পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহিলা-সংবাদ শ্ৰীমতী এন ও ফ্রীম্যানের বয়স ৭৭ বৎসর। কিন্তু এখনও তার অদম্য উৎসাহ । এই বয়সে তিনি ওয়েষ্টার্ণ বিশ্ববিদ্যালয়ে মার্কিন ও ইংরেজী সাহিত্য পড়া শুরু করিয়াছেন । নাতি-নাতনীর বয়সী অনেক ছাত্র-ছাত্রী এখন ইহার সহপাঠী। জ্ঞান-পিপাস বয়সের বাধন মানে নী । মামাজেল জ্বলিয়েট ভিলিয়ার প্যারীর মহিলা-ব্যারিষ্টার ম্যদময়ঙ্গেল জুলিয়েট ভিলিয়ারের নাম এখন পাশ্চাত্য জগতে আইনজ-মহলে স্বপরিচিত । সম্প্রতি ফরাসী আদালত খুলিবার সময় তিনি মহাত্মা গান্ধী সম্বন্ধে একটি সারগর্ভ সম্বর্ত পাঠ করেন। প্যারীর আইনজ্ঞসম্মেলনে তিনিই প্রথম নারী বক্তা। বুদ্ধিতে ও কাৰ্য্যকরী ক্ষমতায় ভারতীয় মহিলারাও যে পুরুষের সমকক্ষ তাহার যথেষ্ট পরিচয় পাওয়া যাইতেছে। ভারতের অধিকাংশ প্রদেশেই ব্যবস্থাপক সভায় ও স্বায়ত্বশাসন প্রতিষ্ঠানগুলিতে নারীরা প্রবেশাধিকার পাইয়াছে। শুধু বাংলাদেশের ব্যবস্থাপক সভায় ও বাংলার মফঃস্বলের . স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানসমূহে নারীদের প্রবেশাধিকার দেওয়া হয় নাই। স্ত্রীলোকদিগকে ট্যাক্স দিতে হয়,ব্যবস্থাপক সভা অনুমোদিত আইন মানিয়া চলিতে হয় কাজেই সে-সব প্রতিষ্ঠানে এক তরফ শুনানী হওয়া উচিত নয়। ঘরের বাহিরেও নারীদের কার্ষ্যক্ষেত্র আছে । সম্প্রতি কয়েক জন ভারতীয় নারী ফৌজদারী বিচার বিভাগে ও স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানে সৰ্বকার কর্তৃক নিয়োজিত শ্ৰীমতী এন ও ফ্রিম্যান হইয়াছেন । নিম্নে আমরা কতকগুলি शिंजांभ : শ্ৰীমতী অলমেলুমাঙ্গাথা অমল মাদ্রাঞ্জে এবং বিচারপতি মাদগাওনকারের পত্নী শ্ৰীমতি ভদ্রবাই মাদগাওনকারও বনিত আশ্রমের প্রধান কৰ্ম্মী শ্ৰীমতী শিবগাবরী গজর বোম্বাইএর অবৈতনিক ম্যাজিষ্ট্রেট হইয়াছেন। শ্ৰীমতী লক্ষ্মী একাম্বরম মাদ্রাজের অন্তর্গত টিউটিকোরিন মুউনিসিপ্যালিটির সদস্য মনোনীত হইয়াছেন । দেওয়ান বাহাদুর কে, এস প্রশেখর আইয়ারের পত্নী সংবাদ ।