ছড়া নয় হইতে বারোবার ফের দেওয়৷ থাকে। প্রত্যেক অঙ্গুলীতে মণিযুক্ত আংটা থাকে ; কেবলমাত্র বৃদ্ধাঙ্গুষ্ঠের আংটতে মণির পরিবর্তে ক্ষুদ্র একটি মুকুর থাকে । “র্তাহাজের কটিবন্ধ দুই আঙ্গুলী চওড়, স্বর্ণময় ও বৃহৎ, মণিযুক্ত হইয় থাকে, এবং তাহদের পায়জামার (drawers) বন্ধনিস্বত্র সকলের মুখে পাচ অঙ্গুলি প্রমাণ পনেরো ছড়া লম্ব মুক্তার গঠিত থোক থাকে । গুল্মফে মহাৰ্ঘ মল বা মুক্তার মালা থাকে ৷” যাহা হউক সপ্তদশ শতাব্দীর মধ্যে এদেশে মুঘল শু অন্ত মুসলমান গহন ও গহনার পরিকল্পনার বিস্তার সম্পূর্ণ হইল। এই সকল গহনার মধ্যে কতক খাটি বিদেশী—ধথ বুপাক, বাইজাগুীয় দুল—এবং কতকের জন্ম এদেশে কিন্তু পরিকল্পনা মুসলমানী । নৃংজাহান সম্বন্ধে কিম্বদন্তী আছে যে, তিনি শিল্পী নিয়োগ করিয়া নূতন অনেক গহনার স্বষ্টি করিয়৷ গিয়াছেন। হয়ত অন্ত অনেক মুঘল অন্তঃপুরচারিণীও এই প্রকার গহনার স্থষ্টি করিয়া গিয়াছেন । নুতন গহনার স্বষ্টি হউক বা না হউক, উত্তর ভারতে মুঘল রাজধানী দিল্লী গহনা-শিল্পের পীঠস্থান হইয়ু পড়িল ; এবং ক্রমে, দিল্লী ও লাহোর হইতে শিল্পী লইয়। ষাইয়া, জয়পুর ও গহন-শিল্পে—বিশেষে মণিকৰ্ত্তন ও সংযোজন এবং মীন কার্য্যে—প্রসিদ্ধি লাভ করিল ৷ দক্ষিণে মাঞ্জাজ, সিংহল ৪ মহারাষ্ট্রের পুণ৷ ইত্যাঙ্গি কয়েকট স্থলের গহনায় হিন্দুপ্রভাবের আধিক্য অনেক দিন পর্যস্ত ছিল । পূৰ্ব্বেই বলা হইয়াছে যে, তাহার কারণ ঐ সকল স্থলে হিন্দু রাজত্ব অপেক্ষাকৃত অধিক দিন ছিল । বোধ হয় ঐ সকল মধ্যযুগের হিন্দু রাজত্বের মধ্যে বিজয়নগরই সৰ্ব্বাপেক্ষা সমৃদ্ধিশালী ছিল । দুঃখের বিষয় ঐ নগর ধ্বংসকাধ্যে মুসলমান বিজেতা যেরূপ অসভ্য