পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] গহনা ԳՀ»՝ বৰ্ব্বরোচিত পটুতা দেখাইয়াছিল, তাহা ভারতের চিতোরগড় ভিন্ন অন্য কোথাও তাহারা দেখাইয়াছে কি না সন্দেহ । সুতরাং যদিও ঐ জনপদ অপেক্ষাকৃত আধুনিক, তথাপি তাহার ধ্বংসাবশেষ হইতে ললিতকলা বা কলাশিল্পের নিদর্শন বিশেষ কিছুই পাওয়া যায় নাই। খৃঃ অষ্টাদশ শতাব্দীতে ভারতে মুসলমান সাম্রাজ্যের পতন আরম্ভ হয়, যাহার ফলে দেশে বিষম অরাজকতা ও রাষ্ট্রবিপ্লব ঘটে। এদেশে যদিও বা আকবর জাহাঙ্গীর ও শাহ জহানের রাজত্বের মধ্যে ললিতকলা ও কলাশিল্পের পুনরুত্থান হইয়াছিল, এবং যদিই বা তাহা ধৰ্ম্মান্ধ আওরংজেবের বিদ্বেষ সহ করিয়া বাচিয়া থাকিত, এপ্রকার রাষ্ট্রবিপ্লবের মধ্যে তাহা অসম্ভব হইল । নূতনের স্বষ্টি এই প্রকার অত্যাচার ও অরাজকতার মধ্যে অসম্ভব হইয়৷ পড়িল এবং পুরাতন যাহ। কিছু ছিল, তাহার অধিকাংশ শতাব্দীব্যাপী লুণ্ঠন ও ধ্বংসকার্য্যের ফলে নষ্ট হইল। অল্প যাহা রক্ষা পাইল তাহী ক্ষুদ্র বৃহৎ অংশে বিভক্ত হইয়া এদেশে ও বিদেশে ছড়াইয়ু পড়িল । এইরূপে যে সকল ললিতকলা ও গহনা-শিল্পের সম্পদ মুঘল রাজধানী দিল্লী ও মুঘল সাম্রাজ্যের অন্তর্গত প্রাদেশিক রাজধানী সকলে সঞ্চিত হইয়াছিল তাহা মৃদুর পারস্য দেশ পৰ্য্যস্ত বিক্ষিপ্ত ठ्छ्रेल । মুঘল সাম্রাজ্যের ধ্বংসের পরে যে সকল স্বাধীন রাজত্ব স্থাপিত হয় সে সকলে মুঘলদিগের সঞ্চিত ধনের অবশিষ্ট যাহা ছিল তাহ রক্ষিত হয়। কিন্তু সে সকল রাজত্ব আবার বৈদেশিক বিজেতা কর্তৃক আক্রাস্তু ও লুষ্ঠিত হয় । ভরতপুর, অযোধ্যা, মুর্শিদাবাদ, দিল্লী, লাহোর, মহারাষ্ট্ররাজধানীসকল, হায়দরাবাদ, মহীশূর, ইত্যাদি সকল স্থানই ধনলুব্ধ ইয়োরোপীয় যুদ্ধব্যবসায়ী বা বণিক-সম্প্রদায় ও তাহদের নিযুক্ত সেনানী দ্বারা আক্রাস্ত ও লুষ্ঠিত হয়। সুতরাং প্রাচীন গহন-শিল্পের নিদর্শন যে এদেশে এতই বিরল, তাহাতে আশ্চৰ্য্য হইবার কিছুই নাই । ধনরত্ন লুষ্ঠিত হওয়ায় এদেশের অতি নিদারুণ ক্ষতি হইয়াছে সন্দেহ নাই, কিন্তু বিজেতার অবহেলা ও অবজ্ঞা, ও তদপেক্ষা সাংঘাতিক বৈদেশিক প্রভাব বিস্তার, এই সকল কারণে এদেশে শিল্পের যে ক্ষতি ও অবনতি হইয়াছে তাহাও অতি প্রচণ্ড । এই হিসাবে ইংরাজ ও অম্লান্ত ইয়োরোপীয় জাতি আমাদের যেরূপ ক্ষতি করিয়াছে মুসলমান বোধ হয় ততটা করে নাই। কারণ মুসলমান জাতি সকল যখন এদেশে প্রবেশ করে তখন শিল্প ও ললিতকলা ইত্যাদিতে এদেশ সমৃদ্ধিশালী, বিজেতার, যুদ্ধ বিগ্রহ ভিন্ন অন্য কোন বিষয়ে, তাহাকে শিক্ষা দান করি অত্যাধুনিক জার্মাণ গহন । উপরে মিনচিত্রাঙ্কিত কঙ্কণ (Bracelet) নীচে স্ত্রীমূৰ্ত্তি উৎক্ষিপ্ত স্বর্ণময় ব্ৰুচ। (relief work in gold) বার ক্ষমতা বা অধিকার ছিল না, কিন্তু ইয়োরোপীয়ের যখন বিজয় আরম্ভ করে তখন এদেশ বহুযুগ বহুশতাকীব্যাপী লুণ্ঠন, অত্যাচার ও বিপ্লবের ফলে অতি দীন দরিদ্র গতগৌরব হতঐ অবস্থায় উপনীত হইয়াছে। সুতরাং অপেক্ষাকৃত মসভ্য ইয়োরোপীয়ের পক্ষে ভারতীয় শিল্পকলার প্রতি অবজ্ঞ। প্রকাশ করা সম্ভব হয় । এই অবজ্ঞার ফলে এদেশের শিল্পকলা, সাহিত্য ইত্যাদি অনাদৃত ও নষ্ট হইতে থাকে ; এবং তাহার বিনাশে দুঃখ করিবার কেহই ছিল না। যদিও তাহ আমাদের নিজস্ব সম্পদ, কিন্তু বিদেশী বিজেতার মতামত প্রচারের ফলে আমাদেরই এই বিশ্বাস জন্মায় যে উহা সম্পদ নহে, আবর্জন মাত্র । এইরূপ মত কারণ,